1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সঙ্গে সম্পর্কের উন্নতি চান চীনা প্রেসিডেন্ট

৪ নভেম্বর ২০২২

প্রায় তিন বছরের বিরতির পর চীন ও জার্মানির মধ্যে শীর্ষ বৈঠক হচ্ছে৷ প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পক্ষে সওয়াল করেছেন৷ শলৎস নিয়মভিত্তিক আন্তর্জাতিক কাঠামো রক্ষার উপর জোর দিয়েছেন৷

Bundeskanzler Scholz besucht China
ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

শুক্রবার বেইজিং-এ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাতের পর চীনের প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, ‘পরিবর্তন ও অশান্তি'-র এই সময়ে চীন ও জার্মানির মধ্যে আরও বেশি সহযোগিতার প্রয়োজন৷ প্রভাবশালী দুই বড় দেশ হিসেবে বিশ্ব শান্তির স্বার্থে এমন সহযোগিতার পক্ষে সওয়াল করেন চীনের প্রেসিডেন্ট৷ পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে মতপার্থক্য সরিয়ে রেখে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট জিনপিং৷

শলৎস ইউক্রেনের উপর রাশিয়ার হামলার উল্লেখ করে বলেন, এর ফলে নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক কাঠামোর জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে৷ এমন পরিস্থিতিতে দুই নেতার সরাসরি সাক্ষাতের প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন৷ শলৎস ইউরোপ ও চীনের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও চীন ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিকাশের মতো বিষয়ও তুলে ধরছেন৷ যে সব বিষয়ে দুই দেশের মনোভাব ভিন্ন, সেগুলিও আলোচনাসূচি থেকে বাদ যাচ্ছে না বলে জার্মান চ্যান্সেলর আশ্বাস দিয়েছেন৷ অর্থাৎ তাইওয়ান পরিস্থিতি, শিনচিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিম উইগুর সম্প্রদায়ের উপর নিপীড়নের মতো স্পর্শকাতর বিষয় এড়িয়ে যেতে চান না তিনি৷ শলৎস বিদায়ী চীনা প্রধানমন্ত্রী লি কেশিয়াং-এর সঙ্গেও সাক্ষাৎ করছেন৷

উল্লেখ্য, গত তিন বছরে এই প্রথম জি-সেভেন গোষ্ঠীর কোনো শীর্ষ নেতা চীনে এসেছেন৷ পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের বেড়ে চলা উত্তেজনার কারণে জার্মান চ্যান্সেলরের ১১ ঘণ্টার বেইজিং সফরকে ঘিরে চরম বিতর্ক দেখা যাচ্ছে৷ কড়া করোনা বিধির মাঝে শলৎস ও তার প্রতিনিধিদলের সফরসূচি অত্যন্ত সীমিত রাখতে হচ্ছে৷ শুক্রবার সকালে তাদের বিমান বেইজিং-এ নামার পর বিমানের মধ্যেই চীনা চিকিৎসাকর্মীরা সব যাত্রীর করোনা টেস্ট করেছেন বলে সফরসঙ্গী রয়টার্সের এক রিপোর্টার জানিয়েছেন৷ তারপর লাল গালিচার উপর সরকারি অভ্যর্থনা ও গার্ড অফ অনার সংবর্ধনার পর তাদের এক সরকারি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়৷ সেখানে পৌঁছে জানা যায়, শলৎসের করোনা টেস্টের ফল নেগেটিভ৷ কড়া নিরাপত্তার কারণে সফর সংক্রান্ত সংবাদের জন্যও চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সফরসঙ্গী সাংবাদিকদের বয়ানের উপর নির্ভর করতে হচ্ছে৷

চীনের কমিউনিস্ট পার্টির সদ্য সমাপ্ত ২০তম কংগ্রেসে শি জিনপিং শীর্ষ নেতা ও প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় কার্যকাল শুরু করার পর চীনা নেতৃত্ব বিদেশি নেতাদের সঙ্গে সম্পর্কের উন্নতির উপর জোর দিচ্ছে৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ কয়েকজন নেতা বেইজিং সফর করেছেন৷ প্রেসিডেন্ট জিনপিং-ও সবে বিদেশ সফর শুরু করেছেন৷

অস্বাভাবিক মূল্যস্ফীতি ও মন্দার আশঙ্কার মাঝে জার্মান চ্যান্সেলর শলৎসও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ নিচ্ছেন৷ এমনকি নিজের সরকারি জোটের শরিকদের প্রকাশ্য বিরোধিতা এবং ইউরোপীয় স্তরে অস্বস্তি সত্ত্বেও তিনি বেইজিং সফর বাতিল করেননি৷ প্রবল প্রতিরোধ সত্ত্বেও তিনি হামবুর্গ শহরের বন্দর টার্মিনালে চীনা কোম্পানির অংশগ্রহণের পথ প্রশস্ত করেছেন৷ রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতার কুফল থেকে শিক্ষা না নিয়ে শলৎস চীনের উপর নির্ভরতা বাড়ানোর পথে এগোচ্ছেন বলে দেশে-বিদেশে অভিযোগ উঠছে৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ