কারাওকে সুরে গাওয়া নয়, বরং নীলছবির শীৎকারের সঙ্গে কণ্ঠ মেলাবার সুযোগ দিতে জার্মানির হামবুর্গে চালু হয়েছে ‘পর্ন কারাওকে বার‘৷
বিজ্ঞাপন
রাত্রিকালীন বিনোদনের জন্য বিখ্যাত হামবুর্গের জেলায় সোমবার চালু হয়েছে এই বার৷ প্রাথমিকভাবে সেখানে ৩০টি ক্লিপের সঙ্গে কণ্ঠ মেলানোর সুযোগ থাকছে৷
জার্মানির প্রখ্যাত ড্র্যাগ কুইন অলিভিয়া জোনস চালু করেছেন পর্ন কারাওকে বারটি৷
কারাওকে বারে মঞ্চের পেছনের পর্দায় দেখানো হয় ১৯৭০ ও ৮০-এর দশকের পর্ন৷ এরপর মঞ্চে গিয়ে পর্ন ক্লিপের সঙ্গে শীৎকারে অংশ নিতে পারেন আগতরা৷
‘‘আমি যত না চিন্তা করেছিলাম, তার চেয়েও বেশি মজার,'' হামবুর্গার আবেন্ডব্লাট পত্রিকাকে বলেছেন প্রতিষ্ঠাতা অলিভিয়া জোনস ৷
তিনি আরো বলেন, বারটি শুরুর সময় মানুষজন নিয়ন্ত্রিত থাকতো, এখান দেখা যাচ্ছে তারা মঞ্চে উঠে ভালোই পারফর্ম করছে৷
স্টেজে পারফর্ম করার আগে যারা চর্চা করে নিতে চায়, তাদের জন্যও ব্যবস্থা আছে ‘পর্ন কারাওকে' বারে৷ পরিচিত গানের সঙ্গে কারাওকের পদ্ধতি শিখে নিতে পারেন অতিথিরা৷
সেন্ট পাউলি এলাকায় অনেকগুলো ভিন্নধর্মী বার আছে অলিভিয়া জোনসের৷ ২০১০ সালের পুরুষ পারফর্মার দিয়ে স্ট্রিপ ক্লাব চালু করেন তিনি, যেখানে কেবল প্রবেশাধিকার কেবল নারীদের৷ এ ধরনের ক্লাব ইউরোপে প্রথম৷
রেবেকা স্টাউডেনমায়ার/এমবি
আরিয়ানা গ্রান্ডে: সরল এবং সেক্সি
মাত্র আট বছর বয়সে তিনি ক্রুজ শিপে কারাওকে গেয়েছেন, আর ২৩ বছর বয়সেই পুরোপুরি তারকা৷ আরিয়ানা গ্রান্ডে নতুন প্রজন্মের হাত ধরে উপরের দিকে উঠেছেন বেশ দ্রুতই৷
ছবি: picture-alliance/AP Photo/C. Pizzello
চার স্বরগ্রামে গাইতে পারেন তিনি
আরিয়ানা যখন স্টেজে ওঠেন, তার ভক্তদের মধ্যে তখন তীব্র উন্মাদনা সৃষ্টি হয়৷ এই তারকা চার স্বরগ্রামে, কখনো হালকা, কখনো গভীর গলায় গাইতে পারেন৷ তাঁর এই বিশেষ দক্ষতার জন্য তাঁকে তুলনা করা হয় মারায়া ক্যারি’র মতো প্রতিষ্ঠিত শিল্পীর সঙ্গে৷ বয়স মাত্র ২৩ হলেও স্টেজ পারফর্মেন্সে তাঁর অভিজ্ঞতা দশ বছরের৷
ছবি: Getty Images
শিশুদের টিভি তারকা
শিশুদের টিভি সিরিজ ‘ভিক্টোরিয়াসে’ মুখ্য ভূমিকায় ছিলেন আরিয়ানা৷ আর নিজের ইউটিউব চ্যানেলও চালু করেন অল্প বয়সে৷ সেই চ্যানেলের সাবসক্রাইবার প্রায় দুই কোটি৷
ছবি: pictur-alliance/dpa/H. Boesl
সরল এবং সেক্সি
আরিয়ানার মধ্যে এক সরল কিন্তু সেক্সি ‘লুক’ খুঁজে পান অনেকে৷ তাঁকে প্রায়শই মিনি স্কার্ট এবং ক্রপটপের সঙ্গে লম্বা স্টিফেল পরতে দেখা যায়৷ তাঁর বদৌলতে এই পোশাক বেশ জনপ্রিয় হয়ে উঠলেও এগুলো যে তাঁর জন্য সেক্সশপ থেকে কেনা হতো তা নাকি তিনি জানতেনই না৷
ছবি: picture-alliance/dpa/P. Buck
অগুনতি পুরস্কার
আরিয়ানা মাত্র ২৩ বছর বয়সেই জয় করেছেন অসংখ্য পুরস্কার৷ শুধু সঙ্গীত শিল্পী হিসেবেই নয়, মঞ্চে অভিনয় এবং টিভি অভিনয়ের জন্যও তিনি জয় করেছেন অনেক অ্যাওয়ার্ড৷ এত সম্মাননা রিহানা বা জাস্টিন বিবার পেয়েছেন কিনা সন্দেহ৷
ছবি: Reuters/M. Anzuoni
গোটা বিশ্বেই আছে ভক্ত
বিশ্বের সবপ্রান্তেই আরিয়ানার ভক্ত মিলবে৷ আর তিনি জানেনও কিভাবে লাইমলাইটে থাকতে হয়৷ নিজের অ্যালবাম ‘মাই এভরিথিং-’এর প্রোমো ট্যুরে গিয়ে তিনি টোকিও’র এক শপিং মলে নেচেছিলেন, যা তাঁর জাপানি ভক্তদের হৃদয় জয় করেছে৷
ছবি: picture-alliance/Geisler-Fotopress/K. Nara
দলগত পারফর্মেন্স
অন্যদের সঙ্গে পারফর্মেন্স, বিশেষ করে ছয়জন একসঙ্গে নাচার মতো বিষয়াদি বেশ পছন্দ করেন আরিয়ানা৷ ছবিতে নিকি মিনহাজ এবং আরো কয়েকজন সহশিল্পীর সঙ্গে ‘সাইড টু সাইড’ গানে তাঁকে পারফর্ম করতে দেখা যাচ্ছে৷ গানটি ইউটিউবে প্রায় একশ’ কোটিবার দেখা হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Sayles
ম্যানচেষ্টারে হামলা
আরিয়ানা গ্রান্ডের ক্যারিয়ারের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা সম্ভবত ঘটেছে সম্প্রতি৷ ম্যানচেষ্টারে তাঁর কনসার্ট চলাকালে বোমা বিস্ফোরণে প্রাণ হারান তাঁর বেশ কয়েকজন ভক্ত৷ সেই ঘটনার পর টুইটারে আরিয়ানা লেখেন, ‘‘হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি অত্যন্ত দুঃখিত৷’’