1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বাভারিয়ায় লিঙ্গ-সংবেদনশীল ভাষা নিষিদ্ধ

২০ মার্চ ২০২৪

জার্মানির বাভারিয়া রাজ্যের শিক্ষকেরা এখন থেকে স্কুলের লেখায় বিশেষ্য পদে অ্যাস্টেরিক বা কোলন বা অন্য কোনো প্রতীক ব্যবহার করতে পারবেন না৷

প্রতীকী ছবি
স্কুলে পড়াশোনা সংক্রান্ত নির্দেশনা, অভিভাবকদের কাছে পাঠানো চিঠি এবং স্কুলের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে শিক্ষকদের এই সিদ্ধান্ত মেনে চলতে হবে বলে জানিয়েছেন বাভারিয়ার মন্ত্রী ফ্লোরিয়ান হেয়ারমান৷ছবি: Wolfgang Maria Weber/picture alliance

স্কুলে পড়াশোনা সংক্রান্ত নির্দেশনা, অভিভাবকদের কাছে পাঠানো চিঠি এবং স্কুলের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে শিক্ষকদের এই সিদ্ধান্ত মেনে চলতে হবে বলে জানিয়েছেন বাভারিয়ার মন্ত্রী ফ্লোরিয়ান হেয়ারমান৷ রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম মেনে চলতে হবে৷

জার্মান ভাষায় পুরুষ রোগীর জন্য Patient (পাৎসিয়েন্ট) এবং নারী রোগীর ক্ষেত্রে Patientin (পাৎসিয়েন্টিন) শব্দ ব্যবহার করা হয়৷

অনেক পুরুষ রোগী বোঝাতে Patienten এবং একাধিক নারী রোগী বোঝাতে Patientinnen ব্যবহার করা হয়৷

আর অনেক রোগী (যেখানে পুরুষ ও নারী উভয়ই আছে) বোঝাতে অনেকদিন ধরে লিখিত জার্মানে PatientInnen শব্দটি ব্যবহার করা হচ্ছে৷ অর্থাৎ ছোট i এর বদল বড় I ব্যবহার করা হচ্ছে৷

এর বাইরে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অনেক পুরুষ ও নারী রোগী বোঝাতে অ্যাস্টেরিক (*), যাকে ‘জেন্ডার স্টার' বলা হয়, বা আন্ডারস্কোর (_) চিহ্ন ব্যবহারের আহ্বান জানিয়েছে- অর্থাৎ Patient*in, Patient_in লেখার আহ্বান জানিয়েছে৷ আর বলার সময় একটু থেমে উচ্চারণ করার আহ্বান জানিয়েছে৷

বাভারিয়া কর্তৃপক্ষ এসব চিহ্ন ব্যবহার না করার নিয়ম করেছে৷ ফ্লোরিয়ান হেয়ারমান বলেন, ‘‘আমাদের বার্তা হলো: ভাষা অবশ্যই স্পষ্ট ও বোধগম্য হতে হবে৷ তবে এটি একটি উদার সমাজে আলোচনার জায়গা উন্মুক্ত রাখার বিষয়ও৷''

জার্মান শিক্ষক সমিতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ সমিতির প্রেসিডেন্ট স্টেফান ড্যুল মনে করেন, অ্যাস্টেরিক চিহ্নের কারণে অনেকে মনে করতে পারেন যে, তাদের বাদ দেওয়া হয়েছে৷

বাভারিয়া লিঙ্গ-সংবেদনশীল ভাষা পরিহারের দিকে গেলেও ২০১৯ সালে হ্যানোভার এ ধরনের ভাষা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, ডিপিএ, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ