জার্মানিতে প্রবীণদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ আর সেই সাথে এই জনগোষ্ঠী মধ্যে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতাও৷ ভবিষ্যতে পুলিশবাহিনী এক্ষেত্রে ভালোভাবে প্রস্তুতি নিতে চায়৷ সমস্যাটা কী সত্যি এত বড়?
বিজ্ঞাপন
কোটের পকেটে ঝট করে একটা জিনিস ঢুকিয়ে ফেলা৷ তারপর দোকান থেকে দাম না দিয়েই বের হয়ে যাওয়া৷ এই ধরনের চৌর্যবৃত্তি অল্পবয়সিদের মধ্যেই দেখা যায়, কিছুটা একঘেয়েমি কিছুটা সাহসের পরিচয় দেওয়ার জন্য৷
কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে
ইদানীং এই দৃশ্যপটে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ এই ধরনের অপরাধ প্রবণতা প্রবীণদের মধ্যেও দেখা যাচ্ছে৷ পুলিশ ইউনিয়নের প্রধান অলিভার মার্কোভ এই প্রসঙ্গে বলেন, ‘‘সামনের বছরগুলিতে আমরা বয়োজেষ্ঠ ব্যক্তিদের মধ্যে আরো অপরাধী দেখতে পাবো৷''
এই বয়সি অপরাধীদের আয়ত্তে আনতে হলে পুলিশের এখন নতুন নতুন কর্মসূচির কথা ভাবতে হবে৷ মালকোভ আরো বলেন, ‘‘প্রথমত বর্ষীয়ান অপরাধীদের সঙ্গে কীরকম আচরণ করা যায়, এ ব্যাপারে আমাদের কর্মীদের ট্রেনিং দিতে হবে৷''
তবে ডিমেনশিয়ায় আক্রান্তদের বেলায় অবস্থাটা জটিল হয়ে পড়ে৷ কারণ তাঁরা তো কোনো ভুল করছেন বলে বুঝতেই পারেন না৷ এক্ষেত্রে সমাজকর্মীদের এগিয়ে আসতে হবে৷ যেমনটি তাঁরা তরুণদের ব্যাপারে করে থাকেন৷
অনেকেই নিঃসঙ্গ
প্রবীনদের মধ্যে অনেকেই নিঃসঙ্গ, ভোগেন একাকিত্বে৷ অনেকে স্বামী বা স্ত্রীকে সেবা করতে করতে ক্লান্ত৷ ভেঙে পড়েন মানসিক দিক দিয়েও৷ হাতসাফাই করে অন্যমনস্ক থাকার চেষ্টা করেন কেউ কেউ৷
সারা জার্মানিতে ষাটোর্ধ অপরাধীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷ গত বছর এই বয়সিদের মধ্যে অপরাধীর সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি৷ এই তথ্য জানিয়েছে ফেডারেল অপরাধ দপ্তর৷ এর মধ্যে অনেকেরই প্রথম অপরাধকর্ম এটি৷ ষাটোর্ধ অপরাধীদের প্রতি ১০ জনে একজন চুরি করার সময় ধরা পড়েন৷
বিশ্বব্যাপী আয়ু বাড়ার পরিণতি
গোটা বিশ্বে ৬৫ বছরের বেশি বয়সের মানুষের সংখ্যা বেড়েই চলেছে৷ জাতিসংঘের সূত্র অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে তাঁদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, যা জনসংখ্যার প্রায় ১৫.৬ শতাংশ৷ এর কারণ ও পরিণতি কী হতে চলেছে?
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages
আরও বেশি বয়স্ক মানুষ
গোটা বিশ্বে মানুষের আয়ু বাড়ছে৷ ২০১০ সালে ৬৫ বছরের বেশি বয়সি মানুষের সংখ্যা ছিল মাত্র ৭.৭ শতাংশ৷ জাতিসংঘের পূর্বাভাষ অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে তা দ্বিগুণ হয়ে দাঁড়াবে (১৫.৬ শতাংশ)৷ একদিকে পড়তি জন্মহার, অন্যদিকে আয়ু বেড়ে চলায় এমন পরিস্থিতি দেখা যাচ্ছে৷ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে ভবিষ্যতে বয়স্কদের সংখ্যা বাড়বে৷
ছবি: picture-alliance/dpa
অবসরের পর প্রেম
১০০ বছর আগে কোনো মানুষ ৭৫ বছর পূর্ণ করলে, সেটা হতো এক বিরল ঘটনা৷ তাঁদের অতি বৃদ্ধ মনে করা হতো৷ আর আজ অবসর নেয়ার পরেও অনেকে তরতাজা সুস্থ যুবকের মতো থাকেন, চুটিয়ে জীবন উপভোগ করেন৷ জার্মানিতে শতবর্ষ পূর্ণ করা মানুষের সংখ্যা গত ৩ দশকের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়ে গেছে৷
ছবি: Fotolia/Gina Sanders
তরতাজা শরীর
বয়স হলেও শারীরিকভাবে সচল থাকা আজ আর নতুন কোনো ঘটনা নয়৷ চিকিৎসার উন্নতি ও সমৃদ্ধিই এর মূল কারণ৷ উন্নয়নশীল দেশেও এমন প্রবণতা দেখা যাচ্ছে৷ ভবিষ্যতে বয়স্ক মানুষদের একটা বড় অংশই এ সব দেশে থাকবেন৷
ছবি: Patrizia Tilly/Fotolia
নারীরা সন্তান চাইছেন না
আগামী বছরগুলিতেও এমন প্রবণতা বজায় থাকবে৷ তরুণ দম্পতিরা কম সন্তান চাইছেন৷ এর অন্যতম কারণ হলো, নারীরা তাঁদের অর্থনৈতিক স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন৷ কাজের পাশাপাশি সন্তান সামলানো তাঁদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে৷
ছবি: Fotolia/Fotowerk
মেয়েরা স্কুলে যেতে চায়
নারীরা যে আগের তুলনায় কম সংখ্যক সন্তান চাইছেন, তার আরও একটা কারণ রয়েছে৷ তাঁরা আসলে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান৷ বিশেষ করে গরিব দেশগুলিতে মায়েরা তাঁদের কন্যাসন্তানদের ভাই-বোনদের দেখাশোনার কাজে ব্যস্ত না রেখে স্কুলে পাঠাতে চান৷
ছবি: DW/H. Hashemi
অবসর ভাতা কাঠামোর দুর্বলতা
উন্নয়নশীল দেশগুলিতে অবসর ভাতা বা সামাজিক সুরক্ষা প্রায় নেই বললেই চলে৷ কিন্তু বেড়ে চলা জনসংখ্যার কারণে এ সব দেশে কিছুকাল পর বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে৷ অবসরপ্রাপ্তদের জীবন সহজ করে তুলতে তাই উপযুক্ত কাঠামো গড়ে তুলতে হবে৷
ছবি: Issouf Sanogo/AFP/GettyImages
শুধু দেখাশোনাই যথেষ্ট নয়
জার্মানির মতো সমৃদ্ধ দেশেও বয়স্কদের দেখাশোনার পর্যাপ্ত ব্যবস্থা নেই৷ ‘ওল্ড এজ হোম’ বা বৃদ্ধাবাস থাকলেও তার খরচ কম নয়৷ অবসর ভাতা কমে চলায় অনেক বৃদ্ধ মানুষ দারিদ্র্যের কবলে পড়ছেন৷
ছবি: Fotolia/Kzenon
বৃদ্ধ বয়সে দারিদ্র্যের বিপদ
দরিদ্র অঞ্চলে বিশেষ করে বয়স্ক নারীরা অনেক সময়ে বাধ্য হয়ে ভিক্ষা করতে বাধ্য হন৷ অনেক মানুষ সারা জীবন শুধু মাঠেই কাজ করেছেন, বেশি বয়সের জন্য সঞ্চয়ের সুযোগ পান নি৷ হাড়ভাঙা খাটুনি আর তাঁদের সহ্য হয় না৷ বয়স্কদের সংখ্যা বেড়ে চলায় এমন সমস্যা প্রকট হয়ে উঠছে৷
ছবি: picture-alliance/Lehtikuva/Hehkuva
বৃদ্ধদের বিপ্লব
সারা বিশ্বে বয়স্ক মানুষ ন্যায্য অবসর ভাতার দাবিতে প্রতিবাদ দেখাচ্ছেন৷ যেমন নিকারাগুয়ায় তাঁরা মাসে কমপক্ষে ৯০ মার্কিন ডলার পেনশনের দাবি জানাচ্ছেন৷
ছবি: REUTERS
বেশি বয়স পর্যন্ত কাজ
জাতিসংঘ তার সদস্য দেশগুলির উদ্দেশ্যে বয়স্ক মানুষের জন্য উপযুক্ত কাজ সৃষ্টি করার ডাক দিচ্ছে৷ চাকরি জীবন থেকে অবসর নেবার প্রচলিত ধারণায় পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে মনে করে জাতিসংঘ৷ অনেক বয়স্ক মানুষ আজই ছোটখাটো ব্যবসা করছেন৷
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages
10 ছবি1 | 10
পেনশন কমে যাওয়ায় অনেকের মাস চালাতে হিমশিম খেতে হয়৷ তাই দোকানে গিয়ে দ্রুত কিছু ব্যাগে ঢুকিয়ে ফেলেন কেউ কেউ, জানান মালকোভ৷
বয়স্কদের মধ্যে আরেক ধরনের অপরাধ লক্ষ্য করা যায়, আর তা হলো অসতর্কভাবে আগুন জ্বালিয়ে দেওয়া৷ জ্বালানো চুলা কিংবা ইলেকট্রিক কম্বল থেকে সারা বাড়িতেই আগুন জ্বলে উঠতে পারে৷ ক্ষতি হতে পারে অন্যান্যদেরও৷ অবশ্য ভুল বশতই সাধারণত ঘটে থাকে এটা৷ প্রতি চারটি ‘অপরাধকর্মে' অন্তত একটি এই ধরনের ঘটনা৷
আইনকে খাপ খাইয়ে চলতে হবে
বিশেষজ্ঞরা মনে করেন, আইনকে সমাজের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে৷ প্রবীণদের রক্ষা করাই হবে আইনের কাজ শাস্তি দেওয়া নয়৷ অনেক সময় প্রতারণার শিকার বৃদ্ধরা আত্মহত্যাও করে থাকেন৷ এইসব প্রতারককে কঠিন শাস্তি দেওয়া উচিত৷
গ্রাইফসভাল্ড ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী ফ্রিডার ড্যুংকেল এই প্রসঙ্গে বলেন, ‘‘বিষয়টি নিয়ে বিতর্কের সময় আসেনি এখনও৷ জার্মানিব্যাপী প্রবীণদের মধ্যে এখন পর্যন্ত অপরাধ প্রবণতা সবেচেয়ে কম৷'' যে সব অপরাধ তারা করে থাকেন, তাও খুব মারাত্মক নয়৷ সহিংস ঘটনা খুব কমই প্রবীনদের দ্বারা ঘটে থাকে৷ এক সময় ব্যাংক ডাকাতির মতো কিছু ঘটনা প্রবীণদের দ্বারা ঘটেছে, একথা শোনা গেলেও তা কিন্তু ব্যতিক্রমী ব্যাপার৷ সবখানেই কলঙ্কজনক দুই একজন থাকে৷ একারণে গোটা গোষ্ঠীকে দোষারোপ করা যায় না৷
এই অপরাধবিজ্ঞানীর ভাষায়, ‘‘এজন্য পুলিশদের বিশেষ ধরনের ট্রেনিং-এর প্রয়োজন আছে বলে আমি মনে করি না৷ তবে তাদের সামাজিক সমস্যাগুলি মোকাবেলা করা শিখতে হবে এবং কোনো অপরাধ ধরা পড়লে প্রবীণদের সবার সামনে লজ্জা দেওয়া থেকে বিরত থাকতে হবে৷''