1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি পরীক্ষিত বন্ধু: সরকার

১ এপ্রিল ২০১৪

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নিয়ে জার্মানি উদ্বেগ প্রকাশ করলেও দু’দেশের মধ্যকার সম্পর্কে কোনো ধরনের ফাটল বা চিড় ধরেনি বলে মনে করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার৷ ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি৷

Muhammad Ali Sorcar Interview für die DW
রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার (ডানে) এর সঙ্গে ডয়চে ভেলে প্রতিবেদক আরাফাতুল ইসলামছবি: DW/A. Islam

জার্মানি পরীক্ষিত বন্ধু: সরকার

03:53

This browser does not support the video element.

গত নভেম্বরে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আলী সরকার৷ এমন এক সময় তিনি এই দায়িত্ব নেন, যখন বাংলাদেশ চলছিল নির্বাচনকেন্দ্রীক চরম অস্থিরতা৷ ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে প্রাণ হারায় পাঁচ শতাধিক মানুষ৷ ফলে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল জার্মানিসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ৷

ডয়চে ভেলেকে দেয়া একান্ত ভিডিও সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সরকার জানান, নির্বাচনের আগে সবার মধ্যে উৎকণ্ঠা ছিল৷ আর সেই উৎকণ্ঠা থেকে উদ্বেগ প্রকাশ করেছিল জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ৷ কিন্তু এটা কখনো রাজনৈতিক পর্যায়ে এমনভাবে যায়নি যাতে আমাদের কর্মপ্রবাহকে বিক্ষিপ্ত করতে পারে৷

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকারছবি: DW/A. Islam

জার্মানির হ্যার্নে শহরে অনুষ্ঠিত আর্ন্তজাতিক অর্থোপেডি সম্মেলনের ফাঁকে ২৮ মে ডয়চে ভেলের মুখোমুখি হন রাষ্ট্রদূত সরকার৷ বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘‘নির্বাচন হয়ে যাওয়ার পর যখন শান্ত অবস্থা দেশে প্রায় ফিরে এসেছে, তারপর আমি আর জার্মানির পক্ষ থেকে কোনো উৎকণ্ঠা লক্ষ্য করিনি৷ যদিও তারা সচেতনভাবে পর্যবেক্ষণ করছে যে আমাদের নির্বাচনের গতিধারা কিভাবে যাচ্ছে, জনগণ কতটা মেনে নিতে পারছে অথবা কোনো সমস্যা হচ্ছে কিনা – এটা তাঁরা পর্যবেক্ষণ করছে, কিন্তু আমি কোনো উৎকণ্ঠা দেখিনি৷''

বলাবাহুল্য, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে৷ জার্মান সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও আশ্রয়প্রার্থীরা বাংলাদেশি কিনা তা নিশ্চিত নন রাষ্ট্রদূত৷ তিনি বলেন, ‘‘আমরা তাদের সম্পূর্ণ শনাক্ত করতে পারিনি৷ তার কারণ একই ভাষাভাষী এবং একই ধরনের সাদৃশ্য আছে এমন মানুষ রয়েছে বাংলাদেশের আশেপাশের দেশগুলোতে৷''

উল্লেখ্য, মোহাম্মদ আলী সরকার এর আগে নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন৷ তার আগে দীর্ঘদিন নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধি ছিলেন৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ