1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির শ্রম ঘাটতি কমাবে নতুন ‘অপরচুনিটি কার্ড'?

৫ জুন ২০২৪

ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের কাজের সুযোগ দিতে জার্মানিতে চলতি মাসে চালু হয়েছে ‘অপরচুনিটি কার্ড'৷ মূল লক্ষ্য, জার্মানির শ্রমবাজারে লোকবলের ঘাটতি কমানো৷

নির্মাণকাজে শ্রমিকরা
কেউ অপরচুনিটি কার্ড পেতে চাইলে অন্তত দুই বছরের কারিগরি শিক্ষা অথবা একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে৷ এর সঙ্গে ন্যূনতম জার্মান ভাষা জানতে হবে (এ১ লেভেল), অথবা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা (বি২ লেভেল) থাকতে হবেছবি: Jelena Djukic Pejic/DW

মূলত ইইউর বাইরের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে ১ জুন ২০২৪ থেকে অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে৷ যোগ্য ব্যক্তিরা কোনো চাকরির চুক্তি ছাড়াই জার্মানিতে আসতে পারবেন৷ তাদের হাতে চাকরি খুঁজে নিতে এক বছর সময় থাকবে৷

কেউ অপরচুনিটি কার্ড পেতে চাইলেঅন্তত দুই বছরের কারিগরি শিক্ষা অথবা একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে৷ এর সঙ্গে ন্যূনতম জার্মান ভাষা জানতে হবে (এ১ লেভেল), অথবা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা (বি২ লেভেল) থাকতে হবে৷

কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা, বয়স ও জার্মানিতে আগের কোনো অভিজ্ঞতা থাকলে তার ওপর পয়েন্ট হিসেব করা হবে৷ যেসব খাতে জার্মানির শ্রম ঘাটতি রয়েছে, সেসব খাতের আবেদনকারীদের জন্য বাড়তি পয়েন্ট থাকবে৷

দক্ষ শ্রমিকের খোঁজে জার্মানি

04:23

This browser does not support the video element.

চাকরি খোঁজার সময় এক বছর থেকে পরবর্তীতে দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে৷

শুধু তাই নয়, জার্মানিতে থেকে চাকরি খুঁজতে হলে বার্ষিক আয় ৪০ হাজার ৭৭০ ইউরো হতে হবে৷ সেজন্য পার্টটাইম চাকরি (সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত) করা যেতে পারে৷

পশ্চিম বলকান দেশগুলোর কর্মীদের বেশি সুযোগ দেয়া হবে জার্মানির শ্রমবাজারে৷ তারা যদি সব মাপকাঠিতে যোগ্য নাও হন যে কোনো চাকরির চুক্তি থাকলেই তারা আসতে পারবেন৷ বছরে পশ্চিম বলকান দেশগুলো থেকে সর্বোচ্চ ৫০ হাজার পর্যন্ত কর্মী নেয়া হবে৷

জার্মানির জনগোষ্ঠীর একটা বড় অংশ বয়স্ক৷ তাদের অনেকেই অবসরে যাচ্ছেন৷ এছাড়া ডিজিটালাইজেশনের কারণে নতুন চাকরি তৈরি হওয়ায় সেখানে পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না৷ নির্দিষ্ট করে বললে নার্সিং, খাদ্য উৎপাদন ও আইটি সেক্টরে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে৷ এই ঘাটতির ফলে ২০৪১ সাল নাগাদ ৪৯ বিলিয়ন ইউরোর সমপরিমাণ ক্ষতি হবে অর্থনীতিতে৷

স্টেফানি হ্যোপনার/জেডএ

প্রকৌশলীদের জন্য ‘উন্মুক্ত’ জার্মানি

01:33

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ