1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছুটিতে ‘বিলাসী বিশপ’

স্টেফান ডেগে, ক্লাউস ডামান/জেডএইচ২৪ অক্টোবর ২০১৩

মাত্রাতিরিক্ত অর্থ খরচের জন্য ‘বিলাসী বিশপ’ খেতাব পাওয়া জার্মানির লিমবুর্গ শহরের বিশপ টেবার্টস ফান এলস্টকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে ভ্যাটিকান৷ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়৷

ছবি: picture-alliance/AP

ভ্যাটিকান বলছে, ‘‘যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিশপ তার দায়িত্ব পালন করতে পারেন না৷’’ পুরো বিষয়টি সম্পর্কে পোপ অবগত আছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে৷ তবে ঠিক কতদিনের জন্য তাঁকে ছুটি দেয়া হলো সেটা জানানো হয়নি৷

কেন ‘বিলাসী বিশপ’?

গণমাধ্যমের খবর অনুযায়ী, টেবার্টস ফান এলস্টতাঁর গির্জা সংলগ্ন বাসভবন সংস্কারের জন্য খরচ করেছেন কমপক্ষে ৩১ মিলিয়ন ইউরো বা ৩২৩ কোটি টাকা! স্বাভাবিক ব্যয়ের চেয়ে পরিমাণটা প্রায় ছয়গুণ বেশি৷ শুধু তাই নয়, এর আগে ভারতে দরিদ্রদের দেখতে তিনি গিয়েছিলেন বিমানের ফার্স্ট ক্লাসে চড়ে!

এসব কারণে বিশপের এলস্টের পদত্যাগের দাবি উঠেছিলকয়েকদিন ধরেই৷ কিন্তু তিনি সেটা করতে রাজি হননি৷ এরপর তিনি সম্প্রতি ভ্যাটিকানে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন৷ সেখানে জার্মানির কোলোন শহরের আর্চবিশপ কার্ডিনাল ইওয়াখিম মাইজনারউপস্থিত ছিলেন৷ গোপনীয়তা রক্ষার কারণে ঐ বৈঠক সম্পর্কে সেসময় বিস্তারিত কিছু জানা যায়নি৷

বিশপ এলস্টের সঙ্গে বৈঠকের আগে পোপ ফ্রান্সিস তাঁর কাজকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে লিমবুর্গে প্রতিনিধি পাঠিয়েছিলেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ