জার্মানির বাভারিয়াতে ছুরিকাঘাতে দুইজনের মৃত্যু
২২ জানুয়ারি ২০২৫
বাভারিয়ার শহর আশাফেনবুর্গে ঘটেছে ঘটনাটি৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত দুইজনের একজনের বয়স ৪১ ও অন্যজনের দুই বছর৷ আরো দুইজন মারাত্মক আহত হয়েছেন৷
ঘটনার পর ২৮ বছর বয়সি এক যুববককে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ বলছে, তিনি আফগানিস্তানের নাগরিক৷
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ৷ তবে তদন্ত শুরু হয়েছে৷ ঘটনায় সাক্ষী হিসেবে আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷
বুধবার দুপুরের একটু আগে শহরের কেন্দ্রের কাছেই শ্যোন্টাল পার্কে ঘটনাটি ঘটে৷ পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার ছবি বা ভিডিও থাকলে তা সরবরাহ করার আহ্বান জানিয়েছে৷
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে জার্মাানিতে এমন কয়েকটি ঘটনা উদ্বেগ তৈরি করেছে৷ পূর্বাঞ্চলের শহর মাগডেবুর্গে ক্রিসমাসের সময় গাড়ি হামলায় ছয় জন নিহত ও ৩০০ জন আহত হন৷ এরপর জার্মানিতে এমন ঘটনার ঝুঁকি এড়াতে হাই অ্যালার্ট জারি করা হয়৷
জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)