জার্মানি: সোলিংগেনে ছুরি হামলা, পুলিশের ব্যাপক তল্লাশি
২৪ আগস্ট ২০২৪শুক্রবার সোলিংগেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা৷ আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল৷ অনুষ্ঠান শুরুর পর শুক্রবার রাতে সেখানেই হামলাটি চালানো হয়৷
পুলিশ জানায়, এলোপাথাড়ি ছুরি হামলায় চালায় দুর্বৃত্ত৷ পুলিশের অনুমান, হামলায় একজন ব্যক্তি জড়িত ছিলেন৷ সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি৷ ঘটনার পর পরই সন্দেহভাজন ওই ব্যক্তিকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ৷
নর্থ রাইন-ওয়েস্টফালিয়ান রাজধানী ড্যুসেলডর্ফের পুলিশ ঘোষণা করেছে, তারা স্থানীয় সময় বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে তারা। সোলিংগেনে আক্রমণের তদন্তের অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সম্মেলন করেছে তারা।
ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযানে ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে জার্মানির পুলিশ৷ ১৫ বছরের ওই কিশোর হামলার সঙ্গে জড়িত এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি৷ তবে পুলিশের ধারণা ওই কিশোর জড়িত থাকতে পারে৷ এই কিশোরের বিষয়ে এর বেশি কোনো তথ্য দেয়নি পুলিশ৷ ঘটনার বিস্তারিত জানতে এবং সংশ্লিষ্টদের সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে৷
সন্ত্রাসবাদের যোগসূত্র উড়িয়ে দেওয়া যায় না: কর্তৃপক্ষ
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এটা সন্ত্রাসী হামলা এমন ধারণা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ মামলার তদন্তকারী প্রসিকিউটর জেনারেল মার্কুস কাসপেরস বলেছেন, জার্মান কর্তৃপক্ষ এখনও সোলিংগেনে হামলার উদ্দেশ্য নির্ধারণ করতে পারেনি, তবে সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়টি "উড়িয়ে দেয়া যাচ্ছে না"।
শনিবার সংবাদ সম্মেলনে মার্কুস বলেন, কর্তৃপক্ষ তিনটি হত্যা এবং আটজনের গুরুতর শারীরিক ক্ষতির তদন্ত করছে।
তার কথায়, "সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে, সন্ত্রাসী-প্রণোদিত কার্যকলাপের সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না।"
পুলিশ ঘোষণা করেছে, জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ভোরে ১৫ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে। মার্কুস বলেন, সন্দেহভাজন ব্যক্তি আটক কিশোরের সঙ্গে হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে কথা বলেছে বলে ধারণা করা হচ্ছে।
চ্যান্সেলরের বার্তা
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সোলিংগেন হামলায় দুঃখ প্রকাশ করেছেন এবং অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
পুলিশ বলেছে, আততায়ীর চেহারা বা অবস্থান সম্পর্কে ইঙ্গিত না পাওয়ায় তার সন্ধান আরো কঠিন হয়ে পড়েছে৷
নিকটবর্তী শহরগুলিতেও অপরাধীর খোঁজ করছে পুলিশ৷ সোলিংগেন নিকটবর্তী শহর ভুপেরটালের পুলিশের মুখপাত্র আলেকজান্ডার ক্রেস্তা বলেন, ‘‘আমি মনে করি এটা আমাদের বড় সমস্যা৷ আক্রমণকারী সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত কিছু নেই৷''
তার কথায়, ‘‘প্রত্যক্ষদর্শীরা মানসিকভাবে ভেঙে পড়েছে৷ এই মুহূর্তে আমরা তাদের পেশাদারভাবে খেয়াল রাখছি৷ আরো সুনির্দিষ্ট বিবরণ পেতে তাদের জিজ্ঞাসাবাদ করছি৷''
ক্রেস্তা বলেন, এই মুহূর্তে পুলিশের অনুমান, হামলাকারী একাই এমন কাজ করেছে৷
পুলিশের কর্মকর্তারা অনুসন্ধানে সহায়তা করার জন্য সাধারণ জনগণকেও বলেছেন৷ তবে পুলিশ স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক করেছে৷ সন্দেহজনক কিছু দেখলে নিজেদের উদ্যোগে কাজ না করে পুলিশের জরুরি নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে৷
‘বৈচিত্র্যের উৎসব‘ নামে পরিচিত এই উৎসবটি শহরের ৬৫০ তম বার্ষিকী উদযাপনের জন্য একটি ধারাবাহিক অনুষ্ঠানের অংশ ছিল৷ ড্যুসেলডর্ফ এবং কোলনের মধ্যে অবস্থিত শহরটিতে প্রায় দেড় লাখ বাসিন্দা রয়েছেন৷
স্বরাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ
ছুরি হামলা বা গুলি হামলার মতোমারাত্মক ঘটনা জার্মানিতে তুলনামূলকভাবে বিরল৷ স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, জনসমক্ষে কী ধরনের ছুরি বহন করা যেতে পারে সরকার সেই নিয়মগুলো কঠোর করার দিকে নজর দিচ্ছে৷
এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘‘সোলিংগেন শহরের উৎসবে নৃশংস হামলা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে৷ আমরা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি৷''
মৃতের পরিবারের প্রতি সমবেদনার কথাও ন্যান্সি উল্লেখ করেছেন৷
এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘‘আমাদের নিরাপত্তা কর্তৃপক্ষ হামলাকারীকে ধরতে এবং হামলার কারণ খতিয়ে দেখছে৷'' নর্থ রাইন-ভেস্টফালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷''
জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার হামলার কারণে তৈরি হওয়া অসহায়ত্ব এবং ক্রোধের অনুভূতির মধ্যে পুলিশ এবং আইনি কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নেতৃস্থানীয় গ্রিন পার্টির রাজনীতিবিদদের শোকপ্রকাশ
জার্মানির অর্থনীতি মন্ত্রী রবার্ট হাবেক এবং গ্রিন পার্টির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই ঘটনায় তাদের দুঃখ প্রকাশ করেছেন৷
ডিডাব্লিউয়ের নিরাপত্তা সংবাদদাতা থমাস স্প্যারো শনিবার বলেন, ‘‘পুলিশ অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং হামলার উদ্দেশ্য বের করতে মরিয়া তদন্ত চালাচ্ছে৷''
এদিকেসোলিংগেনের মেয়র টিম-অলিভার কুর্ৎসবাখ ফেসবুক পোস্টে লেখেন, ‘‘আমরা সবাই একসঙ্গে আমাদের শহরের বার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম৷ তবে এখন নিহত এবং আহতদের জন্য শোকজ্ঞাপনের সময়৷''
জরুরি পরিষেবাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এবং হামলার প্রত্যক্ষদর্শীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন৷
তিনি বলেন, ‘‘আমাদের শহরে হামলা হয়েছে এটা আমার জন্য হৃদয়বিদারক৷ যাদের হারিয়েছি তাদের কথা ভাবলে আমার চোখ ভিজে যাচ্ছে৷ জীবন বাঁচাতে লড়াই করা আহত মানুষগুলোর জন্য প্রার্থনা করছি৷'' ঘটনার পরে একটা হটলাইন চালু হওয়ার কথাও জানান তিনি৷
স্টেট প্রিমিয়ার ‘অন্ধকার সময়ের' কথা বলেছেন
নর্থ রাইন-ভেস্টফালিয়া রাজ্যের প্রিমিয়ার হেনড্রিক ভ্যুস্ট বলেছেন, সোলিংগেনে হামলার পর গোটা এলাকা শোকে স্তব্ধ৷ তিনি এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘‘নর্থ রাইন-ওয়েস্টফালিয়া মারাত্মকভাবে আঘাত পেয়েছে৷ এ ঘটনায় রাজ্য শোকগ্রস্ত৷''
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হের্বের্ট রয়েল, ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘এ ঘটনায় একজন নারী ও দুই পুরুষ নিহত হন৷''
আরকেসি/আরআর