1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির শ্রম বাজারের হালচাল

৩ মে ২০০৯

মন্দাবস্থার কারণে এপ্রিল মাসে জার্মানির শ্রম বাজারে কোন ইতিবাচক পরিবর্তন ঘটে নি৷ এপ্রিলে জার্মানিতে বেকার সংখ্যা ছিল ৩৫ লাখ ৯০ হাজার৷ এক বছর আগের তুলনায় প্রায় দুই লাখ বেশি৷

বেকারত্ব বাড়ছে জার্মানিতেছবি: DW-TV

এই তথ্য জানিয়েছে নুর্নব্যার্গের চাকুরী সংস্থান বিষয়ক কেন্দ্র৷

জার্মানিতে বেকার সংখ্যা আর কত বাড়বে? এই প্রশ্ন করার কারণ হল জার্মান অর্থনীতিতে বর্তমানে চলছে চরম মন্দাবস্থা৷ এ বছর মোট জাতীয় উৎপাদন হ্রাস পাবে ছয় শতাংশ৷ এ ব্যাপারে জার্মান সরকার এবং জার্মানির শীর্ষ অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান একমত৷ এই পরিস্থিতি জার্মানির শ্রম বাজারের ওপর ব্যাপক প্রভাব ফেলবে৷ এ বিষয়ে অভিন্ন মত পোষন করেন মিউনিখের ইফো প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিশেষজ্ঞ কার্ল কার্স্টেনজেন ও জার্মানির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী কার্ল-থিয়োডর সু গ্যুটেনব্যার্গ৷ জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছর জার্মানিতে বেকার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে আনুমানিক সাড়ে চার লাখ অর্থাৎ গড়ে প্রায় সাইত্রিশ লাখে৷ এ ব্যাপারে ইফো প্রতিষ্ঠানের সঙ্গে আমি একমত৷

অর্থনৈতিক বিশেষজ্ঞ কার্স্টেনজেন মত প্রকশ করেন, তাঁর প্রতিষ্ঠান ইফো দুই হাজার দশ সালে কোন পরিবর্তন আশা করে না৷ সে বছরের শেষে জার্মানিতে বেকার সংখ্যা দাঁড়াতে পারে পঞ্চাশ লাখের কিছু নীচে৷

বেকারের এই সংখ্যা সত্যিই আশংকাজনক৷ বেকার সংখ্যা যদি আরো বাড়ে তাহলে জার্মানিতে সামাজিক অসন্তোষ দেখা দেবে বলে সতর্কবানী উচ্চারণ করা হয়েছে৷ চাকরির বাজার সংক্রান্ত বিশেষজ্ঞ ও সামাজিক গবেষক ইয়ুটা আলমেনডিঙ্গার মত প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতিতে এটা একটা বোধগম্য ব্যাপার৷ সমাজে জনসাধারণের সংহতি সাধনের ব্যাপারে যদি চিন্তাভাবনা না করা হয় তাহলে সামাজিক অসন্তোষের ঝুঁকিকে খাটো করে দেখলে চলবে না৷

প্রতিবেদক: আবদুস সাত্তার, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ