1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

২৫ জুন ২০১২

ইউরো ২০১২ ফুটবল আসরের কোয়ার্টার ফাইনালে নান্দনিক খেলা উপহার দিল আজ্জুরিরা৷ তবে ১২০ মিনিটেও কেউ জালে বল জড়াতে পারেননি৷ শেষ পর্যন্ত পেনাল্টি শটে বিজয় ছিনিয়ে সেমি-ফাইনালে জার্মানির বিরুদ্ধে লড়তে প্রস্তুত ইটালি৷

ছবি: Reuters

কিয়েভের মাঠে নির্ধারিত সময় পার করে অতিরিক্ত ৩০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই করেও গোল পেল না ইটালি কিংবা ইংল্যান্ড৷ ফলে পেনাল্টি শটে আবারো ঐতিহাসিক দুর্ভাগ্যের শিকার হলো ইংল্যান্ড৷ এবারের ইংলিশ দুর্ভাগ্যের নায়কে পরিণত হলেন অ্যাশলি ইয়ং এবং অ্যাশলি কোল৷ দুই অ্যাশলির ব্যর্থতার ফলে ৪-২ গোলে ইটালির কাছে হেরে ইউরো আসরের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো ইংলিশদের৷

ইংলিশ কোচ রয় হজসনও নিজেদের ঠিক সেই দুর্বলতার কথা স্বীকার করে বলেন, ‘‘আমাদের এটা মেনে নিতেই হবে যে, আমরা ১২০ মিনিটেও জয় ছিনিয়ে আনার মতো যথেষ্ট ভালো ছিলাম না৷ আর পেনাল্টি শটে যাওয়ার ব্যাপারটি ঠিক সেই পথ যেখানে আমাদের ভাগ্য উল্টোপথে ঘোরে৷'' একটু পেছনে ফিরলে দেখা যায়, বড়মাপের আসরে পেনাল্টি শটে শুধুমাত্র একবারই জয় পেয়েছিল ইংল্যান্ড৷ সেটি ছিল ইউরো ১৯৯৬ আসরের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে জয়৷

সেই জয় ছাড়া আর কখনও পেনাল্টি শটে জেতেনি তারা৷ ১৯৯০ সালের বিশ্বকাপ ফুটবল আসরের সেমিফাইনালে পেনাল্টি শটে ইংলিশ দলকে হারিয়েছিল তৎকালীন পশ্চিম জার্মানি৷ ঠিক একই পর্যায়ে ইউরো ১৯৯৬ আসর থেকে ইংল্যান্ডকে বিদায় করেছিল জার্মানি৷ ১৯৯৮ সালের বিশ্বকাপ আসরের দ্বিতীয় রাউন্ডে ইংলিশদের পেনাল্টি শটে হারায় আর্জেন্টিনা৷ আর ইউরো ২০০৪ এবং ২০০৬ সালের বিশ্বকাপ আসরের কোয়ার্টার ফাইনালে ইংলিশদের পেনাল্টি শটে হারায় পর্তুগাল৷ সেই ইতিহাসে এবার যোগ হলো ইটালির কাছে পেনাল্টি শটে পরাজয়ের বেদনাবিধুর ঘটনা৷

ইংল্যান্ডের একটি পেনাল্টি ঠেকিয়ে দিচ্ছেন ইটালির গোলরক্ষক বুফনছবি: Reuters

তবে পেনাল্টি শটে যাওয়ার সিদ্ধান্তের আগে পুরো খেলায় ইটালি নিজেদের প্রাধান্য বজায় রেখেছে রবিবার৷ কোচ সেসারে প্রান্দেলির ছেলেদের দখলে বল ছিল ৬৪ ভাগ৷ এছাড়া সঠিকভাবে সহখেলোয়াড়ের কাছে বলটি তুলে দেওয়ার ক্ষেত্রেও ইটালির লড়াকুদের সাফল্য ছিল ৮১ শতাংশ৷ অথচ এক্ষেত্রে ইংলিশদের সাফল্য মাত্র ৬১ শতাংশ৷ তাই সোমবার ইংলিশ পত্রিকাগুলোতেও চোখে পড়েছে ইটালির স্তুতি৷ ইটালির নান্দনিক খেলার প্রশংসা করেছেন স্বয়ং ইংলিশ কোচ রয় হজসনও৷

যাহোক, ইংল্যান্ডকে হারিয়ে এখন আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে এবারের অন্যতম ফেভারিট জার্মানির বিরুদ্ধে মাঠে নামতে হবে ইটালীয়দের৷ শক্ত প্রতিপক্ষ জার্মানির বিরুদ্ধে কিছু চমক দেখানোর কথা বলেছেন সেসারে প্রান্দেলি৷ তবে এজন্য তাঁর স্কোয়াডের সব লড়াকুদের শারীরিকভাবে পুরোপুরি সুস্থ থাকাটা জরুরি বলেও উল্লেখ করেন তিনি৷

এএইচ / ডিজি (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ