1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইহুদিবিদ্বেষ ঠেকাতে বিশেষ উদ্যোগ

৫ জুলাই ২০১৮

জার্মানির বার্লিনে একটি অভিজাত স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী গত কয়েকমাস ধরে ইহুদিবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছে বলে জানা গেছে৷ এ ধরনের নিপীড়ন বন্ধে নির্দিষ্ট কয়েকটি স্কুলে বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে সরকার৷

Symbolbild | Schule Unterricht Schulklasse Schüler
ছবি: imago/photothek/T. Trutschel

জার্মানির পরিবারমন্ত্রী ফ্রানৎসিস্কা গিফাই বলেছেন, সরকারি খরচে ১৭০ জন বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হবে, যাঁরা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিপীড়নমূলক আচরণের বিরুদ্ধে কথা বলবেন৷ বৃহস্পতিবার ‘রাইনিশে পস্ট' পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এই তথ্য জানান মন্ত্রী৷

ইহুদিবিরোধী হামলার সংখ্যা বৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে পত্রিকাটি জানিয়েছে৷

জার্মান স্কুলগুলোতে ইসরায়েলের সঙ্গে বৈরীতার সম্পর্ক আছে এমন দেশগুলো থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ইহুদিবিদ্বেষ সমস্যা বাড়ছে কিনা, এই প্রশ্নের জবাবে গিফাই বলেন, ‘‘স্কুলগুলোতে ইহুদিবিদ্বেষ একটি বড় সমস্যা৷''

ক্লাসরুম কিংবা স্কুল প্রাঙ্গনে ধর্মীয় নিপীড়নের বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে বলেও মন্তব্য করেন পরিবারমন্ত্রী৷

উল্লেখ্য, ‘বার্লিনার সাইটুং' পত্রিকায় গত জুন মাসের শেষে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের আংশিক অর্থায়নে পরিচালিত জন এফ. কেনেডি স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গত কয়েকমাস ধরে ইহুদিবিদ্বেষমূলক নিপীড়নের শিকার হতে হয়েছে৷ স্কুলে যাওয়া আসার পথে তাকে উদ্দেশ্য করে মন্তব্য ছোঁড়া হয়েছে৷ এছাড়া তার কয়েকজন ক্লাসমেট তার মুখে সিগারেটের ধোঁয়া ছড়িয়ে নাৎসিদের গ্যাস চেম্বারের কথা মনে করিয়ে দিয়েছে৷ আর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের নেয়া কিছু পদক্ষেপের বিরোধিতা করায় কেউ কেউ তাকে ‘ভালো ইহুদি' নয় বলেও মন্তব্য করেছে৷

এদিকে, কয়েকটি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের দ্বারা ইহুদিবিদ্বেষমূলক আচরণ বা হামলার খবর পাওয়া গেছে৷

গত মে মাসে প্রকাশিত সরকারি এক তথ্য বলছে, উগ্র ডানপন্থিদের দ্বারা ৯০ শতাংশের বেশি ইহুদিবিদ্বেষমূলক অপরাধ সংঘটিত হয়েছে৷

জার্মানির ইহুদিবিদ্বেষ বিষয়ক কমিশনার ফেলিক্স ক্লাইন মে মাসে বলেছিলেন, ইহুদিবিদ্বেষমূলক হামলার সঙ্গে মুসলিমদের অনেক বেশি জড়িত থাকার তথ্যটি সঠিক নয়৷

উল্লেখ্য, ২০১৭ সালে ১,৫০৪টি ইহুদিবিদ্বেষমূলক অপরাধ ঘটেছে৷ আগের বছরের তুলনায় সংখ্যাটি ২ দশমিক ৫ শতাংশ বেশি৷

নিকোল গ্যোবেল/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ