জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক সফরে যাচ্ছেন মোদী
২৮ এপ্রিল ২০২২প্রধানমন্ত্রী মোদীর ইউরোপ সফর শুরু হচ্ছে আগামী ২ মে। তিনি প্রথমে বার্লিন যাবেন। শলৎস চ্যান্সেলারের দায়িত্ব নেয়ার পর এই প্রথমবার মোদী জার্মানি যাবেন। দুই নেতাই ভারত-জার্মানি ইন্টার-গভর্নমেন্টাল কনলাসটেশন(আজিসি)-এ অংশ নেবেন। ভারত ও জার্মানির প্রচুর মন্ত্রীও আইজিসি-তে থাকবেন। মোদী ও শলৎস একটি বাণিজ্যিক সম্মেলনেও ভাষণ দেবেন। ২০২২ সালে এই প্রথমবার বিদেশ সফরে যাবেন মোদী।
জার্মানি থেকে মোদী যাবেন ডেনমার্ক। সেখানে তিনি ভারত নরডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই শীর্ষ সম্মেলনে ডেনমার্ক ছাড়াও আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেনের প্রধানমন্ত্রীরা থাকবেন।
সেখান থেকে দেশে ফেরার পথে মোদী অল্প সময়ের জন্য ফ্রান্সে যাবেন। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক হবে। মাক্রোঁ সবে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। তারপরই মাক্রোঁর সঙ্গে মোদীর আলোচনা বাড়তি গুরুত্ব পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।
তবে শলৎস, মাক্রোঁ ও নরডিক শীর্ষ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন ভারতে এসে বুঝিয়ে দিয়ে গিয়েছেন, ইইউ চায় ভারত রাশিয়া-বিরোধী অবস্থান নিক। অ্যামেরিকাও তাই চাইছে। তবে ভারত এখনো পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলেনি। জয়শঙ্কর বলেছেন, ভারত নিজেদের পথে চলবে। ইউরোপের নেতাদের এবার মোদী কী বলেন, সেটাই দেখার।
জিএইচ/এসজি(পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি)