1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রতি কৃতজ্ঞ জেলেনস্কি

১৯ এপ্রিল ২০২৪

জার্মান ভাইস চ্যান্সেলরের সফরের পর সে দেশের নেতৃত্বের প্রশংসা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট৷ রাশিয়ার মোকাবিলা করতে তিনি আরো সামরিক সহায়তার আবেদন করছেন৷ সিআইএ ইউক্রেনের পরাজয়ের আশঙ্কা করছে৷

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
জার্মানির ভাইস চ্যান্সেলর রোব্যার্ট হাবেক এক অঘোষিত কিয়েভ সফরে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছেন৷ আগামী জুন মাসে বার্লিনে ইউক্রেনের পুনর্গঠন সংক্রান্ত সম্মেলনে বিশেষ করে প্রতিরক্ষা ও জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণা করেছেন হাবেকছবি: Ukrainian Presidency/abaca/picture alliance

যথেষ্ট পশ্চিমা সামরিক সহায়তার অভাবে ইউক্রেন চলতি বছরেই রাশিয়ার কাছে পরাজয় মেনে নিতে বাধ্য হতে পারে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ৷ বিশেষ করে  মার্কিন কংগ্রেসে আটকে থাকা ৬০০ কোটি ডলার অংকের প্যাকেজের বড় মূল্য চোকাতে হচ্ছে সে দেশকে৷ ন্যাটোর বাকি সদস্য দেশগুলি সেই শূন্যস্থান পূরণ করতে পারছে না৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এমন অবস্থায় বার বার ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন৷

জার্মানির ভাইস চ্যান্সেলর রোব্যার্ট হাবেক এক অঘোষিত কিয়েভ সফরে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছেন৷ আগামী জুন মাসে বার্লিনে ইউক্রেনের পুনর্গঠন সংক্রান্ত সম্মেলনে বিশেষ করে প্রতিরক্ষা ও জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণা করেছেন হাবেক৷ তিনি ইউক্রেনের প্রয়োজন মেটাতে জার্মানির সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন৷ উল্লেখ্য, জার্মানি ইতোমধ্যেই ইউক্রেনকে একটি বাড়তি পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে৷ জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বৃহস্পতিবার বাকি ন্যাটো সদস্য দেশগুলির উদ্দেশ্যে অবিলম্বে ইউক্রেনে আরো এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর ডাক দিয়েছেন৷ ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের জরুরি আবেদনে সাড়া না দেওয়ার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না৷ কমপক্ষে আরো ছয়টি প্যাট্রিয়ট সিস্টেমের অনুরোধ মেটাতে ন্যাটো এগিয়ে আসবে বলে শলৎস আশা প্রকাশ করেন৷

প্রেসিডেন্ট জেলেনস্কি যাবতীয় সহায়তার জন্য জার্মানির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ দৈনিক ভিডিও বার্তায় জার্মানির নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শুধু ইউক্রেন নয় ইউরোপের নিজস্বতা বজায় রাখতেও জার্মানি সাহায্য করছে৷ তাঁর মতে, শান্তিপূর্ণভাবে, আইন মেনে ইউরোপের মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ করছে সে দেশ৷ অস্ত্র ও গোলাবারুদের অভাব সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রে আশাবাদী রয়েছেন৷ তিনি বলেন, দেশের মধ্যেই বোদানা আর্টিলারি সিস্টেমের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে৷ ফলে মাসে দশটি ইউনিট তৈরি করা যাবে৷

এদিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র করছেন বলে সন্দেহ বাড়ছে৷ পোল্যান্ড ও জার্মানিতে রুশ গুপ্তচর সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এমন সন্দেহ আরো দানা বাঁধছে৷ এক পোলিশ নাগরিক সেই লক্ষ্যে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার কাছে পোল্যান্ডের দক্ষিণ পূর্বে এক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল বলে কর্তৃপক্ষ দাবি করছে৷ জেলেনস্কি ঘনঘন সেই বিমানবন্দর ব্যবহার করে বিদেশ সফর করেন৷ বিদেশি নেতারাও সেখানে নেমে রেলপথে কিয়েভের উদ্দেশ্যে রওয়ানা হন৷ জার্মানির বাভেরিয়া রাজ্যে রুশ গুপ্তচর সন্দেহে বৃহস্পতিবার দুই ব্যক্তির গ্রেপ্তারের পরেও ইউরোপে রাশিয়ার গোপন কার্যকলাপ সম্পর্কে দুশ্চিন্তা বাড়ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ