‘বেটোফেন উৎসব’
২০ সেপ্টেম্বর ২০১২অমর কালজয়ী সংগীত সম্রাট লুডভিশ ফান বেটোফেনের স্মরণে প্রতিবছর বনে অনুষ্ঠিত হয় বেটোফেন উৎসব৷ নর্থরাইন ওয়েস্টফালিয়ার মুখ্যমন্ত্রী হানেলোরে ক্রাফট-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের উৎসব৷ এতে অংশ নিচ্ছেন জার্মানিসহ বিশ্বের প্রায় ২,০০০ খ্যাতিমান নবীন ও প্রবীণ সংগীত শিল্পী৷
বেটোফেনের জন্ম বন শহরে ১৭৭০ সালে৷ মৃত্যুবরণ করেন ১৮২৭ সালে মাত্র ৫৬ বছর বয়সে অস্ট্রিয়ার ভিয়েনায়৷ পাশ্চাত্যের ধ্রুপদী সংগীতের অঙ্গনে বহুমুখী প্রতিভার অধিকারী এই মহান শিল্পী সৃষ্টি করেছেন একাধিক সিম্ফনি, পিয়ানো কনসার্ট, স্ট্রিং কোয়ারটেট আর সোনাটা৷ প্রখ্যাত সুরকার ও সংগীত নির্দেশক এবং বেটোফেনের গভীর অনুরাগী ফ্রানৎস লিস্ট এর উদ্যোগে ১৮৪৫ সালে প্রথম অনুষ্ঠিত হয় বেটোফেন উৎসব৷ তারপর বহু বাধা-বিপত্তি পার হয়ে আজ অবধি তার অগ্রযাত্রা থেমে থাকেনি৷ বরং এই উৎসব পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি ও জনপ্রিয়তা৷ বেটোফেন উৎসব হয়ে উঠেছে পশ্চিমা ধ্রুপদী সংগীত অনুরাগীদের এক তীর্থস্থান৷ এবছরের আন্তর্জাতিক বেটোফেন উৎসবের মটো ‘আইগেনজিন' অর্থাৎ অনমনীয় - ‘শিল্পীর স্বতন্ত্র অভিব্যক্তি'৷
বেটোফেন'এর সংগীত কর্মের পাশাপাশি তাঁর সমসাময়িক সুরকারদের সৃষ্ট কনসার্ট ছাড়াও থাকছে নানা সময়ের নানা ধরণের সংগীতানুষ্ঠান৷ আরোও রয়েছে বিভিন্ন মেজাজের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান৷ আছে প্রবন্ধ পাঠ, আলোচনা অনুষ্ঠান, চিত্রপ্রদর্শনী৷ এক মাসের এই উৎসবে সব মিলিয়ে রয়েছে প্রায় ১৪৬ টি অনুষ্ঠান৷ বন শহরের বিভিন্ন স্থানে অসংখ্য সংগীতানুষ্ঠানের সুরলহরী আর বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাচুর্যে, সংগীতপ্রেমী বা দর্শক শ্রোতারা কখন কোন অনুষ্ঠানে যাবেন সেটা ঠিক করতেই যেন একটা সমস্যায় পড়ছেন৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: জাহিদুল হক