1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি, ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে বিদায়

১০ জুলাই ২০১১

ফুটবলে অভাবনীয় ঘটেই থাকে৷ তবে জাপানের কাছে জার্মানির পরাজয় আর ফ্রান্সের কাছে ইংল্যান্ডের পরাজয়ের মধ্যে হয়তো প্রমীলা ফুটবলের ভবিষ্যতের একটা ইঙ্গিত লুকিয়ে আছে৷

গোল হয়ে যাওয়র পর জাপানের উচ্ছাসছবি: dapd

বিগত দু'দুটো বিশ্বকাপ জিতেছে জার্মানির প্রমীলা দল৷ শারীরিক ওজন, বলশালীতা কিংবা মাথার উচ্চতায় জাপানি মেয়েরা তো তাদের পাশে দাঁড়াতে পারে না৷

তারপরেও এই অঘটন কেন?

উত্তরটা ঐ ওজন, বলশালীতা এবং উচ্চতাতেই লুকিয়ে আছে৷ পুরুষদের ফুটবলেও দু'ধরনের ঘরানা আছে: আমরা বলতে পারি উত্তরের, অর্থাৎ ইংল্যান্ড-জার্মানি-হল্যান্ডের কায়দার কিছুটা গায়ের জোরি, কিছুটা তোল্লাই বল ফেলে উঁচুতে মাথা ঠেকিয়ে তালেগোলে গোল করার ফুটবল - আর ব্রাজিল কি আজকের স্পেনের কায়দায় দক্ষতা, ক্ষিপ্রতা, শৈলী, ছোট ছোট পাসের কম্বিনেশন আর একক জিনিয়াসের ফুটবল৷ এই দুই ঘরানার মারপিটের একটা আবছা' আভাস পাওয়া গেল ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের খেলায় এবং জার্মানির বিরুদ্ধে জাপানের খেলায়৷

ফ্রান্স বনাম ইংল্যন্ড ম্যাচের একটি মুহূর্ত৷ছবি: dapd

জাপানিরা প্রথম নব্বই মিনিটে বিশেষ সুবিধা করতে পারেনি

কিন্তু তাদের পাসিং'এর বুনিয়াদি ক্ষমতাটা পরিষ্কার বোঝা গেছে, যেমন বোঝা গেছে তাদের দৌড়নোর ক্ষমতা আর নাছোড়বান্দা দম৷ সেটাই জার্মান মেয়েদের এমন চমকে দিয়েছে যে, তারা তাদের নিজেদের খেলাটা মোটে দেখাতে পারেনি৷ এলোমেলো যে ক'টা সুযোগ তৈরী হয়েছে, সেগুলো এলোমেলো শট করে কিংবা হেড করে নষ্ট করেছে৷ অপরদিকে জাপানিরা একস্ট্রা টাইমে একবার মাত্র তাদের পাসিং, ছুটে বল ধরা এবং ছোটা অবস্থায় মোড় ঘুরিয়ে শট নেওয়ার ক্ষমতা দেখানোর সুযোগ পেয়েছে৷ তা'তেই খেলার ফল দাঁড়িয়েছে ১-০৷

ইংল্যান্ড ফ্রান্সের কাছে হারল কেন?

ফ্রান্সের মেয়েরা ফুটবল শৈলীতে ইংরেজদের চেয়ে অনেক বেশি সুচতুর, কিন্তু গোল করাটা যেন তাদের সিলেবাসেই নেই৷ বলতে কি, ফ্রান্স হারলেও কিছু বলার ছিল না৷ কিন্তু ইংলিশ কায়দায় ফুটবল খেলে যে প্রমীলা বিশ্বকাপেও এগনো যায় না, সেই মহাসত্যটা ছিল একদিকে৷ অন্যদিকে ফরাসি মেয়েদের বল রিসিভ করা, পাসিং, বল নিয়ে রানিং, এ'সবই যেন কোনো অদৃশ্য জিনেদান জিদানের প্রেরণায়৷ অসম্ভব তুখোড় এ'সব মেয়েরা শুধু নিজেদের খেলা খেলেই ইকোয়ালাইজার পেল৷ এবং পরে ৪-৩'এর পেনাল্টি শুটআউটে তাদের যে নার্ভ দেখলাম, তা'তে বলব, ‘আলে লে ব্লয়'-এর সুদিন আসছে, অন্তত প্রমীলা ফুটবলের ক্ষেত্রে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ