1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সুপারমার্কেটে গ্যাসে অসুস্থ ক্রেতারা

৩০ ডিসেম্বর ২০২৪

স্যাক্সনি রাজ্যের একটি শহরের সুপারমার্কেটে অজ্ঞাত এক ধরনের গ্যাস ছড়ায় কয়েকজন৷ সেই গ্যাসের কারণে ১৫জন ক্রেতাকে হাসপাতালে নিয়ে যেতে হয়৷

অসুস্থদেরকে চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে ঘনাস্থলে হাজির হন চিকিৎসকেরা
অসুস্থদেরকে চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে ঘনাস্থলে হাজির হন চিকিৎসকেরা ছবি: Ehl Media/EHL Media/dpa/picture alliance

শনিবার জার্মানির পূর্বাঞ্চলের রাজ্য স্যাক্সনির ভাল্ডহাইম শহরের কয়েকটি সুপারমার্কটে ক্রেতারা অসুস্থ হয়ে পড়েন৷

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি ‘ইরিটান্ট গ্যাস'-এর কারণেই অসুস্থ হয়ে পড়েন তারা৷ ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ৷

যা জানা গেছে

ভাল্ডহাইম শহরের একটি সুপারমার্কেটে বাজার করার সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে গ্যাস ছড়াতে থাকে৷

পুলিশের একটি বিবৃতিতে বলা হয়, একটি ‘অজ্ঞাত পদার্থ' সুপারমার্কেটে ছড়ানো হয়৷ এর ফলে ৪১জনের শ্বাসকষ্ট দেখা দেয়, তাদের মধ্যে ১৫জনকে হাসপাতালে ভর্তি করানো হয়৷

দমকল কর্মী, অ্যামবুলেন্স ও পুলিশকর্মীরা পৌঁছান ঘটনাস্থলে৷ঘটনাস্থলে পৌঁছান জার্মান রেডক্রস কর্মীরাও৷  এ ঘটনার পর সুপামার্কেটটি বন্ধ রাখা হয়৷

এই অজ্ঞাত গ্যাসটি কী এবং তা কেনই বা এভাবে ছড়ানো হলো, তা খতিয়ে দেখা হচ্ছে৷

এসএস/এসিবি (ডিপিএ, ডয়চে ভেলে সূত্র)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ