1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির মেলায় ট্রেনে আগুন, আহত ১১

১৪ অক্টোবর ২০২৪

শতাব্দীপ্রাচীন একটি কার্নিভালে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

জার্মানির মেলা
এই কার্নিভালেই ট্রেনে দুর্ঘটনা হয়ছবি: Lars Penning/dpa/picture alliance

উত্তর-পশ্চিম জার্মানির লোয়ার স্যাক্সনিতে কয়েক শতাব্দী ধরে একটি লোক উৎসব বা কার্নিভাল হয়। প্রতি বছরই সেখানে বহু মানুষ যোগ দেন। সেখানেই রোববার একটি 'জমবি ট্রেন' বা ভূতুড়ে ট্রেনে হঠাৎ আগুন লেগে যায়। যারা সে সময় ট্রেনে চড়ছিলেন তারা আহত হন। যদিও আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে আগুন নেভানোর ব্যবস্থা করেন। আহতদের অধিকাংশেরই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে গেছে। তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

১৫০৮ সাল থেকে গাল্লিমার্কেট নামের এই কার্নিভাল চলছে। শুরুর দিকে এটি কেবলই একটি পশু বাজার ছিল। পরবর্তীকালে সেখানে আরো নানা স্টল এবং রাইড যুক্ত হয়েছে। তবে এখনো মেলার একটি অংশে পশু কেনাবেচা হয়।

পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে চারজন ওই ট্রেন কোম্পানির কর্মী। সকলেই ধোঁয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে একজন ঘটনার অভিঘাতে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

জার্মান পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও বিস্তারিত তথ্য এখনো দেখা দেয়নি। কীভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়।

স্থানীয় প্রশাসন আগেই জানিয়েছিল, এবছর পাঁচ লাখ দর্শক মেলায় আসতে পারেন বলে তারা মনে করছেন। রোববার বহু মানুষ সেখানে গেছিলেন। সব মিলিয়ে এবছরের মেলায় প্রায় ২৫০টি স্টল বসানো হয়েছে।

এসজি/জিএইচ (ডিপিএ, এনডিআর)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ