1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি: জানুয়ারিতে টেসলার বিক্রি ৫৯ শতাংশ কমেছে

৭ ফেব্রুয়ারি ২০২৫

ইলন মাস্ক জার্মানিতে অতি ডানপন্থি এএফডি-কে সমর্থন করার পর জার্মানিতে টেসলার গাড়ি বিক্রি কমেছে।

জার্মানিতে টেসলার গাজডি তৈরির কারখানার উদ্বোধনে ইলন মাস্ক।
ইউরোপের মধ্যে একমাত্র জার্মনানিকেই টেসলার গাড়ি বিক্রির কারখানা আছে। ছবি: Patrick Pleul/Pool/REUTERS

জার্মান ফেডারেল ট্রান্সপোর্ট অথরিটির দেয়া তথ্য থেকে দেখা যাচ্ছে, জানুয়ারিতে টেসলার মাত্র এক হাজার ২৭৭টি গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে। এটা আগের বছরের তুলনায় ৫৯ শতাংশ কম।

২০২২ সালে ইলন মাস্কের কোম্পানি জার্মানিতে ছেয়ে ছিলো। তাদের ইলেকট্রিক গাড়ি ছিল বেস্ট সেলিং কার।

কিন্তু সাম্প্রতিক তথ্য থেকে দেখা যাচ্ছে, ২০২৪-এর তুলনায় ২০২৫-এর জানুয়ারিতে টেসলার বিক্রি অনেকটাই কমে গেছে

অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী, অন্য ব্র্যান্ডের ব্যাটারি চালিত গাড়ির বিক্রি ৫৩ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।

কেন এই বদল?

গত ডিসেম্বরে ইলম মাস্ক জার্মানির অতি ডানপন্থি এএফডি-কে প্রকাশ্য়ে সমর্থন করেন। এরপর তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনাকাঙ্খিত হস্তক্ষেপের অভিযোগ ওঠে।

এরপর মাস্ক বারবার এএফডি-কে সমর্থনের কথা বলেছেন। গতমাসে সমীক্ষায় দেখা গেছে, এএফডি আসন্ন নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকবে।

মাস্ক জার্মানির প্রেসিডেন্ট-সহ অন্য নেতাদের তীব্র সমালোচনা করেছেন। গত ডিসেম্বরে তিনি জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারকে 'গণতন্ত্রবিরোধী স্বৈরাচারী' বলেছেন। চ্যান্সেলর ওলাফ শলৎসকেও অপমান করেছেন। 

সংবাদসংস্থা এএফপি-কে সেন্ট্রার ফর অটোমোবাইল রিসার্চ ইন্সটিটিউটের ডিরেক্টর ফার্দিনান্দ ডানডেনহফার বলেছেন, ''টেসলা সিইও খুবই খারাপ ব্যবহার করছেন। টেসলা ও মাস্ককে মানুষ এক করে দেখে। তাই তাদের সঙ্গে অনেকে যুক্ত হতে চাইছে না।''

ডনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার অনুষ্ঠানে মাস্ক নাৎসি স্যালুটের কায়দায় অভিবাদন জানিয়েছিলেন। সেটা নিয়েও সমালোচনা হচ্ছে।

কিরেন ব্রুক/জিএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ