গত দুই মাস মুদ্রাস্ফীতি কমেছিল। অগাস্টে এসে জার্মানিতে মুদ্রাস্ফীতির হার আবার প্রায় আট শতাংশ ছুঁলো। সবচেয়ে বেশি দাম বেড়েছে এনার্জি ক্ষেত্রে।
বিজ্ঞাপন
পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু সরকারি প্রকল্প চালু করার ফলে দুই মাস মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু অগাস্টে আবার তা ফিরে এসেছে। মঙ্গলবার ফেডারেল স্ট্যাটিসটিক্স ব্যুরো যে হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতির হার আবার আট শতাংশের কাছে পৌঁছে গেছে।
জার্মানির অন্যতম প্রধান আর্থিক সংস্থা কমার্জব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ক্র্যামার বলেছেন, ''অগাস্টে মুদ্রাস্ফীতির হার হয়েছে সাত দশমিক নয় শতাংশ। গ্যাস লেভি ও নয় ইউরোর পরিবহন টিকিট চালু করা ও জ্বালানি ভর্তুকি তুলে নেয়ার ফলে এই বছরের শেষে মুদ্রাস্ফীতির হার গিয়ে দাঁড়াবে ১০ শতাংশ।''
গত মে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল সাত দশমিক নয় শতাংশ, তারপর জুলাইতে তা কমে দাঁড়ায় সাত দশমিক পাঁচ শতাংশে। বিশেষজ্ঞরা ভেবেছিলেন, অগাস্টে তা বেড়ে হবে সাত দশমিক আট শতাংশ। কিন্তু তার থেকেও বেশি হারে বেড়েছে মুদ্রাস্ফীতি।
মূল্যস্ফীতির চাপ কমাতে বিভিন্ন দেশের উদ্যোগ
সাধারণ নাগরিকদের উপর থেকে মূল্যস্ফীতির চাপ কমাতে জ্বালানির দাম কমানো, আর্থিক প্রণোদনা দেয়াসহ নানান উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশের সরকার৷
ছবি: Aero Vabamägi/Scanpix/IMAGO
যুক্তরাষ্ট্র
মার্কিন সেনেটে সম্প্রতি ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অফ ২০২২’ নামে প্রায় ৪০ লাখ ৮৬ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা পাস হয়েছে৷ এতে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধের দাম কমানো, কর্পোরেট কর বাড়ানো, জ্বালানি সাশ্রয়ে উৎসাহ দিতে আর্থিক প্রণোদনা দেয়া ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ব্রাজিল
গত জুলাই মাসে দেশটিতে দুবার পেট্রোলের দাম কমানো হয়৷ আরও এক দফা দাম কমাতে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোব্রাসকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট বলসোনারো ও সাংসদরা৷
ছবি: Buda Mendes/Getty Images
জার্মানি
জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় চাকরিজীবীদের বেতনের সঙ্গে এককালীন ৩০০ ইউরো দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি৷ এছাড়া তিন মাসের জন্য পেট্রোল ও ডিজেলের কর কমানো এবং তিন মাসের জন্য গণপরিবহনের ভাড়া কমানো হয়েছে৷
ছবি: Arnulf Hettrich/imago images
ফ্রান্স
নাগরিকদের ক্রয়ক্ষমতা বাড়াতে গত ৩ আগস্ট এক লাখ ৯৫ হাজার কোটি টাকার প্যাকেজ পাস করেছে দেশটির সংসদ৷ ফলে পেনশনসহ কিছু কল্যাণমূলক ভাতার পরিমাণ বাড়বে৷ এছাড়া চাকরিজীবীদের আরও বেশি করমুক্ত বোনাস দিতে কোম্পানিগুলোকে সহায়তা করা হবে৷
ছবি: Thibaut Durand/Hans Lucas/picture alliance
ইটালি
বিদ্যুৎ ও গ্যাসের খরচ কমাতে এক লাখ ৬৫ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজ পাস করেছে ইটালি৷
ছবি: Patrick Pleul/dpa/picture alliance
ভারত
গত মে মাসে গম ও চিনি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত৷ এছাড়া ভোজ্যতেল আমদানির উপর কর কমানো হয়েছে৷
ছবি: abaca/picture alliance
জাপান
গত এপ্রিলে নয় লাখ ৭৩ হাজার কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণা করে জাপান৷ এর মধ্যে আছে গ্যাসোলিনের দাম নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি দেয়া এবং বাচ্চা আছে এমন নিম্নবিত্ত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া৷ জীবনযাত্রার ব্যয় যদি আরও বাড়ে তাহলে আরও পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷
ছবি: Getty Images/AFP/Y. Tsuno
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত
দুটি দেশই জুলাই মাসে সামাজিক কল্যাণ খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে৷ আমিরাতের নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা দ্বিগুন করা হয়েছে৷ আর সৌদি বাদশাহ সালমান ৫০ হাজার ২৫৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন৷
ছবি: Amr Nabil/AP Photo/picture alliance
তুরস্ক
জুলাইয়ের প্রথম দিকে সর্বনিম্ন মজুরি ৩০ শতাংশ বাড়ানো হয়৷ এর আগে গত বছরের শেষ দিকে সর্বনিম্ন মজুরি বাড়ানো হয়েছিল ৫০ শতাংশ৷
ছবি: Diego Cupolo/NurPhoto/picture alliance
9 ছবি1 | 9
সবচেয়ে বেশি দাম
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও তার জেরে রাশিয়ার গ্যাস নিয়ে নিষেধাজ্ঞা, বিকল্প গ্যাসের খোঁজ করার ধাক্কা বিপুলভাবে জার্মানির উপর পড়েছে। তাই এনার্জি ক্ষেত্রে দাম বেড়েছে ৩৫ শতাংশ এবং মুদিখানার জিনিসের দাম বেড়েছে ১৬ দশমিক ছয় শতাংশ। জুনের তুলনায় অগাস্টে দাম বেড়েছে চার দশমিক ছয় শতাংশ।
বুন্দেসব্যাংক এখন ন্যূনতম মজুরি বাড়ানো এবং গ্যাসের উপর কর কম করার কথা ভাবছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়াতে পারে।