1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সঙ্গে ‘আনুষ্ঠানিক' ও ‘দৃঢ়' সম্পর্ক চায় তালেবান

৫ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানের নতুন তালেবান ‘শাসকরা' জার্মানির কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি ও আর্থিক সহায়তা চান৷ জার্মানির একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে রোববার সংগঠনটির একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন৷

Taliban Sprecher Zabihullah Mujahid
ছবি: Hoshang Hashimi/AFP/Getty Images

জার্মানির পত্রিকা ডি ভেল্ট আম জনটাগকে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, ‘‘জার্মানির সঙ্গে আমরা দৃঢ় ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়তে চাই৷''

তিনি আরো বলেন, তারা বার্লিনের কাছ থেকে আর্থিক সহায়তাও প্রত্যাশা করেন৷ আফগানিস্তানের স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে শুধু জার্মানি নয়, অন্যান্য দেশের কাছ থেকেও সহযোগিতা আশা করছে তালেবান৷

জার্মানরা সবসময়ই আফগানিস্তানে স্বাগত এমনটি জানিয়ে মুজাহিদ বলেন, ‘‘দুঃখজনকভাবে তারা অ্যামেরিকানদের সঙ্গে যোগ দেয়৷ তারপরও তাদের ক্ষমা করে দেয়া হল৷''

এদিকে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রী হাইকো মাস আফগানিস্তানে অর্থ সহায়তা পুনরায় চালুর জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছেন৷ এসব শর্তের অন্যতম হল, সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা৷

গেল মাসে তালেবান কাবুল দখল করে নেয়ার পর সেখানে জার্মানির দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে৷ দেশটিতে উন্নয়ন সহযোগিতা প্রদানও বন্ধ করা হয়েছে৷ তবে আফগান শরণার্থীদের তাৎক্ষণিক সহায়তা দেয়া বন্ধ করেনি বার্লিন৷ বিভিন্ন মানবতাবাদী সংগঠনের মাধ্যমে তা অব্যাহত রেখেছে তারা৷

এদিকে, ইউরোপীয় ইউনিয়নও সীমিত পরিসরে তালেবানের সঙ্গে কাজ করতে একমত হয়েছে৷ তবে তারা বেশ কিছু শর্ত দিয়েছে৷ এর মধ্যে রয়েছে, আফগানিস্তান যেন জঙ্গি-সন্ত্রাসীদের আখড়া না হয়, মানবাধিকার সুরক্ষিত হয়, বিশেষ করে নারী অধিকার যেন রক্ষা করা হয়, দেশের মানুষের কাছে যেন মানবিক সহায়তা বাধাহীনভাবে পৌঁছে দেয়া যায়, এবং বিদেশি ও বিপদে পড়া আফগানরা যেন সুরক্ষিতভাবে দেশত্যাগ করতে পারেন৷

জেডএ/এআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ