1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি আর অভিজাত দল নয়

ডয়চে ভেলের ক্রীড়া সাংবাদিক৷
জনাথন হার্ডিং
২ ডিসেম্বর ২০২২

রাশিয়া বিশ্বকাপের মতো কাতার বিশ্বকাপেরও প্রথম রাউন্ড থেকে বাদ পড়লো জার্মানি৷ সামনে নিশ্চয়ই এর কারণ খোঁজার চেষ্টা হবে৷ তবে সম্ভবত একটা সাধারণ সত্য হচ্ছে, জার্মানি আর যথেষ্ট ভালো দল নয়৷

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মাঠ ছাড়ছেন জার্মান ফুটবলাররাছবি: Markus Gilliar/GES/picture alliance

পরপর দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে এবং মাঝে ইউরো ২০২০-এ দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে জার্মানি একটি বিষয় প্রমাণ করেছে: তারা আর প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল নয়৷

নিকলাস ফ্যুলক্রুগের সেরা চেষ্টার পরও জার্মানির আসলে ক্লাসিক নম্বর নাইন খেলোয়াড় নেই৷ রক্ষণভাগে হুমেলসদের উত্তরসূরি হিসেবে ব়্যুডিগার কিছুটা ভালো খেলেছেন৷ কিমিশ মাঝমাঠে চলে যাবার পর রাইট ব্যাকে শূন্যতা তৈরি হয়েছে৷ আর উইংব্যাক পজিশনে ভালো খেলোয়াড়ের অভাবও জার্মানিকে ভুগিয়েছে৷

কাঠামোগত ইস্যু

এই শতাব্দীর শুরুতে জার্মানিতে ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে অনেক অ্যাকাডেমি গড়ে তোলা হয়৷ এ কারণে মেধাবী ও কৌশলগত স্মার্ট ফুটবলারদের একটি প্রজন্ম পেয়েছিল জার্মানি৷ ২০১৪ বিশ্বকাপ জেতায় তাদের একটা ভূমিকা ছিল৷ কিন্তু তারপর থেকে জার্মানির চেয়ে বাকি বিশ্ব এগিয়ে গেছে৷ সংস্কার শুরু হয়েছে, কিন্তু ফল পেতে এক দশক অপেক্ষা করতে হবে৷

কোচিংও একটা ইস্যু৷ সাবেক কোচ ইওয়াখিম ল্যোভের আমলে ওঠানামার মধ্যে ছিল জার্মানি৷ তিনি দায়িত্ব ধরে রেখে জার্মানিকে শেষ দুটি টুর্নামেন্টে নিয়ে গেছেন, কিন্তু জার্মানিকে নতুন যুগে নিয়ে যেতে পারেননি৷

বর্তমান কোচ হানসি ফ্লিক জার্মানির দায়িত্বে আসার আগে অল্প সময়ের জন্য বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন৷ ঐ সময়ের মধ্যে তিনি বায়ার্নকে ঝুঁকি নিতে সক্ষম ও নিয়মিত জয় পাওয়া দলে পরিণত করেছিলেন৷ ফলে তিনি জার্মানির দায়িত্ব নেয়ার পর বড় আশা জেগেছিল৷ কিন্তু কাতার বিশ্বকাপে জার্মানি কখনোই খুব ভালো কিছু দেখাতে পারেনি৷ সমস্যা এখনো রয়ে গেছে৷ আর উদ্ভাবনী শক্তিরও অভাব আছে৷ খেলোয়াড় বাছাইয়ে কয়েকটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের জন্য ফ্লিককে কিছুটা দায় নিতে হবে৷ ফ্লিককে মনে করিয়ে দেয়া হয়েছে যে, জার্মানি বায়ার্ন মিউনিখ নয়৷

জনাথন হার্ডিং, ডয়চে ভেলেছবি: DW/P.Henriksen

মানের অভাব

আন্তর্জাতিক ফুটবলের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, জার্মানি আর শীর্ষ দল নয়৷ তারা অন্য আরেকটি দল মাত্র৷ শেষ ১০ প্রতিযোগিতামূলক ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে জার্মানি৷ জাপানের কাছে হারের পর নয়ার ও গুনডোয়ানের কথায়ও তার প্রমাণ মিলেছে৷

প্রমাণ বলছে, জার্মানি আর এলিট টিম নয়৷

ফ্লিক সম্ভবত কোচের দায়িত্বে থেকে যাবেন৷ দেড় বছর পর জার্মানিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হবে৷ সেখানে ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন তিনি৷

কোস্টারিকার সঙ্গে খেলা শেষে ম্যুলার জাতীয় দল থেকে অবসরে যাওয়ার আভাস দিয়েছেন৷ গুনডোয়ান, গ্যোৎসে এমনকি নয়ারও তেমনটা করতে পারেন৷ চরম পরিবর্তনের চাকা ইতিমধ্যে ঘোরা শুরু করেছে৷

যে সত্যটা অনেকদিন ধরে পেছনে লুকিয়ে ছিল, তা বের হয়ে এসেছে এবং এটা অস্বীকার করার উপায় নেই যে, জার্মানি এখন আর কোনো শীর্ষ দল নয়৷


জনাথন হার্ডিং ডয়চে ভেলের ক্রীড়া সাংবাদিক৷
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ