1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি কি ইসরায়েল ও ইরানের মধ্যস্থতা করবে?

১৩ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ গিল মার্সিয়ানো এই দ্বন্দ্ব এবং এতে জার্মানির ভূমিকা কী হতে পারে এ নিয়ে মতামত জানিয়েছেন৷ 

Syrische Armee setzt Beschuss von Ost-Ghouta fort
ছবি: picture alliance/AA/A. Al-Bushy

সিরিয়ায় গৃহযুদ্ধে ইরান আসলে ঐ অঞ্চলে নিজেদের শক্তিমত্তা জাহির করতে চাচ্ছে বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ গিল মার্সিয়ানো৷ তারা চাইছে, সিরিয়ায় নৌ ও বিমানঘাঁটি স্থাপন করতে এবং হেজবুল্লাহকে শক্তিশালী করতে৷ অন্যদিকে, ইসরায়েলের আশঙ্কা সিরিয়া সীমান্তে থেকে ইরান ভবিষ্যতে তার দেশে বড় ধরনের হামলা চালাতে পারে৷ এ কারণে ইসরায়েল তাদের নীতি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে এবং বড় ধরনের ঝুঁকি নেয়ার পরিকল্পনা করছে৷

তবে ইসরায়েল এখনও ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা করছে না৷ কিন্তু এভাবে পাল্টাপাল্টি আক্রমণ চলতে থাকলে ভবিষ্যতে এটি বড় সংঘাতে রূপ নেবে৷ এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং কখন তা বাস্তবায়ন করবে৷ কেননা, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পরপর ইরানের ওপর সিরীয় সরকারের নিয়ন্ত্রণ ছিল৷ কিন্তু এখন সিরিয়া নিজেকে বাঁচাতে অনেকটাই ইরানের উপর নির্ভরশীল৷ তাই ইসরায়েলকে জবাব দেয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হলে ইরান সিরিয়ার উপর নির্ভর করতে হবে না৷ 

কয়েক মাস আগে সিরিয়ায় ইরানের একজন চিফ অফ স্টাফ কিছু দাবি-দাওয়া নিয়ে হাজির হয়েছিলেন৷ এর মধ্যে ছিল অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত কিছু অধিকার দাবি৷

তবে এটাও ঠিক, সিরীয় সরকার বর্তমানে যে অবস্থায় আছে, তাতে ইসরায়েলের সাথে তারাও সরাসরি সংঘাতে যেতে চাইছে না, পাশাপাশি ইরানকে সাথে রাখতে চাইছে তারা৷ অন্যদিকে, রাশিয়ার সমর্থনও ইরানের দিকে৷ যদিও সিরিয়া ইস্যুতে রাশিয়ার পাওয়ার কিছু নেই, বরং হারানোর সম্ভাবনাটাই বেশি৷

এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে জার্মানি স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ জার্মানি বলতে গেলে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র এবং ইরানের সাথেও তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে৷ পশ্চিমা বিশ্বের মধ্যে একমাত্র জার্মানির অভিজ্ঞতা আছে ইসরায়েল, ইরান এবং হেজবুল্লাহ ইস্যুতে মধ্যস্থতা করার৷

ক্লাউস দাহমান/এপিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ