1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বাভারিয়ায় ট্রেন দুর্ঘটনা, মৃত পাঁচ

৬ জুন ২০২২

বাভারিয়ায় শুক্রবার যাত্রীবাহী ট্রেন লাইনচ্যূত হয়। শনিবার জানানো হয়েছে, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত ৪০ জন।

দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। ছবি: Network Pictures/AFP

ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর উদ্ধারকাজে কিছুটা অসুবিধা হয়। কারণ, যে কামরা উল্টে গেছিল, সেটিকে প্রথমে তুলতে হয়। তার জন্য সময় লাগে। রোববার পুলিশ জানিয়েছে, আর কোনো যাত্রী নিখোঁজ নেই।

কী করে হলো?

ট্রেনটিতে প্রায় ১৪০ জন যাত্রী ছিলেন। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ওই ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করা রীতিমতো কঠিন ছিল। তবে সেই অপারেশন শেষ হয়েছে। তিনি বলেছেন, সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। যে কামরাটি উল্টে গেছিল, সেটি সরাতে আরো কয়েকদিন লাগবে।

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে পাঁচজন মারা গেছেন, তার মধ্যে চারজন বয়স্ক নারী। একজন তরুণ। ট্রেনটিতে বেশ কিছু বাচ্চাও ছিল।

উদ্ধারকাজ চলছে। ছবি: KERSTIN JOENSSON/AFP

কেন এই দুর্ঘটনা?

কেন এই ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হলো, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনাস্থলের ছবি থেকে দেখা গেছে, অনেকগুলি কামরা লাইনচ্যূত হয়েছে। কামরা উল্টে গিয়ে নীচে গড়িয়ে পড়েছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছয়টি হেলিকপ্টার ব্যবহার করে হয়েছে।

ট্রেন লাইন ও তার কাছের হাইওয়ে সপ্তাহান্তে বন্ধ ছিল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শোকবার্তা

জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনি শোকাহত। মৃতের আত্মীয় ও আহতদের সহানুভূতি জানিয়েছেন তিনি।

উল্টে যাওয়া কামরা থেকে উদ্ধারের কাজ চলছে। ছবি: Network Pictures/AFP

বাভারিয়ার গভর্নর ঘটনাস্থল ঘুরে দেখে বলেছেন, অভাবনীয় ঘটনা। পরিবহনমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের ঘটনা সবসময়ই শোকাবহ। তিনি রেলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

ট্রেনে ভিড়

বাভারিয়ায় স্কুলে ছুটি পড়ছে। দুই দিন আগেই নয় ইউরোর টিকিট চালু করার ঘোষণা করা হয়েছে। একমাস এই টিকিট চালু থাকবে। এর ফলে আঞ্চলিক ট্রেনে যাত্রীসংখ্যা অনেক বেড়েছে।

জিএইচ/এসজি (রয়টার্স, ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ