1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সবচেয়ে সফল খেলোয়াড় মহিলা দলের কোচ নাইড

২১ জুন ২০১১

জাতীয় দলের হয়ে জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন৷ এক মিনিটিও হয়নি৷ গোল দিয়ে সেটা উদযাপন করলেন সিলভিয়া নাইড৷ বর্তমানে জার্মানির মহিলা ফুটবল দলের কোচ৷

Silvia Neid
জার্মান কোচ সিলভিয়া নাইডছবি: dapd

উদ্বোধনী ম্যাচে পরে আরো একটি গোল করেছিলেন জার্মানির সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন নাইড৷

এরপর একে একে তাঁর থলিতে জমা হতে থাকে কাপের পর কাপ৷ এর মধ্যে রয়েছে একটি জার্মান দলের হয়ে তিনবার ইউরোপ সেরা হওয়া৷ আর জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছেন মোট সাতবার৷ আর ‘ডিএফবি-ফোকাল' কাপ জিতেছেন ছয়বার৷

অনেকে বলেন, খেলোয়াড় হিসেবে ভাল হলেই যে কোচ হিসেবেও ভাল হবে সেটা ঠিক নয়৷ বর্তমান সময়ে মারাদোনা সেটার উজ্জ্বল উদাহরণ৷

বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে জার্মানি ভাল করায় কোচ নাইড খুশিছবি: dapd

কিন্তু নাইডের ক্ষেত্রে সেটা ঠিক নয়৷ কারণ খেলোয়াড়ি জীবন শেষ করেই তিনি ঢুকে যান কোচিং জীবনে৷ এখন পর্যন্ত যা রেকর্ড তাতে দেখা যাচ্ছে তিনি এ পর্যন্ত দুটো বিশ্বকাপ জিতেছেন৷ এর মধ্যে অবশ্য একটা জাতীয় দলের সঙ্গে, ২০০৭ সালে৷ আর অন্যটি অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে৷ এছাড়া ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে তাঁর তত্ত্বাবধানে জার্মানি পেয়েছিল ব্রোঞ্জ মেডেল৷

বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে জার্মানি ভাল করায় কোচ নাইড খুশি৷ তিনি বলেন বিশ্বকাপ জেতার জন্য তাঁরা মুখিয়ে আছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম