1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রাচীনতম শিক্ষায়তন হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়

৩ মে ২০১০

জার্মানির সবচেয়ে পুরনো বিদ্যাপীঠ হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়৷ গবেষণা-ভিত্তিক উচ্চ শিক্ষার দিক থেকেও ইউরোপের সবচেয়ে বিখ্যাত শিক্ষায়তন এটিই৷ প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে ৬২৪ বছর আগে৷ ১৩৮৬ সালে৷

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ছবি: picture-alliance/ dpa

এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ক্যাম্পাসের পরতে পরতে রয়েছে অগণিত প্রখ্যাত দার্শনিক, বিজ্ঞানী, ইতিহাসবিদ, শিল্পী এবং কবি-সাহিত্যিকের স্মৃতিচিহ্ন৷ জড়িয়ে রয়েছে মার্টিন লুথার, ইয়োহান ভোল্ফগাঙ ফন গ্যোয়েটে, গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিশ হেগেল এবং ম্যাক্স ওয়েবারের জীবন-দর্শনের প্রেক্ষাপট৷

ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা বিজ্ঞান, দর্শন, ভাষা, অর্থনীতি এবং সংস্কৃতিসহ বিজ্ঞানের মোট ১২টি অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে৷ ১৮৪ টি বিভাগে ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় ২৮ হাজার৷ উচ্চতর গবেষণায় রত আছেন আরো এক হাজার তরুণ গবেষক৷ অধ্যাপক রয়েছেন ৩৭৩ জন৷ তবে সবমিলিয়ে শিক্ষক সংখ্যা প্রায় চার হাজার৷ আর গ্রন্থাগার, ইন্সটিটিউট, কম্পিউটার সেন্টার, জাদুঘর, গবেষণাগার, ব্যায়ামাগারসহ বিভিন্ন দপ্তরে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১২ হাজার৷

জার্মানির প্রাচীনতম শিক্ষায়তনছবি: picture-alliance / akg-images

বিশ্বের তিন শতাধিক বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা ও শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের৷ প্রতিষ্ঠানটির স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর ২০ শতাংশই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক ছাত্র-ছাত্রী৷ আর ডক্টরেট ডিগ্রির সাথে সম্পৃক্ত গবেষকদের এক-তৃতীয়াংশই আন্তর্জাতিক শিক্ষার্থী৷ মধ্য এবং পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা, উত্তর অ্যামেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে শাখাকেন্দ্রের মাধ্যমে বিস্তৃত রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসূচি৷ দক্ষিণ এশিয়ায় নতুন দিল্লি, কলোম্বো, কাঠমাণ্ডু এবং ইসলামাবাদে রয়েছে এই শিক্ষায়তনটির উপ-শিক্ষা কার্যক্রম৷

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটি জার্মানির দ্বিতীয় শ্রেষ্ঠতম গ্রন্থাগারের মর্যাদায় অধিষ্ঠিত৷ ২০০৯ সালে টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেয়েছে তারা জার্মান গ্রন্থাগার সূচকের বিবেচনায়৷ প্রতিবছর এই গ্রন্থাগারে ভিড় করে প্রায় ২০ লাখেরও বেশি জ্ঞানপিপাসু মানুষ৷

এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইন্সটিটিউটের মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ এশিয়া বিষয়ক ইন্সটিটিউট৷ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার বিভিন্ন বিষয়ের উপর গবেষণাধর্মী শিক্ষার জন্য ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয় এই বিশেষ ইন্সটিটিউট৷

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ (ফাইল ছবি)ছবি: Universität Heidelberg / Dorn

দক্ষিণ এশিয়ার প্রাচীন আর আধুনিক দর্শন, ধর্মতত্ত্ব, শিল্প-সাহিত্য, লোকসংস্কৃতির ইতিহাস আর ঐতিহ্য নিয়ে উচ্চতর গবেষণা চালু রয়েছে এই ইন্সটিটিউটে৷ ইনস্টিটিউটের রয়েছে বাংলা, হিন্দি, উর্দু, সংস্কৃত ভাষা শিক্ষার কোর্স৷ এই দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে স্নাতকোত্তর শ্রেণীতে লেখাপড়া করছেন বাংলাদেশি ছাত্র মো. সালাউদ্দিন বিশ্বাস৷ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, ‘‘দক্ষিণ এশিয়া সম্পর্কে এখানে বিশেষভাবে পড়ানো হয়৷ এখানে দক্ষিণ এশিয়ার ভূ-প্রকৃতি, ইতিহাস, রাজনীতি, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব এমনকি মেডিকেল অ্যান্থ্রোপোলজি পড়ানো হয়৷ তারপরে এখানে রয়েছে অত্যাধুনিক শ্রেণীকক্ষ৷ প্রত্যেকটা শ্রেণীকক্ষই যেন একেকটি গবেষণাগার৷ আর এখানকার শিক্ষকদের যে গুণাবলী, সত্যিকার অর্থেই তা অভূতপূর্ব৷''

জার্মানিতে লেখাপড়া করতে এসে তাঁর বিশেষ অভিজ্ঞতা সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘‘এখানকার প্রত্যেকটি জিনিসই আমার কাছে নতুন অভিজ্ঞতা৷ প্রথমে বলতে হবে ভাষার কথা৷ জার্মান ভাষা না জানলে এখানে চলাই মুশকিল৷ আমি যখন প্রথম বার্লিনে আসলাম, তখন আমি এখানে একটি প্রতিষ্ঠানে ভাষা শিখতে যেতাম৷ প্রথম দিন ঐ প্রতিষ্ঠানে যেতে আমার সময় লেগেছিল আড়াই ঘণ্টা৷ অথচ সেখানে যেতে প্রকৃতপক্ষে সময় লাগে মাত্র ১৫ মিনিট৷ এর পেছনে কারণ ছিল আমি তখন জার্মান ভাষা জানতাম না৷''

তাঁর মন্তব্য, ‘‘বাংলাদেশ, ভারত তথা দক্ষিণ এশিয়া থেকে এখানে একজন-দু'জন নয়, ঝাঁকে ঝাঁকে ছাত্র-ছাত্রী পড়তে আসা উচিত৷ আর শুধু ছাত্র-ছাত্রীই নয়, আমাদের শিক্ষাগুরুদেরও এখানে আসা উচিত এখানকার শিক্ষা ব্যবস্থা দেখার জন্য৷ বিশেষ করে হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমার কাছে মনে হয়েছে যে, আমি যেন নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলাম৷''

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ