1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ জয়ের নেপথ্যে

১৫ জুলাই ২০১৪

বিশ্বকাপ জয়ের পরিকল্পনা জার্মানি করেছিল এক দশক আগে৷ বেশি বয়সি খেলোয়াড়দের একটি দল তখন জার্মানদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দিচ্ছিল৷ অন্যদিকে ছিল না নতুন প্রতিভা৷ সেই অবস্থা থেকে নির্ভুল পরিকল্পনায় ঘুরে দাঁড়িয়েছে জার্মানরা৷

Fußball WM 2014 Brasilien Deutsche Fußballnationalmannschaft Jubel Pokal
ছবি: Reuters

জার্মান ফুটবল দল কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়৷ তাদের নেই মেসি, নেইমার বা রোনাল্ডোর মতো তারকা৷ জার্মানদের কৌশলও আসলে ব্যক্তিনির্ভর নয়৷ বরং পুরো দলকেই তারা তৈরি করে লড়াইয়ের উপযোগী করে৷ এজন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিটি খেলোয়াড়কে, অক্ষরে অক্ষরে পালন করতে হয় কোচের নির্দেশনা৷ রবিবার রাতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে জার্মানরা৷ এই দলের অধিকাংশ খেলোয়াড়ই গত বিশ্বকাপে খেলেছে৷ আর সেবার তারা কোয়ার্টার ফাইনালে মেসির দলকে হারায় ৪-০ গোলে৷

জাতীয় দলের জন্য খেলোয়াড় সংকট কাটাতে ২০০০ সালে নতুন উদ্যোগ নেয় জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি৷ শুরু হয় দেশব্যাপী মেধা খোঁজার কর্মসূচি৷ পরবর্তীতে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান৷ বর্তমান কোচ ইওয়াখিম ল্যোভ তখন তাঁর সহকারী৷ কিন্তু ২০০৬ সালে ক্লিন্সমান জাতীয় দল ত্যাগ করেন৷ তখন ল্যোভ পুরো দায়িত্ব পান৷ তবে বিশ্বকাপ জয়ের রাতেও ল্যোভ স্বীকার করেছেন ক্লিন্সমানের অবদানের কথা৷ কেননা নতুন এক জার্মান দল গড়ার কাজ তিনিই শুরু করেছিলেন৷ আর সেই উদ্যোগ সফলভাবে ধরে রেখে আজ ২৪ বছর পর জার্মানিকে বিশ্বকাপ এনে দিলেন ল্যোভ৷

খেলোয়াড়দের কথাই ধরুন৷ ২০১০ সালে আর্জেন্টিনাকে হারানো দলে ছিলেন গোলরক্ষক মানুয়েল নয়ার, অধিনায়ক ফিলিপ লাম, পেয়ার ম্যার্টেসাকার, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, টোমাস ম্যুলার, মেসুট ও্যজিল, লুকাস পোডোলস্কি এবং মিরোস্লাভ ক্লোজে৷ এদের সবাই কিন্তু রবিবার রাতেও দলে ছিলেন৷

বর্তমান জার্মান দলে অভিজ্ঞ এবং নবীন দলের এক চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে৷ নবীনরা অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলে খেলে নিজেদের প্রমাণ করছেন৷ তারপর সুযোগ পাচ্ছেন জাতীয় দলে৷

জার্মান কোচ ল্যোভের মতে নতুন জার্মান দল সবে শুরুটা করেছে৷ আগামী কয়েক বছর গোটা বিশ্বকে রাজত্ব করার মতো খেলোয়াড় ৫৪ বছর বয়সি এই কোচের ভাণ্ডারে আছে বলেই জানিয়েছেন তিনি৷ ফলে একজন খেলোয়াড় বয়সের কারণে দুর্বল হয়ে গেলে কিংবা বাজে পারফর্ম করলে তাঁর বিকল্প তৈরি থাকছেই৷

এআই / জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ