1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বিদায়, দ্বিতীয় পর্বে জাপান ও স্পেন

২ ডিসেম্বর ২০২২

৪-২ গোলে কোস্টারিকাকে হারিয়েও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো জার্মানি।

জাপানের তাকুমা আসানোর স্পেনকে নক আউট পর্বে যাওয়ার আনন্দ
জাপানের তাকুমা আসানোর স্পেনকে নক আউট পর্বে যাওয়ার আনন্দছবি: Paul Childs/REUTERS

অন্য ম্যাচে দুর্দান্ত খেলে জাপান ২-১ গোলে স্পেনকে হারিয়ে ই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে স্থান করে নেয়। হারের ফলে স্পেনেরও জার্মানির সমান ৪ পয়েন্ট হয়ে যায়। তবে গোল ব্যবধানে স্পেন দ্বিতীয় পর্বে ওঠে।

ই গ্রুপের দুটি খেলাই ছিল উত্তেজনা ও নাটকীয়তায় পরিপূর্ণ। স্পেন ও জার্মানি প্রথমার্ধে এক গোল করে এগিয়ে থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের মধ্যেই সব হিসাব পাল্টে যায়।

দ্বিতীয়ার্ধে জাপান স্পেনকে আর কোস্টারিকা জার্মানিকে দুটি করে গোল দিলে খেলা নাটকীয় মোড় নেয়। মিনিটে মিনিটে খেলার হিসাব পাল্টাতে থাকে।

শেষ পর্যন্ত স্পেন সমতা ফেরাতে না পারলে ২-১ গোলে জাপানের কাছে পরাজিত হয়। এটা ছিল জাপানের দ্বিতীয় বড় জয়। গ্রুপের প্রথম ম্যাচে তারা জার্মানিকে হারায়।

শেষ ম্যাচে জার্মানিকে ভিন্ন রূপে দেখা গেছে। খেলার প্রথম মিনিট থেকেই আগ্রাসী ফুটবল খেলা শুরু করে চারবারের বিশ্বচ্যাপিয়নেরা। একের পর এক আক্রমণ করে। ১০ মিনিটে গোলও পেয়ে যায়। এর পর থেকে আক্রমণ করে খেলতে থাকে। কয়েকটি সুযোগও পায়, তবে তা কাজে লাগাতে পারেনি জার্মানরা।

গ্যালারিতে এক জার্মান সমর্থক৷ জার্মানির বিদায়ে তার জন্যও ২০২২ বিশ্বকাপ কার্যত শেষছবি: Martin Meissner/AP/picture alliance

খেলার ৪২ মিনিটে সহজ সুযোগ মিস না করলে প্রথমার্ধে সমতা আনতে পারতো কোস্টারিকা। তবে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে গোল করে দারুন ভাবে খেলায় ফেরে তারা। দুদলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে।

তবে এরই মধ্যে দুটি গোল খেয়ে বসে স্পেন, যা গ্রুপের সমীকরণ বদলে দেয়।

এছাড়াও ৭০ মিনিটে কোস্টারিকা আরেকটি গোল করলে নক আউট পর্বেযাওয়া অনিশ্চিত হয়ে যায় জার্মানদের। যদিও এক মিনিট মধ্যেই গোল দিয়ে সমতায় ফেরে তারা।

বাকি সময়ে আরও দুটি গোল করে আশা জাগায় জার্মানি। তবে খেলার বাকি সময়ে স্পেন জাপানের কাছে হেরে গেলে রাশিয়া বিশ্বকাপের মত নক আউট পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি৷

একেএ/ কেএম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ