1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির শহরগুলিকে তথ্য বিক্রির পরামর্শ

১০ এপ্রিল ২০১৮

তথ্য পাচারের অভিযোগে ফেসবুক কর্ণধার মার্ক সাকারবার্গের যখন নাজেহাল অবস্থা তখনই জার্মানির শহরগুলি পেয়েছে তথ্য বিক্রির পরামর্শ৷ বলা হয়েছে, তথ্য বিক্রি করে আয় করা টাকা জনকল্যাণে ব্যয় করা যেতে পারে৷

ছবি: Fotolia/Edelweiss

শুনতে ভালোই শোনায়৷ আর তাই খবরটি নজর কেড়েছে সবার৷ জার্মানির রাইনিশে পোস্ট দৈনিককে জার্মান অ্যাসোসিয়েশন অফ টাউনস অ্যান্ড মিউনিসিপ্যালিটিজ (ডিএসটিজিবি)-র ব্যবস্থাপনা পরিচালক জার্ড লান্ডসবার্গ পরিষ্কার বলেছেন, সব শহরেরই উচিত সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য বিনা পয়সায় না দিয়ে উপযুক্ত মূল্যে বিক্রি করা৷ তাঁর মতে, ‘‘শহর এবং পৌরসভাগুলোকে এ বিষয়ে সচেতন হতে হবে যে, এই একুশ শতকের তেল হচ্ছে তথ্য এবং একে আয় বৃদ্ধিতে ব্যবহার করা যায়৷’’

জার্ড লান্ডসবার্গ অবশ্য সব ধরনের তথ্য বিক্রির কথা বলেননি৷ তিনি মনে করেন, শব্দ দূষণ, যানবহনের ঘনত্ব ইত্যাদি ধরনের বিষয় নিয়ে যেসব তথ্য সংগ্রহ করা হয়, সেগুলোই বিক্রি করে শহর বা পৌরসভা কর্তৃপক্ষ রাজস্ব আয় বাড়িয়ে নিতে পারে৷ কোনো শহর যদি তথ্য বিক্রির দায়িত্ব সরাসরি নিতে না চায়, তাহলে সে দায়িত্ব কোনো বেসরকারি সংস্থাকে দিতেও কোনো অসুবিধা দেখছেন না জার্ড লান্ডসবার্গ৷

কিন্তু ডিএসটিজিবি-র ব্যবস্থাপনা পরিচালকের এ পরামর্শের কঠোর সমালোচনা করেছে জার্মানির প্রথম সারির তথ্য নিরাপত্তা সংস্থা৷ বাম রাজনৈতিক দলগুলোর সংসদীয় মুখপাত্র আঙ্কে ডমশাইড্ট-বার্গও সমালোচনামুখর৷ তিনি বলেছেন, শহর বা পৌরসভা তথ্য বিক্রি শুরু করলে তা থেকে সাধারণ জনগণ উপকৃত হবে না, উপকৃত হবে বড় বড় কোম্পানি৷ তাঁর মতে, ‘‘এর মানে অধিক লাভের উপায়গুলো আরো উন্নত হবে এবং তাতে জনগণের খুব সামান্য উপকার হবে বা কোনো উপকারই হবে না৷’’   

এসিবি/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ