1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রশংসায় স্পেন কোচ দেল বস্কে

২৯ এপ্রিল ২০১৩

স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন৷ তাঁর অধীনে খেলা ৭০টি ম্যাচের ৫৮টিতেই জিতেছে স্পেন৷ তিনি স্পেনের কোচ দেল বস্কে৷ সম্প্রতি জানা গেল, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি৷

Spain's coach Vicente del Bosque (L) and Italy's coach Cesare Prandelli (R) watch their Group C Euro 2012 soccer match at the PGE Arena in Gdansk, June 10, 2012. REUTERS/Juan Medina (POLAND - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

২০০৮ সালে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ হন বস্কে৷ এরপর স্পেন ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্ব সেরা হয়৷ আর তার দুই বছর পর আবারও ইউরোপের সেরা হয় স্পেন৷

ব্রাজিল বিশ্বকাপেও স্পেন ভালো করবে বলে বিশ্লেষকদের ধারণা৷ তবে বস্কের মতে জার্মানি, আর্জেন্টিনা আর স্বাগতিক ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে৷

দেল বস্কে...ছবি: AP

তিনি বলেন, নতুন ফুটবলের সঙ্গে জার্মানি চমৎকারভাবে নিজেদের মানিয়ে নিয়েছে৷ ‘পাওয়ার' ফুটবলের চেয়ে তারা এখন হালের ‘পজেশন' ফুটবলের দিকে মনোযোগ দিয়েছে৷ তবে চ্যাম্পিয়নস লিগে স্পেনের দুই দলের জার্মান দলগুলোর কাছে মহাপরাজয়ে সবকিছু বদলে যায়নি বলে মনে করেন বস্কে৷ তাঁর মতে, দ্বিতীয় লেগের খেলার আগে কোনো সিদ্ধান্তে আসাটা ঠিক হবেনা৷ বস্কে মনে করেন, বর্তমান অবস্থা থেকেও বার্সা আর রেয়ালের ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে৷

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অবশ্য আশা ছিল ২০১৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন বস্কে৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ