1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা সাহিত্য চর্চা

৬ জানুয়ারি ২০১৩

জার্মানির হামবুর্গ শহরে বসবাসকারী বাংলাদেশিরা বিজয় দিবস উপলক্ষ্যে ‘জাগরণ’ নামের একটি পত্রিকা প্রকাশ করেছেন৷ এখন থেকে বাংলাদেশের বিশেষ দিনগুলোকে উপলক্ষ্য করে পত্রিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে৷

ছবি: Privat

পত্রিকাটি প্রকাশের সঙ্গে জড়িত হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম মাহমুদ জানান, গত বছর তাঁরা হামবুর্গের বাংলাদেশিরা মিলে একটি সংগঠন তৈরি করেন যার নাম ‘জাগরণ জার্মান-বাংলাদেশ সমিতি, হামবুর্গ'৷ মূলত তিনটি লক্ষ্যকে সামনে রেখে এই সমিতি গঠন করা হয়৷ এক, বাংলাদেশের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা করা; দুই, পরবর্তী প্রজন্ম যারা জার্মানিতে বাস করছে তাদের মধ্যে বাংলাদেশের কৃষ্টি ছড়িয়ে দেয়া, এবং তিন, বিদেশিদের কাছে বাংলাদেশের একটি ইতিবাচক ইমেজ তুলে ধরা৷

হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম মাহমুদছবি: Privat

এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে দুটি কার্যক্রম হাতে নেয়ার কথা জানালেন শামীম মাহমুদ৷ এর একটা বাংলা ভাষায় পত্রিকা বের করা৷ বিজয় দিবস উপলক্ষ্যে হামবুর্গের বাঙালিরা ‘জাগরণ' পত্রিকার প্রথম সংখ্যাটি বের করেছে৷ এতে গল্প, কবিতা ছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা রয়েছে৷ মাহমুদ বলেন, জার্মানিতে অনেক বছর বাস করার পরও অনেকের লেখা ছিল বেশ সহজ ও প্রাঞ্জল, যা খুবই উৎসাহব্যাঞ্জক৷

পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষ্যেও পত্রিকাটি বের হবে বলে জানালেন শামীম মাহমুদ৷

Interview - MP3-Mono

This browser does not support the audio element.

বাংলা স্কুল চালু প্রসঙ্গে তিনি জানান, হামবুর্গে যেসব বাংলাদেশি বাস করছেন তাঁদের সন্তাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানানোর জন্যই এই স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে৷ এখন সিলেবাস তৈরির কাজ চলছে৷ খুব শিগগিরই তা চালু হতে পারে বলে জানালেন তিনি৷ 

আর শামীম মাহমুদ জানান, অধিকাংশ জার্মান নাগরিকের বাংলাদেশ সম্পর্কে কোনো ভাল ধারণা নেই৷ এছাড়া বাংলাদেশের মহান একুশে যে এখন আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে তাও জানা নেই অনেকের৷ তাই সামনে ফেব্রুয়ারিতে সংগঠনের পক্ষ থেকে মাতৃভাষা দিবস পালন উৎসবে বাঙালি ছাড়াও পরিচিত জার্মানদের আমন্ত্রণ জানানো হবে৷ পহেলা বৈশাখের অনুষ্ঠানেও তাদের নিয়ে আসা হবে৷ এভাবে তাদের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ