1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাঠে থাকবেন ম্যার্কেল

২৩ জুন ২০১২

গ্রিসকে ৪-২ গোলে হারিয়ে আনন্দের বন্যায় ভাসছে জার্মানি৷ শুক্রবার এই আনন্দঘন মুহূর্তে খেলোয়াড় ও ভক্তদের মাঝে হাজির ছিলেন স্বয়ং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ খেলার পর ড্রেসিং রুমে গিয়ে তিনি তারকাদের অভিনন্দন জানিয়েছেন৷

ছবি: dapd

অ্যারেনা গেডান্সক এর মাঠে শুক্রবার উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের খেলায় ৩৯ মিনিটে প্রথম গোল করেন ফিলিপ লাম৷ তবে বিরতির পর মাঠে নেমেই খেলায় সমতা আনেন গেয়র্গিওস সামারাস৷ কিন্তু এরপরই একটানা তিনটি গোল দিয়ে নিজেদের জয় নিশ্চিত করেন সামি খেদিরা, মিরোস্লাভ ক্লোজে এবং মার্কো ব়্যস৷ অবশ্য খেলার একেবারে শেষ মুহূর্তে বোয়াটেঙ এর হাতে বল ছুঁয়ে গেলে পেনাল্টি শটে একটি সান্ত্বনা গোল পান গ্রিক তারকা সালপিগিডিস৷

ফলে শেষ পর্যন্ত ৪-২ গোলে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়ে জার্মানি৷ এছাড়া বিশ্বকাপ ২০১০ ফুটবল আসরের তৃতীয় স্থান নির্ধারণী খেলা থেকে এখন পর্যন্ত টানা ১৫টি জয় পেল জার্মান জাতীয় দল৷ এখন ২৮শে জুনের দিকে তাকিয়ে রয়েছে জার্মান ফুটবল জগত৷ তবে আগামী রবিবার ইংল্যান্ড ও ইটালির মধ্যে খেলায় নির্ধারিত হবে সেমি-ফাইনালে কার বিরুদ্ধে লড়তে হবে জার্মানদের৷

গ্যালারিতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল’এর উচ্ছ্বাসছবি: Reuters

এদিকে, গেডান্সকের মাঠে জার্মান জাতীয় দলের খেলা দেখতে হাজির হয়েছিলেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ প্রতিটি গোলের সাথে সাথেই তাঁকে দেখা গেছে উঠে দাঁড়িয়ে হাত তুলে তালি দিতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে৷ গ্যালারিতে তাঁর সাথে ছিলেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি, জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান ভোল্ফগাঙ নির্সবাখ এবং জার্মান ফুটবল লিগ প্রেসিডেন্ট রাইনহার্ড রাউবাল৷

আর খেলা শেষেই ম্যার্কেল সোজা চলে যান জার্মান দলের ড্রেসিং রুমে৷ সেখানে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান৷ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ম্যার্কেল বলেন, ‘‘এটা খুবই উত্তেজনাপূর্ণ৷ তবে আমি শুরুতে কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম৷ পরে অবশ্য আমি আশ্বস্ত হই যে, খেলার নিয়ন্ত্রণ আমাদের দলের হাতে চলে এসেছে৷ এভাবেই চালিয়ে যাও৷'' চ্যান্সেলর ম্যার্কেল সেমি-ফাইনালে জার্মানির খেলা দেখতে যেতে পারছেন না একইদিনে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের কারণে৷ তবে জার্মানি ফাইনালে খেললে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে খেলা দেখবেন বলে জানিয়েছেন জার্মান দলের ব্যবস্থাপক অলিভার বিয়ারহফ৷

এএইচ / এআই (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ