জার্মানির সেরা গন্তব্য কোলনের ক্যাথিড্রাল
৩০ জুন ২০২৩
জার্মানি ভ্রমণের পরিকল্পনা করছেন এবং ভাবছেন, কোন কোন জায়গা দেখা উচিত? ২০২২ সালের পরিসংখ্যনের উপর চোখ বোলালে পাঁচটি সেরা জনপ্রিয় গন্তব্য চোখে পড়বে৷
পঞ্চম স্থানে রয়েছে এসেন শহরে সলফ্যারাইন কয়লাখনি কমপ্লেক্স৷ গত বছর প্রায় ১৬ লাখ মানুষ সেখানে গিয়েছিলেন৷ সেটি এককালে বিশ্বের অন্যতম বৃহত্তম কয়লাখনি ছিল৷ আজ জায়গাটি এক শিল্পসৌধ এবং ইউনেস্কোর ঐতিহ্য তালিকার অন্তর্গত৷ বিশাল এলাকা জুড়ে কনসার্ট, উৎসব ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়৷ শিল্পক্ষেত্রের ইতিহাসও সেখানে চোখে পড়ে৷ সেখানকার বিশাল টাওয়ারকে ‘রুয়র অঞ্চলের আইফেল টাওয়ার' বলা হয়৷ সবাই সেটির ছবি তুলতে ভালোবাসেন৷
এবার বার্লিনে ফেরা যাক৷ চতুর্থ স্থানে রয়েছে ‘টোপোগ্রাফি অফ টেরর'৷ পট্সডামার প্লাৎসের কাছে জায়গাটি ১৮৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাৎসি আমলের কুখ্যাত গেস্টাপো, এসএএস বাহিনী ও রাইশ সিকিউরিটির সদর দপ্তর হিসেবে কাজে লাগানো হয়েছিল৷
সেখানেই নাৎসিদের অনেক কুকীর্তির পরিকল্পনা ও ব্যবস্থপনা করা হয়েছে৷ এখন সেই জায়গায় জার্মান ইতিহাসের নৃশংস সেই অধ্যায়ের স্মৃতি অমর করে রাখা হয়েছে৷ অপরাধী ও অপরাধের শিকার হয়েছেন যে সব মানুষ, তাদের সম্পর্কে তথ্য সেখানে পাওয়া যায়৷
তৃতীয় স্থানে রয়েছে বার্লিনের ‘মিউজিয়াম দ্বীপ' বলে পরিচিত এলাকা৷ ইউনেস্কোর ঐতিহ্য তালিকাভুক্ত সেই জায়গায় বছরে প্রায় ২২ লাখ মানুষ ঢুঁ মারেন৷ সেখানে মোট পাঁচটি মিউজিয়াম রয়েছে৷ সেই সব মিউজিয়ামে মানবজাতির প্রায় ৬,০০০ বছরের ইতিহাসের অনেক নিদর্শন দেখা যায়৷ প্রাচীন মিশরের রানি নেফারতিতির বিশ্ববিখ্যাত আবক্ষ মূর্তি ও প্যার্গামন অল্টার বিশেষ আকর্ষণ৷ মাসের প্রথম রোববার বার্লিনের অনেক মিউজিয়ামে বিনামূল্যে প্রবেশ করা যায়৷ মিউজিয়াম দ্বীপও সেই তালিকায় রয়েছে৷
দ্বিতীয় স্থানে রয়েছে হামবুর্গ শহরের এলবে ফিলহার্মোনি কনসার্ট হল৷ বছরে প্রায় ২৮ লাখ মানুষ সেই জায়গা দেখতে আসেন৷ বন্দর এলাকায় পুরানো এক ইটের তৈরি গুদামের ভিত্তির উপর চমকপ্রদ সেই ভবন নির্মাণ করা হয়েছে৷ ছাদের উপর এলোমেলো কাচের কাঠামো সমুদ্রের ঢেউয়ের কথা মনে করিয়ে দেয়৷ হামবুর্গের মতো বন্দর শহরে এমন ভবন বেশ মানানসই, তাই না?
এখন এলবে ফিলহার্মোনি ভবনটির বয়স প্রায় ছয় বছর৷ কিন্তু এখনো সেখানে কনসার্টের টিকিট পাওয়া বেশ কঠিন৷ তবে সেই স্থাপত্য ঘুরে দেখার অন্য উপায়ও রয়েছে৷ কোনো প্রবেশমূল্য ছাড়াই ভিজিটর প্ল্যাটফর্মের উপর থেকে শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়৷
এবার প্রথম স্থানের নাম জানতে ইচ্ছে করছে তো? জার্মানির সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হচ্ছে কোলোন শহরের ক্যাথিড্রাল৷ ২০২২ সালে প্রায় ৪৩ লাখ মানুষ সেখানে পা রেখেছেন৷ সেই চমকপ্রদ গির্জার বৈশিষ্ট্য কম নয়৷ ১৫৭ মিটার উচ্চতার এই ভবনটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গির্জা৷
কেন্দ্রীয় অংশটি প্রায় ১৪৪ মিটার দীর্ঘ৷ সেখানে প্রায় ৪,০০০ মানুষের সমাগম সম্ভব৷ ৫৩৩টি সিঁড়ি ভেঙে উপরে উঠলে কোলন শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়৷ গথিক যুগের মাস্টারপিস হিসেবে পরিচিত কোলোন ক্যাথিড্রাল ইউনেস্কো ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত৷ জার্মানির সবচেয়ে জনপ্রিয় জায়গা হিসেবেও সেটি পরিচি
কেয়ার্স্টিন স্মিট/এসবি