1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি-ইটালি

২৮ জুন ২০১২

আজ রাতে পোল্যান্ডের রাজধানি ওয়ারসতে অনুষ্ঠিত হবে ইউরো কাপ ২০১২ সালের দ্বিতীয় সেমি ফাইনাল৷ জার্মানি বনাম ইটালি৷ জার্মানি খুবই ভালো খেলছে এবারের টুর্নামেন্টে৷ কিন্তু ইতিহাস বলছে জার্মানি কখনোই ইটালির সঙ্গে জেতেনি৷

ছবি: Reuters

জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, জার্মানি প্রস্তুত৷ কিন্তু ইটালি যে একবারও হারেনি! তাহলে কী বলা যেতে পারে যে জার্মানরা সেই ভীতি কাটিয়ে উঠেছে? মনে পড়ে, ২০০৬ সালে বিশ্বকাপের সেমি ফাইনালে জার্মানিকে ২-০ গোলে পরাজিত করেছিল ইটালি৷ তারা সে বছর শুধু ফাইনালেই যায়নি, নিয়েছিল বিশ্বকাপটিও৷

জার্মান কোচ ইওয়াখিম ল্যোভছবি: Reuters

আর ইটালি? ড্যানিয়েল দো রসি বলছেন, ইটালি যেভাবে খেলছে সেভাবেই খেলবে৷ খেলার স্টাইলে কোনো পরিবর্তন হবে না৷ জার্মানিকে সামলানো ইটালির মজ্জাগত, তাতে কোনো সমস্যা হবে না৷ ফাইনালে তারা যাচ্ছে সে বিষয়ে তারা নিশ্চিত৷ মেজর কোনো টুর্নামেন্টে ইটালি জার্মানির কাছে হারেনি, সেটাই তাদের মূল চালিকা শক্তি৷ আজকের খেলা হাড্ডাহাড্ডি লড়াই হলেও, কথা-বার্তা শুনে কিন্তু মনে হচ্ছে খেলাটি হবে উপভোগ করার মতো৷

জার্মান দলের একাংশছবি: Reuters

এর আগে সাতবার ইটালি এবং জার্মানি মুখোমুখি হয়েছিল গুরুত্বপূর্ণ সাতটি টুর্নামেন্টে৷ কোনো বারেই জার্মানি জিতেনি৷ কিন্তু ইওয়াখিম ল্যোভ বলছেন, রবিবার ইউক্রেনের রাজধানি কিয়েভ'এ ফাইনালে মুখোমুখি হবে জার্মানি এবং ইটালি৷

এমজে / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ