1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বাইরে বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকী

১০ নভেম্বর ২০০৯

জার্মানির বাইরেও নানা জায়গায় উদযাপিত হলো বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকী৷ কোথাও প্রাচীরের আসল টুকরো প্রদর্শনী৷ কোথাও প্রতীকী প্রাচীর নির্মাণ এবং পতন৷ আবার কোথাও উল্লসিত জনতা নেচে-গেয়ে স্মরণ করেছে ঐতিহাসিক এই ঘটনা৷

বারাক ওবামার ভিডিও বক্তব্যছবি: AP

পোল্যান্ডে উৎসব

পোল্যান্ডের নাগরিকরা রাজধানী ওয়ারশ'তে স্টাইরোফোমের তৈরি তিন মিটার লম্বা দেওয়াল ভেঙ্গে স্মরণ করলেন ১৯৮৯ সালের ৯ নভেম্বরকে৷ এসময় বাদ্যযন্ত্রের তালে তালে মহাউল্লাসে মেতে উঠে পোলিশ জনতা৷ শুধু তাই নয়, ঐ নমুনা দেওয়ালটি ভেঙ্গ ফেলার আগে ওয়ারশ'র তরুণরা সেটির গায়ে এঁকে দেয় বার্লিন প্রাচীরের রঙিন গ্রাফিটি৷ আর দেওয়ালটি ভেঙ্গে ফেলার সাথে শ্যাম্পেনের গ্লাসে করে পরিবেশন করা হয় ফলের রস৷

লন্ডনে বরফের প্রাচীর

লন্ডনেও গড়ে তোলা হয়েছিল বরফের বার্লিন প্রাচীর৷ আর একাজে মুখ্য ভূমিকায় ছিলেন অ্যাঙ্গলো-জার্মান শিল্পী দম্পতি৷ জার্মান শিল্পী বেনিয়ামিন ভাল্থার এবং তাঁর স্ত্রী ম্যানোন গড়ে তোলেন সাড়ে তিন মিটার উঁচু বরফ প্রাচীর৷ সোমবার বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ১০ ডিগ্রিতে পোঁছলে গলতে থাকে এই স্মারক প্রাচীর৷ ৯ নভেম্বরের ঐতিহাসিক মিলনের ঘটনা সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, ‘‘কোন নেতা, উচ্চ পর্যায়ের ব্যক্তি কিংবা সামরিক শক্তি এই প্রাচীর ভাঙ্গেনি৷ এই প্রাচীরের পতন হয়েছিল বার্লিনের নারী-পুরুষ সবার ঐক্যবদ্ধ শক্তিশালী প্রচেষ্টার ফলে৷''

বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকীতে গর্ডন ব্রাউনছবি: AP

ফ্রান্সে চকলেট প্রাচীর

এদিকে হাজার হাজার ফরাসি জনতা রাজধানী প্যারিসে জমায়েত হয়েছিল বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকী উদযাপনে৷ প্যারিসের কেন্দ্রস্থল প্লেস দ্য লা কনকর্ডে মেতে উঠেছিল সবাই নাচ-গান আর আলোকসজ্জায়৷ গড়ে তোলা হয়েছিল ১৫ মিটার দীর্ঘ চকলেটের বার্লিন প্রাচীর৷ প্রায় তিন সপ্তাহ ধরে ৯০০ কিলোগ্রাম চকলেট দিয়ে এই প্রাচীর বানিয়েছিলেন খ্যাতিমান শিল্পী প্যাট্টিক রজার৷

আমেরিকায় ৯ নভেম্বর

আমেরিকার সাংস্কৃতিক রাজধানী লস এঞ্জেলসে হাজির করা হয়েছিল বার্লিন প্রাচীরের আটটি টুকরো৷ ঐতিহাসিক ৯ নভেম্বরের স্মৃতিকে ঘিরে লস এঞ্জেলস কাউন্টি মিউজিয়াম অব আর্ট-এর উল্টোদিকের পার্কে সাজানো হয়েছিল প্রাচীরের টুকরোগুলো৷ এমনকি সেগুলোর বেশ কিছু অংশেই এখনও রয়েছে মনোমুগ্ধকর আসল গ্রাফিটি৷ এদিকে, হঠাৎ করেই আবির্ভূত হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বার্লিনের অনুষ্ঠানে৷ সশরীরে নয়, প্রদর্শিত হলো তাঁর ভিডিও বক্তৃতা৷

ওবামা বলেন, ‘‘১৯৮৯ সালের ৯ নভেম্বরকে আমরা ভুলবো না৷ আমরা ভুলে যাবো না সেসব আত্মত্যাগীদের যাঁরা এটাকে সম্ভব করে তুলেছিল৷'' তিনি বলেন, ‘‘ঐতিহাসিক বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকীতে আমি জার্মানি সহ সারাবিশ্বের মানুষকে অভিনন্দন জানাই৷'' জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ৯ নভেম্বর উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় বলেন, ‘‘ঐতিহাসিক বার্লিন প্রাচীর পতনের ঘটনা আমাদের এখনও অনুপ্রাণিত করে৷'' ঐ প্রাচীর পতনের ক্ষেত্রে যাদের আত্মত্যাগ রয়েছে তাঁদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান৷

সোমবারের অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্তছবি: picture-alliance/ dpa

জোহানেসবার্গে ডিগার দিয়ে ভাঙ্গা হলো বার্লিন প্রাচীরের অংশ

জোহানেসবার্গে জার্মান সাংস্কৃতিক ইন্সটিটিউটের পাশে সাজিয়ে রাখা হয়েছে বার্লিন প্রাচীরের কিছু অংশ৷ দক্ষিণ আফ্রিকার সামনে বিদ্যমান সকল বাধা দূর করার প্রত্যয় ছিল এই আয়োজনের মধ্যে৷ সোমবার শত শত মানুষের ভিড় হয় গ্যোথে ইন্সটিটিউটের প্রাঙ্গণে৷ বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকীতে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডিটার ডাবলিউ হালের একটি ডিগার দিয়ে ভেঙ্গে ফেলেন উঁচু দেওয়ালের অংশ বিশেষ৷ ওদিকে, বার্লিন প্রাচীরের প্রায় আড়াই টনের একটি টুকরা সাজানো রয়েছে তাইওয়ানে৷ স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য তাইওয়ানের সঙ্কল্পের প্রতীক এই টুকরো বলে মনে করেন সেখানকার কর্তৃপক্ষ৷

ইটালিতে মাল্টিমিডিয়া ইভেন্ট

ইটালির রাজধানী রোমেও স্মরণ করা হলো ঐতিহাসিক ৯ নভেম্বরের দুই জার্মানির মানুষের মিলনের স্মৃতি৷ শহরের পর্যটন এলাকা ‘স্প্যানিশ স্টেপসে' আয়োজন করা হয়েছিল মাল্টিমিডিয়া ইভেন্ট৷ পিঙ্ক ফ্লয়েডের ‘দেওয়ালের আরেকটি ইঁট' গানের সুর মুর্ছণায় তুলে ধরা হয়েছিল বার্লিন প্রাচীরের একটি অংশ৷ ‘স্বাধীনতার পথে' শীর্ষক এই অনুষ্ঠান চলে রাত অবধি৷ অন্যদিকে, উত্তর ইটালির মিলানে বোক্কনি বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় বিশ্ব বাণিজ্য সংস্থা - ডাবলিউটিও প্রধান প্যাসকেল ল্যামি বলেন, ‘‘বার্লিন প্রাচীরের পতন ছিল বিশ্বায়নের সন্ধিস্থল৷ স্নায়ুযুদ্ধের অবসান মুক্ত অর্থনীতির অভাবনীয় সম্ভাবনা খুলে দিয়েছিল৷''

আলোকসজ্জিত ব্রান্ডেনবুর্গ গেটছবি: AP

ল্যামি বলেন, ‘‘আর সেই ঘটনার ২০ বছর পর বিশ্ব আজ মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি৷ বিরাজ করছে ভয়াবহ অর্থনৈতিক মন্দা, বিশ্ব উষ্ণায়ন এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার৷'' তিনি বলেন, ‘‘সারা পৃথিবীর সমস্যা এবং সঙ্কটের সমাধানও বিশ্ব জুড়েই হতে হবে৷ আর এটি সম্ভব একমাত্র যথার্থ বৈশ্বিক প্রশাসনের মাধ্যমে৷ কিন্তু দুর্ভাগ্য যে, সেটি ঐতিহাসিক বার্লিন প্রাচীরের ২০ বছর পর এখন সত্যিই বেশ দুর্বল৷'' বিভিন্ন আঞ্চলিক সমন্বিত প্রশাসনের আদর্শিক নমুণার উদাহরণ দিতে গিয়ে ল্যামি বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়ন এখন আন্তর্জাতিক প্রশাসনের একটি পরীক্ষাগার হিসেবে বিদ্যমান৷''

প্রাচীর ভাঙ্গলো ফিলিস্তিনিরা

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকী উদযাপন করলো ফিলিস্তিনিরা৷ এই উপলক্ষ্যে ফিলিস্তিনিরা জেরুসালেম এবং কালান্দিয়া শরণার্থী শিবিরের মধ্যে ইসরায়েলের গড়ে তোলা কংক্রিট দেওয়ালে কিছু অংশ সরিয়ে দিল সোমবার৷ তারা একটি ট্রাক দিয়ে সরিয়ে ফেলে আট মিটার উঁচু দেওয়ালের বেশ কিছু অংশ৷ ইসরায়েলিরা ২০০৩ সালে জেরুসালেমের কালান্দিয়া বিমানবন্দর চত্বরের পাশ দিয়ে গড়ে তুলেছিল এই দেওয়াল৷ ফিলিস্তিনিরা সোমবার ঐ দেওয়ালের ভেঙ্গে ফেলা অংশ দিয়ে মহাউল্লাস করে কিছু সময়ের জন্য বিমানবন্দর চত্বরে প্রবেশ করে৷ কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই সেখানে এসে পৌঁছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা৷ কাঁদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়ে ফিলিস্তিনিদের৷ এমনকি তাদের মধ্য থেকে দু'জনকে আটক করেছে বলেও জানিয়েছে বার্তা সংস্থাগুলো৷ ঐ প্রাচীর বিরোধী ফিলিস্তিনি কমিটির মুখপাত্র আব্দুল্লাহ আবু রাহমেহ জানান, বার্লিন প্রাচীরের মতোই এই প্রাচীরেরও একদিন পতন ঘটবে সেই প্রত্যাশা নিয়েই ফিলিস্তিনিদের সোমবারের এই মহড়া৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ