1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অপরাধ দমন অভিযান

১৭ আগস্ট ২০২০

সপ্তাহান্তে জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফালিয়ার শহরগুলোতে ব্যাপক অভিযান চালানো হয়৷ অভিযানে রাজ্য পুলিশের সঙ্গে শুল্ক ও আয়কর বিভাগের কর্মকর্তারাও অংশ নেন৷

ছবি: picture-alliance/dpa/C. Seidel

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউ শাসিত রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার পুলিশ সম্প্রতি জানায়, গত তিন বছরে এ রাজ্যে অন্তত ১৪ হাজার অপরাধের ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় ১০৪টিরও বেশি গ্রুপ জড়িত বলেও জানায় পুলিশ৷ তারপর থেকে অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিয়ে আসছে রাজ্য সরকার৷

শনিবার তারই অংশ হিসেবে নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের ডুসেলডর্ফ, এসেন, ডর্টমুন্ড, বোখুম, গেলজেনকির্শেন, ভুপার্টালেসহ ১০টি শহরে অভিযান চালাানো হয়৷ ডুইসবুর্গের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার ১৭টি অনিবন্ধিত মেশিন বাজেয়াপ্ত করে পুলিশ৷

ডর্টমুন্ডে দুটি হুকা বার থেকে বিপুল পরিমাণে কর ফাঁকি দেয়া তামাক উদ্ধার করা হয়৷ এসেন শহরের এক ইন্টারনেট ক্যাফের গোপন কুঠুরিতে পাওয়া যায় জুয়া খেলার টেবিল ও অটোমেটিক মেশিন৷ এক রেস্তোরাঁ থেকেও বাজেয়াপ্ত করা হয় এসব জিনিস৷

মন্ত্রীর ঘোষণা

শনিবার এসেন শহরের অভিযান শেষে নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রয়ল বলেন, ‘‘এ শহরের মানুষের জীবনকে যারা অনিরাপদ করছেন তাদের দিন যে শেষ, তাদের যে এখন থেকে প্রতিদিনই (কর্তৃপক্ষের তরফ থেকে) প্রতিরোধের মুখোমুখি হতে হবে, এ কথা জানানোর জন্যই এই অভিযান৷''

এসিবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য