1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিকে জানুন

দেবারতি গুহ১৬ ডিসেম্বর ২০১২

ট্রিয়ার – বন শহর থেকে খুব দূরে নয়৷ এখান থেকে দ্রুতগামী ট্রেনে চাপলে ট্রিয়ার যেতে সময় লাগে মাত্র এক ঘণ্টা৷ খ্রিষ্টের জন্মের ১৭ বছর আগে, অর্থাৎ রোমান আমলে শহরটি প্রতিষ্ঠিত হয়৷ তবে সে সময় এর নাম ছিল ‘অগাস্টা ট্রেভেরোরাম’৷

ছবি: DW / Nelioubin

ট্রিয়ার শহরে যে জিনিস দুটি সবচেয়ে বিখ্যাত, সেগুলো হলো রোমান আমলের সাক্ষী বিশালাকার ‘অ্যাম্ফিথিয়েটার' আর ‘কনস্টানটাইনের বাসিলিকা' বা প্রাসাদ৷

শোনা যায়, ট্রিয়ারবাসী সে আমলে কাইজারথার্মের মতো ‘হটস্প্রিং' বা উষ্ণকুণ্ডে স্নান করতো৷ কেল্টিক এই জনগণের ওপর রোমান সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়নি কখনোই৷ তারা নিজেরাই নাকি রোমানদের দেখাদেখি তা ভালোবেসে নকল করতে শুরু করেছিল৷ প্রত্নতত্ত্ববিদ ড. ক্লাইস-পেটার গ্যোয়থার্ট জানান, ‘‘লোকজন রোমান পোশাক-পরিধান, বাসন তৈরির কায়দা, বাড়ি তৈরির পন্থা – এ'সব অনুকরণ করতে শুরু করে৷ কিছুটা দেরিতে, সামর্থ্য বুঝে৷ দেওয়ালে আঁকা ছবি, মেঝে কিংবা দেওয়ালে মোজাইকের অলঙ্করণ, এমনকি খাওয়া-দাওয়ার রীতিনীতি – রোমানদের সবই নিয়েছিল কেল্টরা৷ তবে এরপরও বাড়িতে কেল্টিক ভাষাতেই কথা বলতো তারা৷ আর অফিস-কাছারির ভাষা ছিল ল্যাটিন৷''

কনস্টানটাইনের বাসিলিকা বা প্রাসাদছবি: DW / Nelioubin

বলা বাহুল্য, খোদ রোম শহরের উত্তরে প্রায় পুরোপুরি সংরক্ষিত কোনো রোমান নগরতোরণ খুঁজতে গেলে, আসতে হবে এই ট্রিয়ার শহরেই৷ শহরের অন্যান্য রোমান নিদর্শনের মতো নগরতোরণ ‘পোর্টা নিগ্রা'-ও ১৯৮৬ সাল থেকে বিশ্ব ঐতিহ্যের অংশ৷

পোর্টা নিগ্রার বয়স আজ আঠেরো'শ বছর হবে৷ যদিও বহু আগে থেকেই তোরণের বেলে পাথর রোদ-বৃষ্টিতে কালো হয়ে গেছে৷ সে জন্যই হয়ত এর নাম ‘পোর্টা নিগ্রা'৷ অর্থাৎ, কৃষ্ণ তোরণ৷ সেই কৃষ্ণ তোরণের আশেপাশে রোমান সৈনিকদের পোশাক পরা ‘ট্যুরিস্ট গাইড'-দের দেখা যায়৷ তারা অত্যন্ত আনন্দের সঙ্গে অনর্গল বলে যেতে থাকে রোমান সাম্রাজ্য ও সংস্কৃতির ইতিহাসের কথা৷ প্রত্নতত্ত্ববিদ ড. ক্লাইস-পেটার গ্যোয়থার্ট-এর কথায়, ‘‘আসলে ট্রিয়ারে রোমান স্থাপত্য, রোমান সংস্কৃতির এ ধরণের অসংখ্য নিদর্শন প্রত্নতত্ত্ববিদদের কাছে একটা স্বপ্নের মতো৷ এক্ষেত্রে ট্রিয়ারের কোনো জুড়ি নেই৷ এত জিনিস, এত ভালো অবস্থায় রয়েছে এখানে৷ তার ওপর এসব সত্যিই সাধারণের বোধগম্য, এটা আর কোথাও নেই৷''

রোমান সাম্রাজ্যের অনেক পরে মধ্যযুগে তৈরি হয় ট্রিয়ারের ‘লিবফ্রাউয়েনকির্শে' বা ‘চার্চ অফ আওয়ার লেডি'৷ আর প্রখ্যাত এই ক্যাথিড্রালও ইউনেস্কো দ্বারা স্বীকৃত, বিশ্ব ঐতিহ্যের অংশ৷ বর্তমান ক্যাথিড্রালটির মূল বা আদত অংশটি অবশ্য নির্মিত হয় খ্রিষ্ট পরবর্তী ৩৪০ সালে৷ যা দেখতে আজও ট্রিয়ারে ভিড় জমে৷

‘লিবফ্রাউয়েনকির্শে' বা ‘চার্চ অফ আওয়ার লেডি'ছবি: picture-alliance/Bildagentur Huber

সংখ্যার হিসেবে বছর প্রতি ট্রিয়ারে পর্যটকদের সংখ্যা ত্রিশ থেকে চল্লিশ লাখ৷ তাদেরই মধ্যে একজনের কথায়, ‘‘অসাধারণ, আশ্চর্য! রোম আর ইটালির অন্যান্য জায়গা পোর্টা নিগ্রার তুলনায় ধ্বংসস্তূপ বলে মনে হতে পারে৷''

অন্য আর একজনের কথায়, ‘‘মনে হয় এখানে যেন প্রত্যেকেরই আঙুরক্ষেত আর ওয়াইন তৈরির ব্যবসা রয়েছে, আছে ওয়াইন টেইস্টিং-এর ব্যবস্থা৷ দেখে আমরা চমকে গেছি৷ আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটা খাসা রিসলিং ওয়াইন পরখ করে দেখেছি৷ দারুণ!''

হ্যাঁ, মোজেল নদীর ধার ধরে সাইক্লিং করা আর জায়গায় জায়গায় দাঁড়িয়ে ওয়াইন পরখ করার চর্চা আছে ট্রিয়ারেও৷ হবে না? ট্রিয়ার থেকে রোম্যান্টিক মোজেল ভ্যালি তো আর খুব দূর নয়! পাহাড়ের ঢালে আঙুরক্ষেত, অসাধারণ সব দুর্গ আর কোখেম-এর মতো শিল্পীর হাতে আঁকা শহর, যেখানে ওয়াইনই প্রধান উপজীব্য৷ আর এই ওয়াইন তৈরিও কিন্তু সেই রোমান আমলেরই উত্তরাধিকার৷ বিশেষ করে রিসলিং আঙুরটি এ'অঞ্চলে খুব ভালো ফলে৷ আবার স্পেটবুর্গুন্ডারের মতো হাল্কা রেড ওয়াইনও৷ ওয়াইন প্রস্তুতকারক মার্টিন প্রুম বললেন, ‘‘ওয়াইন তৈরির ক্ষেত্রে মাটি বা জমিই ওয়াইনের চরিত্র নির্ধারণ করে৷ জলবায়ু, জমি, অঞ্চলের যা যা বিশেষত্ব৷ তাই স্থানীয় স্লেট পাথরই এখানকার ওয়াইনের চরিত্র নির্দিষ্ট করে৷ কত রকমের যে স্লেট পাথর আছে এখানে, তার ইয়ত্তা নেই৷''

Week 50/12 GE2: UNESCO Heritage - Trier - MP3-Mono

This browser does not support the audio element.

মোজেল উপত্যকার ওয়াইন রোমান আমলের একটি নৌকাতে চড়েও উপভোগ করা যায়৷ তবে এই নৌকাটি হালে নির্মাণ করা হয়েছে৷ নাম ‘স্টেল্লা নোভিওমাগি' বা নয়মাগেনের তারা৷ এটি চলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত৷

‘অ্যাম্ফিথিয়েটার', ‘পোর্টা নিগ্রা' থেকে শুরু করে ট্রিয়ারের যাত্রা শেষ হয় মোজেল ভ্যালিতে রোম্যান্টিক এই নৌকাবিহারের মধ্যে দিয়ে৷ স্বপ্ন নয়, চোখের সামনেই যেন স্পষ্ট হয়ে ওঠে রোমানদের জীবন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ