1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ফ্রান্স ও স্পেনকে ছোঁয়ার মিশন শুরু

৭ সেপ্টেম্বর ২০১৪

শুরু হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০১৬-র বাছাই পর্ব৷ নতুন আদলের এ আসরের প্রথম দিন, অর্থাৎ রবিবারই শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির একই সঙ্গে ইউরোপ সেরা হওয়ার মিশন৷ সফল হলেই ফ্রান্স ও স্পেনকে ছুঁয়ে ফেলবে জার্মানি৷

ছবি: picture-alliance/dpa

১৯৯৮ সালে বিশ্বকাপ জেতার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছিল ফ্রান্স৷ একই সঙ্গে বিশ্বকাপ ও ইউরোপ চ্যাম্পিয়ন থাকার গৌরব তারপর স্পেনও অর্জন করে৷ ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের সাফল্য পায় তারা, দু বছর পর জেতে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ৷ এবার একই অর্জনের অংশীদার হতে চায় জার্মানি৷ রোববার গ্রুপ ‘ডি'-র ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা৷ ম্যাচটি হবে জার্মানিতেই, ডর্টমুন্ড স্টেডিয়ামে৷ বিশ্বকাপ জয়ী দলের তিন তারকা ফিলিপ লাম, প্যার ম্যারটেসাকার আর মিরোস্লাভ ক্লোজে অবসর নিয়েছেন, নতুন অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগার এবং ইউলিয়ান ড্রাক্সলার, মেসুট ও্যজিল আর সামি কেদিরাও এ ম্যাচে খেলছেন না৷ তারপরও স্কটল্যান্ডের বিপক্ষে জার্মানিই ফেবারিট৷ সম্প্রতি এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি ভুলে তাঁর দল সহজেই প্রথম ম্যাচ থেকে জয় তুলে নিতে পারবে বলেই আশা করছেন কোচ ইওয়াখিম ল্যোভ৷

গত আসর পর্যন্ত চূড়ান্ত পর্বে খেলেছে ১৬টি দল, তবে এখন থেকে দলের সংখ্যা বাড়ছে৷ বাছাইপর্ব উতরানো ২৩টি আর স্বাগতিক দেশ মিলিয়ে মোট ২৪টি দল এখন থেকে চূড়ান্ত পর্বে খেলবে৷ সেই সুবাদে ২০১৬-র আয়োজক ফ্রান্স এমনিতেই থাকছে চূড়ান্ত পর্বে৷

রবি, সোম আর মঙ্গল – এই তিন দিনে বেশ কয়েকটি ফেবারিট দল নামছে বাছাই পর্ব উতরানোর লড়াইয়ে৷ রোববার জার্মানি-স্কটল্যান্ড ছাড়াও থাকছে গ্রুপ আই-এর পর্তুগাল-আলবেনিয়া ম্যাচ৷ সোমবার ‘সি' গ্রুপের ম্যাচে স্পেন খেলবে মেসিডোনিয়ার বিপক্ষে৷ সুইজারল্যান্ড-ইংল্যান্ড (গ্রুপ ই), অস্ট্রিয়া-সুইডেন (গ্রুপ জি) ম্যাচও হবে একই দিনে৷ মঙ্গলবার অসলোতে ইটালির মুখোমুখি হবে নরওয়ে আর নেদারল্যান্ডস খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে৷

এসিবি/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ