1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলিম ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি

নাওমি কনরাড/আরবি২২ জুলাই ২০১৩

‘‘কাউকে না কাউকে তো চেষ্টা করতেই হবে৷’’ সগর্বে জানালেন ওফেনবাখ থেকে আসা ছাত্রী সিহাম ফেট-তাহি৷ বন্ধুদের সঙ্গে মিলে একটি ফাউন্ডেশন গড়ে তোলেন তিনি৷ নাম ‘ইবনে সিনা’৷

ছবি: picture-alliance/dpa

২০১৪ সালের শীতকালীন সেমিস্টারের মেধাবী মুসলিম ছাত্র-ছাত্রীদের এই ফাউন্ডেশন থেকে বৃত্তি দেওয়া হবে৷

প্রথমে ৫০ জনকে দেওয়া হবে এই বৃত্তি৷ পরের বছরগুলিতে এই সংখ্যা বেড়ে ৪০০ হবে৷ সাধারণ ছাত্র-ছাত্রীরা পাবেন মাসে ৬৭০ ইউরো৷ আর পিএইচডি-র ছাত্রছাত্রীরা পাবেন ১০৫০ ইউরো৷ এছাড়া বইপত্রের জন্য আলাদা অর্থ দেওয়া হবে৷

তিন বছরের চেষ্টা সফল হলো

তিন বছর ধরে চেষ্টা চালিয়ে অবশেষে সফল হলেন সিহাম ও তাঁর বন্ধুরা৷ ১৬ই জুলাই বার্লিনের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো ‘ইবেনে সিনা' ফাউন্ডেশনের জন্য আগামী চার বছরের জন্য ৭০ লক্ষ ইউরো মঞ্জুর করা হয়েছে৷

জার্মান শিক্ষামন্ত্রী ইওহানা ভাঙ্কেছবি: picture-alliance/dpa

একাদশ শতাব্দীর বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী ও চিন্তাবিদ ইবনে সিনার নামানুসারে ফাউন্ডেশনের নামটি রাখা হয়েছে৷ ‘ইবনে সিনা' হলো ১৩তম ফাউন্ডেশন, যার অর্থায়নের দায়িত্ব নিল কোনো মন্ত্রণালয়৷ এছাড়া অন্যান্য কয়েকটি ধর্মভিত্তিক ও রাজনৈতিক দল ঘেষা ফাউন্ডেশন এবং কিছু নিরপেক্ষ ফাউন্ডেশনের আর্থিক দায়িত্বও রয়েছে মন্ত্রণালয়ের হাতে৷

বৃত্তিভোগী মুসলমান ছাত্রছাত্রীর সংখ্যা কম

জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিতে মুসলমান ছাত্রছাত্রীদের হার প্রায় তিন শতাংশ৷ ‘‘তবে বৃ্ত্তিদাতা সবগুলি ফাউন্ডেশনেই মুসলমান ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম'', বলেন অসনাব্রুক ইউনিভার্সিটির ইসলাম ধর্মশিক্ষার অধ্যাপক ব্যুলেন্ট উকার৷ ‘‘এর কারণ অনেক মুসলিম ছাত্রছাত্রীই শিক্ষার দিক দিয়ে কিছুটা দুর্বল পরিবার থেকে আসেন৷ ছাত্রছাত্রীদের জন্য যে, শিক্ষা-বৃত্তির ব্যবস্থা আছে তা অনেকেই জানেন না৷ তাই বৃত্তির জন্য আবেদনও করেন না তারা৷''

এছাড়া মুসলিমদের জন্য ধর্ম ভিত্তিক কোনো ফাউন্ডেশনও ছিল না এতদিন৷ ‘ইবনে সিনার' পরিচালনা কমিটির সদস্য ব্যুলেন্ট উকার৷ ফাউন্ডেশনটির উদ্বোধন উপলক্ষে তিনি বলেন, ‘‘জার্মানিতে বসবাসকারী ৪০ লক্ষ মুসলিমদের জন্য এক সুন্দর ও ঐতিহাসিক দিন এটি৷''

সমতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

এই রকম একটি ধর্মভিত্তিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদের জন্য এই সমাজে স্বীকৃতি ও সমতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখা হলো৷ জার্মান শিক্ষামন্ত্রী ইওহানা ভাঙ্কেও নতুন এই ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, ‘‘সম্পৃক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি৷''

এক মুসলিম শিক্ষার্থীর সঙ্গে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: Getty Images

খ্রিষ্টান ও ইহুদিদের মতো মুসলমানদের জন্য নিজস্ব একটি ফাউন্ডেশনের প্রয়োজন ছিল কিনা – এই প্রশ্ন উঠতে পারে এখানে৷ ফেট-তাহি মনে করেন, এই ধরনের একটি ফাউন্ডেশনের প্রয়োজন ছিল৷ মুসমানদের বিশেষ চাহিদার দিকে নজর রেখেই গড়ে তোলা হয়েছে ফাউন্ডশনটি৷

ইসলামি জীবনধারার দিকে দৃষ্টি রেখে বিভিন্ন সেমিনার ও গ্রীষ্মকালীন অ্যাকাডেমির আয়োজন করা হবে ফাউন্ডেশনের পক্ষ থেকে৷ বৃত্তিভোগীরা তাদের বিশ্বাস ও মূল্যবোধের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারবেন, সংলাপে উদ্বুদ্ধ হতে পারবেন৷

প্রাথমিক পর্যায়ে ইবনে সিনা ফাউন্ডেশনটিকে সহায়তা করছে বেসরকারি ম্যার্কাটোর-ফাউন্ডেশন৷ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঁচ বছরের জন্য ১০ লাখ ইউরো বরাদ্দ করা হয়েছে৷ এক্ষেত্রে অনেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে ম্যার্কাটোর ফাউন্ডেশন৷ ধর্মভিত্তিক অন্যান্য ফাউন্ডেশনের ক্ষেত্রে সরকারের পাশাপাশি সহায়তা দিয়ে থাকে ক্যাথলিক বা প্রটেস্ট্যান্ট গির্জা ৷

তবে ইবনে সিনার পরিচালনা কমিটি আশা করছে, অদূর ভবিষ্যতে জার্মানির ইসলামি প্রতিষ্ঠান ও মসজিদসংগঠনগুলি এই দায়িত্ব হাতে নিতে পারবে৷ ‘‘জার্মানির ২০০০ মসজিদ কমিটি গোটা প্রক্রিয়ায় আমাদের সহায়তা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে'', বলেন ব্যুলেন্ট উকার৷

কয়েকটি দিক বিবেচনা করা হবে

বৃত্তি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি দিক বিবেচনা করা হবে৷ যেমন আগ্রহীদের ইসলাম ধর্মের প্রতি আস্থা থাকতে হবে৷ তবে মনোনয়নের ক্ষেত্রে ধর্মকর্ম পালনের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না৷ অমুসলিমরাও এই ফাউন্ডেশনের বৃত্তি পেতে পারেন, যদি তাঁদের গবেষণাকাজে জার্মানির মুসলিমদের জীবনযাত্রা বা এই ধরনের বিষয় গুরুত্ব পায়৷

অন্যান্য সামাজিক তত্পরতাকেও গুরুত্ব দেওয়া হবে এক্ষেত্রে৷ যেমন কেউ যদি মসজিতে অনুষ্ঠিত বিভিন্ন কোর্স ও হোমটাস্কে সাহায্য করেন কিংবা দমকল বাহিনীর স্বেচ্ছাসেবী কর্মী হন৷ ‘‘মুসলমানরা তো জার্মান সমাজেরই এক অংশ'', বলেন ব্যুলেন্ট উকার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ