1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষার্থীদের খাদ্য-সংস্কৃতি

লাওরা ড্যোয়িং/এনএস২৬ জানুয়ারি ২০১৪

জার্মানির বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে গড়ে প্রতিদিনে প্রায় ৩০০,০০০ কেজি খাবার রান্না করা হয়৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ১০ জনের একজনই বিদেশি৷ তাই ক্যান্টিনের খাবারের মেন্যুতে এসেছে অনেক পরিবর্তন৷

Essen in der Mensa
ছবি: picture-alliance/dpa

আজ থেকে ৩০ বছর আগে জার্মানির বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে খাওয়া-দাওয়ার চেহারা ছিল পুরোপুরি ভিন্ন৷ তখন ক্যান্টিনে শুধু তিন রকমের ‘রেডিমেড মেন্যু' থাকতো বলে জানান বন বিশ্ববিদ্যালয়ের বহু বছরের পুরনো পাঁচক হান্স-ইয়ুর্গেন হাশার৷ তাঁর মন্তব্য, ‘‘বেশিরভাগ খাবারেই তখন দেওয়া হতো শুধু গোলমরিচ, লবন আর পেঁয়াজ৷ অবশ্য তারপরেও খাবারের স্বাদ কিন্তু খারাপ ছিল না৷''

১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথম ছাত্রদের হোস্টেল চোখে পড়ে৷ আর তার ঠিক পরপরই জার্মানিতে ‘স্টুডেন্টেনমেনজা', অর্থাৎ শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন খোলা হয়৷ লক্ষ্য ছিল, দরিদ্র ছাত্রদের থাকা এবং অল্প খরচে খাওয়ার ব্যবস্থা করা, যাতে করে ছাত্ররা আর্থিক সমস্যা ছাড়াই লেখাপড়া শেষ করতে পারে৷

তবে সে সময়ের তুলনায় এখন শিক্ষার্থীদের ক্যান্টিনের খাবারে এসেছে আন্তর্জাতিক ছোঁয়া৷ বন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আজকাল তৈরি করা হয় বিফ স্টেক ‘টেক্সাস', ‘চিকেন ব্রেস্ট উইথ থাই ভেজিটেবল' কিংবা ‘ফানেন গিরস', অর্থাৎ তুর্কি স্টাইলে কড়াইয়ে ভাজা মাংস বা এ ধরণের আরো নানা রকম খাবার৷ বলা বাহুল্য, এ সব খাবার এই প্রজন্মের ছেলে-মেয়েদের বেশ প্রিয়৷

শিক্ষার্থীদের জন্য এ রকম রান্না করা খাবার খুবই পছন্দ সিরিয়া থেকে পড়তে আসা ২১ বছর বয়সি ছাত্র মোহাম্মদ ইনালোর৷ ওর অবশ্য জার্মান খাবারও খুব ভালো লাগে৷ ইনালোর ভাষায়, ‘‘জার্মান স্টাইলে রান্না করা তরকারির ঝোল খেতে খুবই স্বাদ৷ কিভাবে যে ঝোলটা এত মজা করে তৈরি করা হয়, ঠিক বুঝি না৷'' ‘‘সিরিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এ রকম ক্যান্টিন নেই৷ আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবারে দাম অনেক বেশি'', বলে ইনালো৷

বন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রতিদিন ৪০০ শিক্ষার্থীর জন্য রান্না করা হয়৷ একটি মেন্যুর দাম মাত্র ২.১০ ইউরো৷ শুধু তাই নয়, নানা স্বাদের খাবার থাকে সেই মেন্যুতে৷ এমনকি মুসলিম ছাত্রদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়৷ গত দু'বছর থেকে নিরামিষাশীদের জন্য করা হয়েছে আলাদা খাবারের ব্যবস্থাও৷

পাঁচক হান্স বলেন, ‘‘৩০ থেকে ৪০ বছর আগে শুধু নিরামিষ রান্না করা হবে, সে কথা ভাবাই যায়নি৷ সে সময় রান্না করার ওভেনগুলোও ছিল অন্যরকম৷ কিন্তু এখন পূর্ব-এশীয় স্টাইলেও নিরামিষ রান্না করা হচ্ছে৷ তাছাড়া বন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খাবার ক্যান্টিনে রয়েছে ৪৫ রকমের মশলা৷''

মাংসের চাহিদা যে অনেকটাই কমে যাচ্ছে, তা আর বলা অপেক্ষা রাখে না৷ এখন জার্মানির প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনেই আলাদাভাবে নিরামিষ রান্না করা হয়৷ জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্যান্টিনে শুধু নিরামিষ পরিবেশন করা হয় তাদের কথা ভেবে, যারা হালাল মাংস ছাড়া অন্য কোনো মাংস খায় না৷

৩০ বছর আগে যেখানে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কেজি মাংস রান্না করা হতো, আজ সেই জায়গায় অনেকটাই স্থান করে নিয়েছে নিরামিষ৷ জনপ্রিয় হচ্ছে ভেগান খাবারও৷ প্রতিদিন গড়ে ৩০০টি ভেগান ‘ডিশ' থাকে ক্যান্টিনে৷ ভেগান রান্নায় ব্যবহার করা হয় শুধু উদ্ভিদের তেল৷ মাছ-মাংস-ডিম তো বটেই, দুধের ব্যবহারও করা হয় না এই রান্নায়৷ এ ধরণের একটি ভেগান মেন্যুর মূল্য ৩ থেকে ৫ ইউরোর মধ্যে৷ বোঝাই যাচ্ছে, অন্য খাবারের তুলনায় ভেগান খাবারের দাম একটু বেশিই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ