1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি, ফ্রান্সের ক্রেডিট রেটিংয়ে অবনমন হতে পারে: এসঅ্যান্ডপি

৬ ডিসেম্বর ২০১১

সমস্যাটা ইউরোপের৷ কিন্তু বিশ্বায়নের যুগে এই সমস্যার কারণে প্রভাবটা পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপরও৷ বলছি ইউরো সংকটের কথা৷ ইউরোপের ১৭ দেশের এই একক মুদ্রার ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কিত সবাই৷

প্রতীকী ছবিছবি: K.-U. Häßler/Fotolia/DW

অ্যামেরিকার বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা স্ট্যাণ্ডার্ড অ্যান্ড পুওরস, যেটি এসঅ্যান্ডপি নামেই বেশি পরিচিত, তারা বলছে, ইউরো ব্যবহৃত হয় এমন ১৫টি দেশের ক্রেডিট রেটিংয়ে অবনমন হতে পারে৷ এর মধ্যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি আর ফ্রান্সও রয়েছে৷ এসঅ্যান্ডপি মনে করছে যে, বেশ অনেকদিন হয়ে গেল ইউরো সংকট নিয়ে শুধু আলাপ-আলোচনাই হচ্ছে৷ কঠোর কোনো সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে না৷ ফলে যেটা হচ্ছে, ইউরোপ সহ পুরো বিশ্ব সম্ভাব্য আরেকটি অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে৷ তাই আগামী শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের যে শীর্ষ বৈঠক হতে যাচ্ছে সেটাকেই সংকট সমাধানের সবশেষ সুযোগ হিসেবে দেখছে এসঅ্যান্ডপি৷ ঐ বৈঠকে নেয়া সিদ্ধান্তের মাধ্যমে ইউরো অঞ্চলের দেশগুলো যদি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে না পারে তাহলে তাদের ক্রেডিট রেটিংয়ে অবনমন হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে এসঅ্যান্ডপি৷

ছবি: picture-alliance/All Canada Photos

এসঅ্যান্ডপি'র উদ্বেগ কতটা ঠিক

বলা যায় অনেকটাই৷ কেননা বিষয়টি নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি সোমবার নিজেদের মধ্যে বৈঠক করেছেন৷ অবশ্য এ ধরণের আলোচনা তারা আগেও বেশ কয়েকবার করেছেন, কিন্তু এবারেরটা ছিল একটু ভিন্ন৷ কারণ দুই নেতাকেই এবার বেশ কঠোর হতে দেখা গেছে৷ তারা চান ইইউ চুক্তিটাই নতুন চেহারা নিক৷ এছাড়া ইউরো দেশগুলোর জন্য একটা একক বাজেট নীতিমালার কথা বলেছেন তারা৷ ঐ দুই নেতার প্রস্তাবগুলো নিয়ে শুক্রবারের ইইউ বৈঠকে আলোচনা হবে এবং আগামী মার্চের মধ্যে নতুন চুক্তি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে৷

অ্যামেরিকার উপর প্রভাব

বিশ্বায়নের কারণে ইউরোপের সংকটের প্রভাব অ্যামেরিকার উপর গিয়ে পড়বে এটাই স্বাভাবিক৷ এমনিতে এখন অ্যামেরিকায় চাকরির বাজারে মন্দা চলছে৷ এর মধ্যে যদি ইউরো সংকটের প্রভাব এসে পড়ে তাহলে সেটা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ যেটা আদতে প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নিবাচিত হওয়ায় স্বপ্নকে ভেঙে দিতে পারে৷ তাই প্রেসিডেন্ট নিজে বিষয়টি নিয়ে বেশ চিন্তিত এবং সমস্যা যেন আর বাড়তে না পারে সেটা নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য তিনি তাঁর অর্থমন্ত্রী টিমোথি গাইৎনারকে মঙ্গলবার ইউরোপে পাঠিয়েছেন৷

স্বাভাবিকভাবেই, এসঅ্যান্ডপি'র মন্তব্যে বিশ্বের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ