1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সবচেয়ে বড় অনলাইন মাদক-বাজার

২৮ জুন ২০১৯

এক বছরেরও বেশি সময়ের চেষ্টায় জার্মানির সবচেয়ে বড় অনলাইন মাদকের বাজারের সন্ধান পেয়েছে পুলিশ৷ এর সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনটি দেশ থেকে ধরা হয়েছে তাদের৷

Ecstasy / Extasy / MDMA
ছবি: Colourbox

শুক্রবার পুলিশ এবং আইনজীবীরা এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান৷ বিবৃতিতে জানানো হয়, কেমিক্যাল রেভোল্যুশন নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে গ্রেপ্তারকৃতরা গাঁজা, এমডিএমএ, কোকেন, হেরোইন, এক্সট্যাসি, এলএসডিসহ নানা ধরনের মাদক বিক্রি করতো৷ ইউরো বা ডলারে নয় মাদক বিক্রি হতো বিটকয়েনে৷ মোট কী পরিমাণ মাদক কেমন দামে বিক্রি করা হয়েছে তা জানানো হয়নি৷

পুলিশ জানায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে ২৬ বছর বয়সি এক জার্মান তরুণকে গ্রেপ্তারের পর থেকে তারা প্রাথমিক তদন্ত শুরু করেন৷ স্পেন থেকে ফেরা এ তরুণকে জার্মানির ব্রান্ডেনবুর্গ থেকে তরুণকে গ্রেপ্তার করা হয়৷ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে জার্মানি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ড থেকে আরো দশজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ৷গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ২৪ থেকে ৪৪ বছরের মধ্যে৷

চেজ ভিন্টার/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ