বিশ্বমানের তিনটি আধুনিক জার্মান সাবমেরিন পাবে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলে ব্যবসায়িক লগ্নির কথাও জানিয়েছে জার্মানি।
বিজ্ঞাপন
ইসরায়েলের সামরিক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, জার্মানির কাছ থেকে তিনটি আধুনিক সাবমেরিন কিনছে ইসরায়েল। যার জন্য খরচ হচ্ছে তিন বিলিয়ন ইউরো। চুক্তি অনুযায়ী নয় বছরের মধ্যে প্রথম সাবমেরিন ইসরায়েলের হাতে তুলে দিতে হবে জার্মানিকে।
চুক্তিতে বলা হয়েছে, শুধু সাবমেরিন নয়, প্রয়োজনীয় যন্ত্রাংশও ইসরায়েলকে দেবে জার্মানি। পাশাপাশি সাবমেরিন চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ইসরায়েলে গিয়ে তা করবে জার্মান বিশেষজ্ঞরা।
সৌদি আরব, ইরান, ইসরায়েল কার শক্তি কেমন?
সৌদি আরবের তেলক্ষেত্রে হামলার পর অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি৷ হুতি বিদ্রোহীরা এর দায় নিলেও ইরানকে দায়ী মনে করছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব৷ এ নিয়ে চলছে হুমকি-পাল্টা হুমকি৷ কিন্তু সামরিক শক্তিমত্তা কার বেশি?
ছবি: picture-alliance/EPA/TSGT
আকাশে সৌদি আরব
সামরিক খাতে সৌদি আরব ২০১৮ সালে ৬ হাজার ৭৬০ কোটি ডলার খরচ করেছে৷ ব্যয়ের দিক থেকে তাদের অবস্থান গোটা বিশ্বে তৃতীয় আর উপসাগরীয় দেশগুলোর মধ্যে শীর্ষে৷ বিশ্বের সামরিক যন্ত্রপাতির সবচেয়ে বড় ক্রেতাও তারা৷ বর্তমানে সৌদির মোট সামরিক সদস্য ২ লাখ ৩০ হাজার৷ আছে ৮৪৮ টি যুদ্ধবিমান, ২৫৪ টি হেলিকপ্টার, ১০৬২ টি ট্যাংক ও ৫৫ টি যুদ্ধ জাহাজ৷ তবে নেই কোনো সাবমেরিন৷
ছবি: picture-alliance/dpa
সমুদ্র আর সৈন্যে ইরান
সামরিক খাতে গত বছর ইরানের ব্যয় ছিল ১ হাজার ৩২০ কোটি ডলার, যা ২০১৭ সালের তুলনায় সাড়ে নয় ভাগ কম৷ অবরোধ আর অর্থনৈতিক মন্দায় গত এক দশকে দেশটির অস্ত্র আমদানির পরিমাণও কমেছে৷ ২০০৯-১৮ সালের মধ্যে তা্দের আমদানিকৃত অস্ত্রের পরিমাণ সৌদি আরবের মাত্র সাড়ে তিনভাগ৷ বর্তমানে দেশটির সামরিক সদস্য আট লাখ ৭৩ হাজার৷ ৫০৯ টি যুদ্ধ বিমান, ১৫৬ টি হেলিকপ্টার, ১৬৩৪ টি ট্যাংক, ৩৯৮ টি নৌযান, ৩৪ টি সাবমেরিনের মালিক তারা৷
ছবি: picture-alliance/AP Photo/E. Noroozi
ইসরায়েল নিজেই অস্ত্র তৈরি করে
২০১৮ সালে সামরিক খাতে এক হাজার ৫৯৫ কোটি ডলার ব্যয় করেছে ইসরায়েল৷ দেশটি নিজেই সামরিক অস্ত্র তৈরি করে, তাই তেমন একটা আমদানি করতে হয় না৷ গত বছর সর্বসাকুল্যে ১০৩ কোটি ডলারের অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্র আর জার্মানির কাছ থেকে৷ দেশটির সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ৬ লাখ ১৫ হাজার৷ তাদের বহরে আছে ৫৯৫ টি যুদ্ধবিমান, ১৪৬ টি হেলিকপ্টার, ২৭৬০ টি ট্যাংক, ৬ টি সাবমেরিন৷
ছবি: Reuters
প্রতাপশালী তুরস্ক
২০১৮ সালে তুরস্কের সামরিক ব্যয়ের পরিমাণ ছিল ১ হাজার ৮৯৭ কোটি ডলার৷ এর মধ্যে ১১১ কোটি ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, ইতালিসহ ৬টি দেশের কাছ থেকে অস্ত্র ক্রয়ে৷ তুরস্কের সামরিক বাহিনীর সদস্য ৭ লাখ ৩৫ হাজার৷ যুদ্ধবিমান আছে ১০৬৭ টি৷ আছে ৪৯২ টি হেলিকপ্টার, ৩২০০ ট্যাংক, ১৯৪ টি যুদ্ধজাহাজ, ১২ টি সাবমেরিন৷
ছবি: Getty Images/AFP/B. Kilic
উপসাগরের ছোট শক্তি কাতার
কাতারের সবশেষ সামরিক ব্যয়ের হিসাবটি ২০১০ সালের৷ সে বছর তাদের বাজেট ছিল ২১৭ কোটি ডলারের৷ দেশটির সামরিক সদস্য সংখ্যা ১২ হাজার৷ আছে ১০০ টি এয়ারক্রাফট, ৪২ টি হেলিকপ্টার, ৯৫ টি ট্যাংক, ৮০ টি যুদ্ধজাহাজ৷
ছবি: Getty Images/AFP/K. Jaafar
পড়ন্ত শক্তির ইরাক
গেল বছর সামরিক বাহিনীর পেছনে প্রায় ৬৩২ কোটি ডলার খরচ করেছে ইরাক৷ এর মধ্যে ১৫৬ কোটি ডলার ব্যয় করেছে অস্ত্র ক্রয়ে৷ তাদের আছে ১ লাখ ৬৫ হাজার সৈন্য, ৩২৭ টি যুদ্ধবিমান, ১৭৯ টি হেলিকপ্টার, ৩০৯ টি ট্যাংক, ৬০ টি যুদ্ধজাহাজ৷
ছবি: picture-alliance/AP Photo/A. Abdul Hassan
এবং যুক্তরাষ্ট্র
গত বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ছিল ৬৪ হাজার ৮৮০ কোটি ডলারের৷ প্রায় সাড়ে ২১ লাখ সামরিক সদস্যের বিশাল বাহিনী তাদের৷ ১৩,৩৯৮ টি যুদ্ধবিমান, ৫৭৬০টি হেলিকপ্টার, ৬২৮৭টি ট্যাংক, ৪১৫টি যুদ্ধজাহাজ, ৬৮টি সাবমেরিন আছে এই পরাশক্তির বহরে৷
ছবি: Getty Images/AFP/A. Pizzoli
7 ছবি1 | 7
জার্মান সামরিক সংস্থাটির সঙ্গে অনেক আগেই এই বিষয়ে কথা শুরু হয়েছিল ইসরায়েলের। কিন্তু মাঝে তা বন্ধ হয়ে যায় ঘুস কেলেংকারির জন্য। অভিযোগ, ইসরায়েলের সামরিক বিভাগের এক কর্মকর্তা মধ্যস্থতাকারী হিসেবে ঘুস খাওয়ার চেষ্টা করেছিল।
নতুন সাবমেরিনটির নাম ডাকার। অত্যাধুনিক এই সাবমেরিনে আধুনিক যুদ্ধ কৌশলের বহু সুযোগসুবিধা আছে। বস্তুত, এখন ইসরায়েলের হাতে যে সাবমেরিনগুলি আছে, সেগুলিও জার্মানিতে তৈরি। পাঁচটি ডলফিন ক্লাস সাবমেরিন আছে এখন ইসরায়েলের নৌবাহিনীর হাতে। নতুন সাবমেরিনগুলি এলে পুরনো কয়েকটি ডলফিন সাবমেরিনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে ইসরায়েলের নৌাবাহিনী জানিয়েছে।
শুধু সাবমেরিন নয়, সাম্প্রতিক চুক্তিতে ঠিক হয়েছে, ইসরায়েলের বাণিজ্যে ৮৫০ মিলিয়ন ইউরো লগ্নি করবে জার্মানি। বস্তুত, সাবমেরিনের ক্ষেত্রেও বেশ খানিকটা ভর্তুকি দিচ্ছে জার্মানি। ২০১৭ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া চুক্তি মেনেই এ কাজ করছে জার্মানি।