1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ

২৬ ফেব্রুয়ারি ২০১৪

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই চলছে এখন৷ বুধবার মুখোমুখি হচ্ছে রেয়াল মাদ্রিদ আর জার্মানির ক্লাব শালকে৷ ‘লা লিগা’-র তিন-তিনটি ম্যাচের নিষেধাজ্ঞার পর অবশেষে মাঠে নামছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তাই লড়াই জমবে ভালোই!

ফিরছেন রোনালদোছবি: picture-alliance/dpa

গত ২৬ ম্যাচে অপ্রতিরোধ্য রেয়াল মাদ্রিদ৷ ১৯৮৮-৮৯ মৌসুমে রেকর্ড ৩৪টি ম্যাচে বিজয়ী দলটি৷ এরপর এটাই তাদের সবচেয়ে ভালো রেকর্ড৷ অন্যদিকে শালকে টানা সাত ম্যাচে অপরাজিত৷ তবে শুক্রবার বুন্ডেসলিগায় মাইনৎস-এর বিপক্ষে জিততে পারেনি দলটি৷ ম্যাচটি ড্র হয়েছে৷

ফিরছেন রোনাল্ডো

২রা ফেব্রুয়ারি আটলেটিকো বিলবাও-এর বিরুদ্ধে ম্যাচে বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় লা লিগার তিন ম্যাচে খেলতে পারেননি তিনি৷ ফলে শালকের বিরুদ্ধে ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তিনি চ্যাম্পিয়ন্স লিগের এই আসরে নয়টি গোল করেছেন৷ আর ২০টি গোল নিয়ে শীর্ষে আছে রেয়াল৷

জার্মানির বিরুদ্ধে বাজে রেকর্ড

বুধবারের ম্যাচটি হবে জার্মানির গেলসেনকিয়ের্শেনে৷ জার্মানির মাঠে খেলার খারাপ রেকর্ড রয়েছে রেয়ালের৷ জার্মানিতে অনুষ্ঠিত ২৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা, হেরেছে ১৮ বার৷ ২০০০-২০০১ মৌসুমে কেবল লেভারকুজেনের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছিল দলটি৷

শালকে

শালকে কোচ ইয়েন্স কেলারের বিশ্বাস, রেয়ালকে হারানোর ক্ষমতা রয়েছে তাদের, তবে এ জন্য দরকার ছোট্ট একটা ‘মিরাকেল'৷ এটা কঠিন হলেও সম্ভব বলে জানিয়েছেন তিনি৷ গোলরক্ষক রাল্ফ ফেয়ারমান বলেন, বোরুসিয়া ডর্টমুন্ড দেখিয়ে দিয়েছে রেয়ালকে হারানো যায়৷

এপিবি/এসবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ