বিশ্বকাপ জয়ের পরিকল্পনা জার্মানি করেছিল এক দশক আগে৷ বেশি বয়সি খেলোয়াড়দের একটি দল তখন জার্মানদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দিচ্ছিল৷ অন্যদিকে ছিল না নতুন প্রতিভা৷ সেই অবস্থা থেকে নির্ভুল পরিকল্পনায় ঘুরে দাঁড়িয়েছে জার্মানরা৷
বিজ্ঞাপন
জার্মান ফুটবল দল কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়৷ তাদের নেই মেসি, নেইমার বা রোনাল্ডোর মতো তারকা৷ জার্মানদের কৌশলও আসলে ব্যক্তিনির্ভর নয়৷ বরং পুরো দলকেই তারা তৈরি করে লড়াইয়ের উপযোগী করে৷ এজন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিটি খেলোয়াড়কে, অক্ষরে অক্ষরে পালন করতে হয় কোচের নির্দেশনা৷ রবিবার রাতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে জার্মানরা৷ এই দলের অধিকাংশ খেলোয়াড়ই গত বিশ্বকাপে খেলেছে৷ আর সেবার তারা কোয়ার্টার ফাইনালে মেসির দলকে হারায় ৪-০ গোলে৷
হাসি-কান্নার ফাইনাল
দুই জার্মানির পুনরেকত্রীকরণের পর এটাই জার্মানির প্রথম বিশ্বকাপ জয়৷ জার্মান ভক্তদের উল্লাসটাও তাই বাঁধভাঙা৷
ছবি: Reuters
২৪ বছর পর স্বপ্নপূরণ
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর এখন আনন্দের বন্যায় ভাসছে জার্মানি৷ ২৪ বছর পরে জয়, আনন্দ তাই আকাশ ছোঁয়া৷
ছবি: picture-alliance/dpa
বাঁধভাঙা উল্লাস
দুই জার্মানির পুনরেকত্রীকরণের পর এটাই জার্মানির প্রথম বিশ্বকাপ জয়৷ জার্মানদের উল্লাসটাও তাই বাঁধভাঙা৷ চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতায় রাজধানী বার্লিনে বিজয় উৎসব করবে জার্মান দল৷
ছবি: picture-alliance/dpa
‘ডয়েচলান্ড, ভেল্ট মাইস্টার’
জার্মানিতে গভীর রাতেই শুরু হয়ে যায় ফিলিপ লামের দলের বিশ্বকাপ জয় উদযাপন৷ রাস্তায় নামে উল্লসিত জনতার ঢল৷ সবার মুখে ছিল, ‘ডয়েচলান্ড, ভেল্ট মাইস্টার’, অর্থাৎ ‘জার্মানি, বিশ্ব চ্যাম্পিয়ন’ স্লোগান৷
ছবি: picture-alliance/dpa
খুশি আর্জেন্টিনার সমর্থকরা
ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে লিওনেল মেসির দল হেরে গেলেও আর্জেন্টিনার সাধারণ ফুটবল সমর্থকরা তাতে খুশি৷ সবার কণ্ঠে শোনা যায় লিওনেল মেসি আর প্রিয় দলের প্রশংসায় ভরা স্লোগান৷ বুয়েনেস আইরেসের দৃশ্য এটি৷
ছবি: Reuters
আর্জেন্টিনায় সংঘর্ষ
আর্জেন্টিনার একদল উগ্র সমর্থক বিশ্বে ‘বারা ব্রাভাস’ নামে পরিচিত৷ ম্যাচ শেষে গভীর রাতে এদের আক্রমণের শিকার হয় পুলিশ৷ সংঘর্ষে ৭০ জন আহত হয়েছে বলে জানা গেছে৷ আহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্যও রয়েছেন৷
ছবি: Reuters
গাড়ি, নারী ও পতাকা
খেলা শেষে জার্মানির প্রতিটি শহরে রাস্তায় গাড়ি নিয়ে বের হন জনতা৷ সবার হাতে ছিল পতাকা৷ দেখা যায় নারীদের উল্লাস৷
ছবি: picture-alliance/dpa
স্লোগানে প্রকম্পিত চারপাশ
দলের তারকা খেলোয়াড়দের নামেও স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ৷
ছবি: picture-alliance/dpa
মহাকাশ থেকে শুভেচ্ছা
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন জানানো হচ্ছে জার্মান দলকে৷ এমনকি মহাকাশ থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন জার্মান মহাকাশচারী আলেক্সান্ডার গ্যার্স্ট৷ খেলা তিনি দেখেছেন সেখানে বসেই৷ মহাকাশ থেকে গ্যার্স্ট টুইটারে অভিনন্দন জানিয়েছেন জার্মান দলকে৷
ছবি: NASA-TV/dpa
সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ছবি
ফাইনালের ম্যাচ শেষে তোলা এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি শেয়ার ও আলোচিত হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোজে ও তাঁর দুই সন্তান৷
ছবি: picture-alliance/dpa
নতুন রূপে ‘ক্রাইস্ট দ্য রিডিমার’
মারাকানার পাশে করকোভাদো পাহাড়ের উপর দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ সেজেছে জার্মান পতাকার রঙে৷
ছবি: Reuters
10 ছবি1 | 10
জাতীয় দলের জন্য খেলোয়াড় সংকট কাটাতে ২০০০ সালে নতুন উদ্যোগ নেয় জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি৷ শুরু হয় দেশব্যাপী মেধা খোঁজার কর্মসূচি৷ পরবর্তীতে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান৷ বর্তমান কোচ ইওয়াখিম ল্যোভ তখন তাঁর সহকারী৷ কিন্তু ২০০৬ সালে ক্লিন্সমান জাতীয় দল ত্যাগ করেন৷ তখন ল্যোভ পুরো দায়িত্ব পান৷ তবে বিশ্বকাপ জয়ের রাতেও ল্যোভ স্বীকার করেছেন ক্লিন্সমানের অবদানের কথা৷ কেননা নতুন এক জার্মান দল গড়ার কাজ তিনিই শুরু করেছিলেন৷ আর সেই উদ্যোগ সফলভাবে ধরে রেখে আজ ২৪ বছর পর জার্মানিকে বিশ্বকাপ এনে দিলেন ল্যোভ৷
খেলোয়াড়দের কথাই ধরুন৷ ২০১০ সালে আর্জেন্টিনাকে হারানো দলে ছিলেন গোলরক্ষক মানুয়েল নয়ার, অধিনায়ক ফিলিপ লাম, পেয়ার ম্যার্টেসাকার, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, টোমাস ম্যুলার, মেসুট ও্যজিল, লুকাস পোডোলস্কি এবং মিরোস্লাভ ক্লোজে৷ এদের সবাই কিন্তু রবিবার রাতেও দলে ছিলেন৷
বর্তমান জার্মান দলে অভিজ্ঞ এবং নবীন দলের এক চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে৷ নবীনরা অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলে খেলে নিজেদের প্রমাণ করছেন৷ তারপর সুযোগ পাচ্ছেন জাতীয় দলে৷
জার্মান কোচ ল্যোভের মতে নতুন জার্মান দল সবে শুরুটা করেছে৷ আগামী কয়েক বছর গোটা বিশ্বকে রাজত্ব করার মতো খেলোয়াড় ৫৪ বছর বয়সি এই কোচের ভাণ্ডারে আছে বলেই জানিয়েছেন তিনি৷ ফলে একজন খেলোয়াড় বয়সের কারণে দুর্বল হয়ে গেলে কিংবা বাজে পারফর্ম করলে তাঁর বিকল্প তৈরি থাকছেই৷