1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি গভীর মন্দার দিকে যাচ্ছে

৯ এপ্রিল ২০২০

জার্মানির পাঁচটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান বুধবার এক প্রতিবেদনে এমন বক্তব্য দিয়েছে৷ জার্মানি দ্রুত এই অবস্থা কাটিয়ে উঠতে পারবে বলেও মনে করছে তারা৷

ছবি: Getty Images/A. Koerner

করোনার বিস্তার ঠেকাতে জার্মানিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় চলতি বছর দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪.২ শতাংশ কমতে পারে বলে মনে করছেন গবেষকেরা৷ 

তাঁরা বলছেন, ইতিমধ্যে বছরের প্রথম তিনমাসে জিডিপি ১.৯ শতাংশ কমে থাকতে পারে৷ আর দ্বিতীয় কোয়ার্টার বা প্রান্তিকে জিডিপি ৯ .৮ শতাংশ কমতে পারে বলে মনে করছেন তারা৷ যদি তাই হয় তাহলে সেটা হবে ১৯৭০ সাল থেকে প্রতি প্রান্তিকের হিসাব রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ৷

এছাড়া দ্বিতীয় প্রান্তিকের সম্ভাব্য এই সংখ্যা বৈশ্বিক মন্দার সময় ২০০৯ সালের প্রথম প্রান্তিকের দ্বিগুণ হবে বলে মনে করে আইএফও ইনস্টিটিউট৷

সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা টিমো ভলম্যার্সহয়জার বলেন, চলতি বছর বেকারত্বের হার বেড়ে ৫.৯ শতাংশ হতে পারে, গতবছর তা ছিল পাঁচ শতাংশ৷

করোনায় আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ইতিমধ্যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের নিশ্চয়তার দায়িত্ব নেয়া, কর্মঘণ্টা কমে যাওয়া কর্মীদের আর্থিক সহায়তা দেয়া, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে সরাসরি অর্থ সহায়তা দেয়া- ইত্যাদি পদক্ষেপ নেয়া হয়েছে৷ 

এসব কারণে ২০২০ সালে জার্মানির মোট ঋণের পরিমাণ বেড়ে জিডিপির ৭০ শতাংশ হতে পারে বলে মনে করছেন গবেষকরা৷ ২০১৮ সালে এই সংখ্যাটি ছিল ৬১.৯ শতাংশ৷

এমন পরিস্থিতি জার্মানি দ্রুত কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন গবেষকরা৷ তবে দ্বিতীয় দফায় করোনা আঘাত হানলে তা সম্ভব নাও হতে পারে বলে আশংকা তাঁদের৷

জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি)

২০ মার্চের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ