1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বর্ষ সেরা ফুটবলার নির্বাচিত হলেন আরিয়েন রবেন

৯ আগস্ট ২০১০

কিকার ম্যাগাজিন এবং ক্রীড়া লেখকদের বিচারে বায়ার্ন মিউনিখের এই ডাচ খেলোয়াড়ও বর্ষ সেরা৷ রবেন তাঁর পক্ষে পান ৪৪৫ ভোট৷ অন্যদিকে তাঁর বস লুইস ফান গাল সেরা কোচ নির্বাচিত হয়েছেন৷ ফান গালও একজন ডাচ৷

চ্যাম্পিয়নস লীগে ১০ নম্বর জার্সি গায়ে রবেনছবি: AP

বায়ার্ন মিউনিখের বাস্তিয়ান শোয়াইস্টাইগার পেয়েছেন ১৮০ ভোট, বিশ্বকাপে গোল্ডেন বুট বিজয়ী থমাস ম্যুলার পেয়েছেন ১১৮ ভোট এবং ফিলিপ লাম পেয়েছেন ৩৫ ভোট৷ বর্ষ সেরা ফুটবলার নির্বাচিত হবার পর রবেন বলেছেন, একটি সুপার সিজনে এই পুরস্কার এক বিরাট সম্মানের ব্যাপার৷ ইনজুরির কারণে রবেন দুই মাসের জন্যে মাঠ থেকে দূরে থাকছেন৷ তিনি বলেন, আমরা একটি ছাড়া সবগুলো খেলাতেই জিতেছি৷

এদিকে, লুইস ফান গাল তাঁর পক্ষে ৩৯৮ ভোট পেয়ে সেরা কোচ নির্বাচিত হয়েছেন৷ উল্লেখ্য, এবারই প্রথমবারের মত কোন বিদেশি কোচ বর্ষ সেরা কোচ নির্বাচিত হলেন৷ অন্যদিকে, ফেলিক্স ম্যাগাথ পেয়েছেন ২৩১ ভোট এবং ইওয়াখিম ল্যোভ ৮৭ ভোট৷ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে জার্মান জাতীয় দলের কোচ ছিলেন ল্যোভ৷ বিশ্বকাপে জার্মান দলের স্থান তৃতীয়৷

ফিফা বিশ্বকাপ ২০১০’এ নেদারল্যান্ডস’এর হয়ে খেলার সময় রবেনছবি: AP

আরিয়েন রবেন-এর সেরা ফুটবলার নির্বাচিত হবার পর, গাল বলেন, আরিয়েন অবশ্যই সঠিক নির্বাচন৷ কিকার ম্যাগাজিনের এই নির্বাচনে ৯২৫ জন সাংবাদিকের ভোট দেয়ার অধিকার ছিল৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ