1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'জার্মানি এখনো ইসলামি সন্ত্রাসবাদের লক্ষ্য'

১৩ আগস্ট ২০২৪

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা সোমবার সতর্ক করে বলেছেন, জার্মানি এখনো ইসলামি সন্ত্রাসীদের লক্ষ্য হয়ে আছে৷

কোলন ক্যাথিড্রালের পাশে পুলিশের গাড়ি
গত ক্রিসমাসে সতর্কতা জারির পর কোলন ক্যাথিড্রালের চারপাশে পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছিলছবি: Christoph Hardt/Panama Pictures/picture alliance

অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভির সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন৷

প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় ‘ইসলামপন্থিদের গুরুতর হুমকির' কারণে টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হওয়ার ঘটনা উল্লেখ করে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমাদের দেশের উপরও জিহাদি সংগঠন, বিশেষ করে আইএস ও বর্তমানে তাদের সবচেয়ে বিপজ্জনক শাখা আইএসপিকের নজর আছে৷''

‘‘ইসলামপন্থি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, এবং ইসলামপন্থি একক অপরাধী, যারা প্রায় নিজেরাই মৌলবাদী হয়ে ওঠে, তারা সবসময় বিপজ্জনক,'' বলে মন্তব্য করেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাজা৷

তিনি বলেন, ‘‘এটা পরিষ্কার যে, আমরা নিজেদের আতঙ্কিত হতে দেবো না৷ তবে আমরা এসব হুমকি খুব গুরুত্বের সাথে নিচ্ছি৷''

গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলা এবং পরে গাজায় ইসরায়েলের হামলার পর ‘ইসলামিক স্টেট' জঙ্গি সংগঠন ও তার শাখাগুলো, সেইসাথে হামাস ও হিজবুল্লাহ ইন্টারনেটের মাধ্যমে ইউরোপে মৌলবাদ প্রচারের চেষ্টা করছে৷

তাই একটি ‘বিমূর্তভাবে উচ্চ ঝুঁকি' রয়েছে বলে জানান বিএফভির সহ-সভাপতি জিনান জেলেন৷

এমনকি একক অপরাধী ও ছোট গোষ্ঠীগুলো ইন্টারনেটের মাধ্যমে ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছে বলেও জানান তিনি৷

জুনে জার্মানিতে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ও ফ্রান্সে জুলাই-আগস্টে অনুষ্ঠিত অলিম্পিক গেমস কোনো ঘটনা ছাড়াই শেষ হলেও জেলেন সতর্ক করে বলেন, ‘‘নিরাপত্তা পরিস্থিতি শেষ হয়নি৷''

টেইলর সুইফটের কনসার্ট বাতিল

কনসার্টে হামলার ষড়যন্ত্রের খবরের কারণে অস্ট্রিয়ায় টেইলর সুইফটের কনসার্ট বাতিল করা হয়েছে৷ পুলিশ ১৯ বছরের এক অস্ট্রীয়কে গ্রেপ্তার করেছে৷ ঐ ব্যক্তি উত্তর মেসিডোনিয়ার বংশোদ্ভূত৷ তিনি স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে ডাইরেক্টরেট জেনারেল ফর পাবলিক সিকিউরিটির প্রধান ওমার হাইইয়াভি-পির্শনার৷ আটক ব্যক্তি ইসলামিক স্টেটের বর্তমান নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন বলেও জানান তিনি৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ