জার্মানির কোলন শহরের এক বাসিন্দার বাড়িতে অভিযান চালিয়ে শিশু যৌন নিপীড়নের বড় একটি নেটওয়ার্কের সন্ধান পায় পুলিশ৷ যার তদন্ত এখনও চলছে৷ তবে ঘটনার সূত্রপাত যাকে গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘ তদন্তের পর তার বিচার শুরু হয়েছে৷
বিজ্ঞাপন
৪৩ বছয় বয়সী সেই ব্যক্তির বাড়িতে পাওয়া গেল অসংখ্য শিশু পর্নোগ্রাফি ফিল্ম এবং ছবি৷ সেই সূত্র ধরেই জার্মানির ইতিহাসে শিশু যৌন নিপীড়নের সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে সবচেয়ে বড় তদন্তটি চলছে৷
ইয়র্গ এল পেশায় ছিলেন একজন রাঁধুনি ও হোটেল ম্যানেজার৷ তার বিরুদ্ধে বড় অভিযোগ তিনি নিজের কন্যার উপর একের পর এক যৌন নিপীড়ন চালিয়েছেন৷ ২০১৭ সালে জন্ম নেয়া শিশুটির বয়স তখন ছিল মাত্র দুই বছর৷ নিপীড়নের এইসব দৃশ্য তিনি ধারণ করে পরে চ্যাট গ্রুপে বিনিময় করতেন৷ আর এর শুরু শিশুটির বয়স যখন তিন মাস তখন থেকেই৷
ইয়র্গ এলকে গ্রেপ্তারের পর কোলন শহরের পুলিশ বিশেষ টাস্কফোর্স গঠন করে৷ কয়েক ট্যারাবাইটের ভিডিও ও স্থিরচিত্র উদ্ধার করে তারা৷ ১৩০ জন তদন্তকারী এখনও সেগুলো খতিয়ে দেখছেন৷ পরিস্থিতি এমন যে, এইসব ভিডিও দেখে তদন্ত কর্মকতারা নিজেরাও অসুস্থ হয়ে পড়ছেন৷ মানসিক যাতনার কারণে এরিমধ্যে টাস্কফোর্সের তিনজনকে অসুস্থতাজনিত ছুটি দিতে হয়েছে৷
শিশুদের অধিকারগুলো
প্রতিটি শিশুরই নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে৷ জাতিসংঘের শিশু অধিকার চুক্তি ১৯৮৯-তে শিশুদের জন্য সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্য সম্পর্কিতসহ ৫৪টি অধিকার নির্ধারণ করা আছে৷ এনিয়েই এই ছবিঘর৷
ছবি: DW/Unbreen Fatima
নাম
সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তার নাম রেখে নিবন্ধনের কাজটি পিতা-মাতাকে করতে হবে৷ পিতা-মাতাকে জানার এবং তাদের লালন-পালনে বেঁচে থাকার সুযোগ পাওয়া শিশুর অধিকার৷
ছবি: picture-alliance/OKAPIA KG, Germany
পিতা-মাতার সহায়তা
কোনো শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা-মার কাছ থেকে আলাদা করা উচিত নয়৷ কোনো শিশুকে তখনই তার পিতা-মাতার কাছ থেকে আলাদা করা যাবে যখন তারা ওই শিশুর জন্য ক্ষতিকর৷
ছবি: imago/Westend61
মতামত প্রকাশ
প্রত্যেক শিশুরই অধিকার আছে মতামত দেওয়ার৷ যদি কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আদালত পর্যন্ত যেতে হয়, তবে শিশুর কথাও শুনতে হবে৷ তবে কোনো শিশুর মতামতকে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা তার বয়সের উপর নির্ভর করবে৷
ছবি: Fotolia/Sebastian Duda
ডিজিটাল মাধ্যম ব্যবহার
সভ্য সমাজে শিশুদের বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার নিয়ে অবস্থানটি বিতর্কিত৷ তবে সব শিশুর দেশি এবং বিদেশি মিডিয়াগুলোতে প্রবেশযোগ্যতা থাকা উচিত৷
ছবি: picture alliance/blickwinkel
সহিংসতা প্রতিরোধ
শিশুদের যে কোনো ধরনের মারধর বা অবহেলা থেকে রক্ষা করা তার বাবা-মা, শিক্ষক বা অভিভাবকদের দায়িত্ব৷ এটি নিশ্চিত করতে সরকারের উচিত আইনি বা প্রশাসনিক বিধি তৈরি করে এ বিষয়ে জনগণকে সচেতন করা৷
ছবি: Colourbox/Phovoir
প্রতিবন্ধীদের অধিকার
প্রতিবন্ধী শিশুরা যাতে সমাজের সক্রিয় অঙ্গ হিসেবে কাজ করতে পারে সেই অধিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে৷
ছবি: Imago/M. Winter
সুস্বাস্থ্য ও পরিষেবা
শিশুদের সর্বোত্তমভাবে বেড়ে উঠার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে৷ তাদের স্বাস্থ্যসেবায় যেন কোনো ঘাটতি না থাকে তা-ও সরকারকেই নিশ্চিত করতে হবে৷
ছবি: Getty Images/AFP/S. Maina
শিক্ষার অধিকার
প্রতিটি শিশুর পড়াশোনার অধিকার আছে৷ এজন্য প্রাথমিক বিদ্যালয়ে কোনো ফি নেওয়া উচিত নয়৷ আর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা শিশুদের জন্য বাধ্যতামূলক৷
ছবি: Imago/View Stock
সংখ্যালঘুদের অধিকার
সংখ্যালঘু বা উপজাতি গোষ্ঠীতে জন্ম নেওয়া শিশুর নিজস্ব ধর্ম, ভাষা, আচার এবং রীতিনীতিকে সম্মান করতে হবে৷
ছবি: imago/imagebroker
খেলাধুলা
শিশুদের বিশ্রাম, খেলাধুলা এবং অবসর নেওয়ার জন্য প্রতিদিনের রুটিনে পর্যাপ্ত সময় এবং সুবিধা রাখতে হবে৷
ছবি: Imago Images/UIG
হয়রানি থেকে রক্ষা
কোনো শিশু যাতে অপহরণ বা যৌন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব৷
ছবি: Getty Images/AFP/A. Karimi
মৃত্যুদণ্ড নয়
শিশুরা বড় ভুল বা অপরাধ করলেও তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে না৷ কারণ, ভুল থেকেই শিশুরা শিক্ষা নেয়৷
ছবি: AFP/T. Aljibe
12 ছবি1 | 12
তদন্তের প্রেক্ষিতে নিপীড়নের শিকার প্রায় ৫০টি শিশুকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে তিনমাস বয়সিও রয়েছে৷ পাশাপাশি নিপীড়নকারীদের গ্রেপ্তারও করেছে পুলিশ৷ এইসব ঘটনায় জড়িত ৮৭ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের সাইবার অপরাধ তদন্ত বিভাগের প্রধান এবং কোলনের স্টেট প্রসেকিউটর মার্কুস হার্টমান৷ পাশাপাশ এই ৮৭টি ঘটনার প্রত্যেকটির সঙ্গে জড়িত নতুন সন্দেহভাজনকে খুঁজে বের করছেন তারা৷ প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের মাধ্যমে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে৷
তদন্তকারীরা জানিয়েছেন এই সংক্রান্ত চ্যাটগ্রুপগুলোর ১৮০০ এর উপরে সদস্য আছে৷ এই তদন্তে তারা জার্মানি ছাড়াও বাইরের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে৷
তবে যার কারণে এমন বিস্তৃত তদন্তের সূচনা, সেই ইয়র্গ এল'কে মোট ৭৯ টি অপরাধে অভিযুক্ত করেছেন তদন্তকারীরা৷ বলা হচ্ছে কিছু ক্ষেত্রে তিনি অপরাধগুলো করেছেন তার চ্যাট পার্টনার কাম্প লিন্টফোর্ট নামের এক সাবেক সৈনিকের যোগসাজশে৷ মে মাসের শেষের দিকে তাকে দশ বছরের জেল দিয়েছে আদালত৷ অন্যদিকে ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি এখন ইয়র্গ৷
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে জার্মানিতে ১৫ হাজার ৯৩৬ টি শিশু যৌন নিপীড়নের ঘটনা পাওয়া গেছে৷ শিশু পর্নোগ্রাফির ঘটনা ছিল ১২ হাজার ২৬২ টি৷
২০১৮ সালের ছবিঘরটি দেখুন...
যে পাঁচ দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার
বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত শিশু যৌন হয়রানির পরিসংখ্যান ঘেঁটে একটি তালিকা তৈরি করেছে ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস৷ দেখুন কোন দেশগুলোর নাম এসেছে সেই তালিকায়...
ছবি: picture-alliance/dpa
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় প্রতি তিন মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয় বলে ট্রেড ইউনিয়ন ‘সলিডারিটি হেল্পিং হ্যান্ড’-এর করা এক জরিপ থেকে জানা গেছে৷ দেশটির মেডিকেল রিসার্চ কাউন্সিল-এর ২০০৯ সালে করা আরেক জরিপে প্রতি চারজন পুরুষের একজন জীবনের কোনো এক সময়ে কাউকে ধর্ষণের কথা স্বীকার করেছেন৷ ২০০০ সালে দক্ষিণ আফ্রিকায় ৬৭,০০০ শিশু ধর্ষণ এবং নিগ্রহের মামলা নথিভুক্ত হয়েছিল৷
ছবি: Fotolia/Kitty
ভারত
দ্য এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস ২০১৩ সালে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে শিশুদের উপর যৌন নিপীড়ন মহামারি পর্যায়ে পৌঁছেছে৷ দেশটিতে ২০০১ সাল থেকে ২০১১ সালের মধ্যে শিশু ধর্ষণের অন্তত ৪৮,০০০ মামলা হয়েছে৷ ২০০১ সালের তুলনায় ২০১১ সালে ধর্ষণের হার বেড়েছিল ৩৩৬ শতাংশ৷
ছবি: Getty Images/D. Berehulak
জিম্বাবোয়ে
জিম্বাবোয়ের স্থানীয় সংবাদমাধ্যম ২০১২ সালে দেশটির পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা’র বরাতে জানায়, সেখানে শিশু ধর্ষণের হার ক্রমশ বাড়ছে৷ ২০১১ সালে দেশটিতে ৩,১৭২ টি শিশু যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়৷ এছাড়া ২০০৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জিম্বাবোয়ের রাজধানী হারারেতে শুধুমাত্র একটি ক্লিনিকে চার বছরে ৩০,০০০ নিপীড়নের শিকার ছেলে ও মেয়েকে চিকিৎসা দেয়া হয়েছে৷
ছবি: Imago/Xinhua
যুক্তরাজ্য
২০০০ সালে স্কটল্যান্ড ইয়ার্ডের প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাজ্যে প্রতি ২০০ প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের বেশি পেডোফিল৷ ২০১২-১৩-তে ইংল্যান্ড এবং ওয়েলস-এ ষোল বছরের কম বয়সি ১৮,৯১৫ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
মার্কিন যুক্তরাষ্ট্র
২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেবছর ১৪ থেকে ১৭ বছর বয়সি ১৬ শতাংশ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে৷ দেশটির প্রতি চার নারীর একজন এবং প্রতি ছয় পুরুষের একজন ১৮ বছর বয়স হওয়ার আগে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলেও জানা গেছে চিলড্রেন এসিসমেন্ট সেন্টারের আরেক গবেষণায়৷