বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেলো জার্মানি৷ একদিকে লিওনেল মেসি, অন্যদিকে টিম জার্মানি৷ পরিসংখ্যান অবশ্য ইঙ্গিত দিচ্ছিল জার্মানির জয়ের৷ তবে আর্জেন্টিনা লড়েছে শেষ অবধি৷ ফাইনালের সব তথ্য রয়েছে এখানে৷
৮১:০০ ভালো সুযোগ পেয়েছিলেন ক্রোস৷ কাজে লাগাতে পারলেন না৷
জার্মানির বিশ্বকাপ দল
বিশ্বকাপ জয়ের জন্য জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ ২৩ জন খেলোয়াড় নিয়ে এখন ব্রাজিলে৷ জার্মান দলে পরিচিত মুখ যেমন রয়েছে, তেমনি রয়েছে কিছু নতুন মুখও, যাঁরা চমক দেখাতে পারেন৷ এই ছবিঘরে পাবেন তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য৷
ছবি: Lennart Preiss/Bongarts/Getty Images
মানুয়েল নয়ার
সেই ২০১০ সালের বিশ্বকাপ থেকেই জার্মানির এক নম্বর গোলরক্ষক হিসেবে রয়েছেন নয়ার৷ অবশ্য ঘাড়ে ইনজুরির কারণে চলতি বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে খানিকটা উদ্বেগ তৈরি হয়েছিল৷ তবে আশার কথা হচ্ছে, তিনি সেরে উঠেছেন৷ জাতীয় দলের হয়ে ৪৫ বার মাঠে নেমেছেন নয়ার৷
ছবি: Patrik Stollarz/AFP/Getty Images
রোমান ভাইডেনফেলার
ভাইডেনফেলার জার্মান দলের দ্বিতীয় গোলরক্ষক৷ ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছেন তিনি৷ তবে জাতীয় দলের পক্ষে এখন অবধি শুধুমাত্র দু’বার খেলার সুযোগ পেয়েছেন ডর্টমুন্ডের এই গোলরক্ষক৷
ছবি: Getty Images
রন-রবার্ট সিলার
বুন্ডেসলিগায় অন্যতম শক্তিশালী গোলরক্ষক হিসেবে বিবেচিত সিলার ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমি থেকে প্রশিক্ষিত৷ তৃতীয় গোলরক্ষক হিসেবে জার্মান দলের সঙ্গে আছেন তিনি৷ বলাবাহুল্য, জার্মান দলের এই অবস্থানটিতেও প্রতিযোগিতা কম নয়৷ কোচ ল্যোভের অবশ্য ২৪ বছর বয়সি সিলারকে দারুণ পছন্দ৷
ছবি: Wagner/Bongarts/Getty Images
পেয়ার ম্যার্টেসাকার
আর্সেনালে চমৎকার একটি মৌসুম পার করা ম্যার্টেসাকার বিশ্বকাপেও ভালো করার আশা রাখছেন৷ ক্যামেরুনের বিপক্ষে অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে মাঠে নেমেছিলেন তিনি৷
ছবি: Reuters
জেরোম বোয়াটেং
ল্যোভের রক্ষণভাগের এক শক্তিশালী খেলোয়াড় বোয়াটেং, যিনি ৩৮ বার জাতীয় দলের হয়ে খেলেছেন৷ প্রীতি ম্যাচে লামের অনুপস্থিতি বুঝতেই দেননি তিনি৷ তবে বোয়াটিং মধ্যমাঠেই সবচেয়ে ভালো খেলেন৷
ছবি: Getty Images
মাটস হুমেলস
জাতীয় দলের হয়ে ২৯ বার মাঠে নামা হুমেলস তাঁর সতীর্থদের তুলনায় অভিজ্ঞতার বিচারে হয়ত পিছিয়ে থাকতে পারেন৷ কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে বুন্ডেসলিগায় ব্যাপক জনপ্রিয় তিনি৷
ছবি: Reuters
বেনেডিক্ট হ্যোভেডেজ
শালকের অধিনায়ক হ্যোভেডেজ দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সঙ্গে রয়েছেন৷ ব্রাজিলেও তাঁর ব্যতিক্রম ঘটেনি৷ ‘সেন্টার-ব্যাক’ অবস্থানে সবচেয়ে যোগ্য হ্যোভেডেজ প্রয়োজনে ‘রাইট-ব্যাকেও’ খেলতে পারেন৷ তবে তিনি জাতীয় দলের হয়ে এখন অবধি মাত্র ১৮ বার মাঠে নামার সুযোগ পেয়েছেন৷
ছবি: picture-alliance/dpa
এরিক ডুর্ম
চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো করা ডর্টমুন্ডের খেলোয়াড় ডুর্ম জাতীয় দলে একেবারেই নতুন৷ ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচটি দিয়ে তাঁর জাতীয় দলে যাত্রা শুরু হয়৷
ছবি: Getty Images
কেভিন গ্রোসক্রয়েৎস
গ্রোসক্রয়েৎসের মতো খেলোয়াড় দলে পেলে যে কোনো ম্যানেজারই খুশি হবেন৷ ডর্টমুন্ডের এই তারকা ‘ডিফেন্ডার’ হিসেবে তো বটেই, মাঠের যে কোনো অবস্থানেই ভালো খেলতে পারেন৷ ফলে জাতীয় দলের ২৩ জনের তালিকায় তাঁর স্থান পাওয়ায় বিস্মিত হওয়ার কিছু নেই!
ছবি: Getty Images
ফিলিপ লাম
দল এবং দেশের পক্ষে খেলাগুলিতে ফিলিপ লামকে বিভিন্ন অবস্থানে খেলানো হয়েছে৷ তবে ল্যোভের বিবেচনায় ‘রাইট ব্যাক’ অবস্থানের জন্যই সবচেয়ে উপযুক্ত তিনি৷ জাতীয় দলের পক্ষে ১০৫ বার মাঠে নামা লাম এবার তাঁর সাফল্যের তালিকায় বিশ্বকাপ ট্রফিও যোগ করতে চান৷ ৩০ বছর বয়সি এই ফুটবলার জার্মান জাতীয় দলের অধিনায়ক৷
ছবি: picture-alliance/dpa
মাটিয়াস গিন্টার
ফুটবল মাঠে বিভিন্ন পজিশনে খেলতে পারদর্শী মাটিয়াস গিন্টারও কোচ ল্যোভের বিশেষ পছন্দের তালিকায় রয়েছেন৷ জার্মানির ঘরোয়া ফুটবলে চমৎকার একটি বছর কাটিয়েছেন ফ্রাইবুর্গের এই তরুণ খেলোয়াড়৷
ছবি: Getty Images
বাস্টিয়ান শোয়াইনস্টাইগার
জাতীয় দলের হয়ে একশোবার মাঠে নামার সৌভাগ্যবানদের তালিকায় কিছু দিন আগেই নাম লিখিয়েছেন শোয়াইনস্টাইগার৷ মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে তাঁর অভিজ্ঞতা এবারের বিশ্বকাপে জার্মানিকে সহায়তা করবে বলে আশা করছেন অনেকেই৷ পাশাপাশি তরুণ খেলোয়াড়দেরও তাঁর কাছ থেকে শেখার আছে অনেক৷
ছবি: Getty Images
ক্রিস্টোফ ক্রামার
মাঠে নিরলস ভাবে দৌঁড়ানো এবং নির্ভুল ‘পাস’ দেয়ার সুনামের অধিকারী ক্রামার পোল্যান্ডের বিপক্ষে চমৎকার খেলেছেন৷ আর ক্যামেরুনের বিপক্ষে শেষের ১৫ মিনিটে তাঁর খেলা ল্যোভের মন জয় করার জন্য ছিল যথেষ্ট৷
ছবি: Getty Images
সামি খেদিরা
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পর্যায় মাঠ থেকে তুলে নেয়া হয় সামি খেদিরাকে৷ গত নভেম্বরে হাঁটুতে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি৷ তবে তিনি দ্রুতই সেরে উঠছেন৷ পুরোপুরি ফর্ম ফিরে পেলে জার্মানির বিশ্বকাপ দৌঁড়ে বড় অবদান রাখার সুযোগ রয়েছে তাঁর৷
ছবি: picture-alliance/dpa
টোনি ক্রোস
বায়ার্ন মিউনিখে নিজের ভবিষ্যত কী হবে – সেটা নিয়ে এখন সম্ভবত ভাবছেন না ক্রোস৷ তাঁর চিন্তা এখন শুধুই বিশ্বকাপকে ঘিরে৷ অসাধারণ ‘পাস’ দিতে দক্ষ এই তারকা জাতীয় দলের অন্যতম কাণ্ডারি৷
ছবি: Getty Images
ইউলিয়ান ড্রাক্সলার
ল্যোভের আরেক আবিষ্কার ড্রাক্সলার৷ মধ্যমাঠের আক্রমণাত্মক মেজাজের এই খেলোয়াড়ের বয়স মাত্র ২০ বছর৷ গত মৌসুমে অবশ্য তাঁর খেলায় ছন্দটি ঠিক ছিল না৷ তবে এবার দলের সঙ্গে থেকে যে অভিজ্ঞতা তিনি অর্জন করবেন, তা ভবিষ্যতেও কাজে দেবে৷
ছবি: picture-alliance/dpa
শ্কদ্রান মুস্তাফি
বিশ্বকাপের আগ মুহূর্তে মার্কো রয়েসের ইনজুরি যেন মুস্তাফির কপাল খুলে দিয়েছে৷ ২০০৯ সালে উয়েফা অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপ জয়ী জার্মান দলের সদস্য তিনি৷ তাঁর বয়স এখন ২২৷
ছবি: Martin Rose/Bongarts/Getty Images
মেসুত ও্যজিল
চলতি মৌসুমের শেষের দিকে খানিকটা নিষ্প্রভ হয়ে যান ও্যজিল৷ তবে শুধুমাত্র একটি মৌসুম দিয়ে ‘পারফর্মেন্স’ বিবেচনা করার মতো খেলোয়াড় তিনি নন৷ জাতীয় দলের হয়ে পঞ্চাশবারের বেশি মাঠে নেমেছেন তিনি৷ চূড়ান্ত বিবেচনায় তাই জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসুত ও্যজিল৷
ছবি: Alexander Hassenstein/Bongarts/Getty Images
মারিও গ্যোটৎসে
সর্বশেষ মৌসুমে ডর্টমুন্ড ছেড়ে মিউনিখে যাওয়ায় খানিকটা সমালোচনার শিকার হয়েছিলেন গ্যোটৎসে৷ এমনকি পুরাতন ক্লাবের বিপক্ষে গোল করে নিজের সাবকে ভক্তদেরও মন ভেঙে দিয়েছেন তিনি৷ চলতি বিশ্বকাপে আক্রমণভাগে বেশি দেখা যেতে পারে গ্যোটৎসেকে৷
ছবি: Reuters
আন্দ্রে শ্যুর্লে
জাতীয় দলের সঙ্গে থাকলেও মাঠে শ্যুর্লের অবস্থান কী হবে – তা এখনো নিশ্চিত নয়৷ কোচ ইওয়াখিম ল্যোভ তাঁকে আক্রমণভাগে রাখতে পারেন৷
ছবি: picture-alliance/dpa
লুকাস পোডোলস্কি
জাতীয় দলের হয়ে ১১২ বার মাঠে নেমেছেন পোডোলস্কি, যা এক রেকর্ড৷ খুব কম খেলোয়াড়ের পক্ষেই এমন রেকর্ড ভাঙা সম্ভব৷ ইদানীং অবশ্য দলের হয়ে মাঠে নামার চেয়ে ‘সাইড বেঞ্চে’ বসে থাকতেই বেশি দেখা যায় তাঁকে৷ তবে যে কোনো সময় জ্বলে ওঠার ক্ষমতা রাখেন পোডোলস্কি৷
ছবি: Getty Images
টোমাস ম্যুলার
জার্মান দলের হয়ে গোল করতে অন্যতম দক্ষ ম্যুলার৷ সতীর্থ ক্লোজের সঙ্গে এক্ষেত্রে তাঁর মিল অনেক৷ জাতীয় দলের হয়ে ৪৭ বার মাঠে নেমে ১৮ গোল করেছেন ম্যুলার৷
ছবি: Getty Images
মিরোস্লাভ ক্লোজে
জাতীয় দলের হয়ে ৬৮টি গোল করা ক্লোজের সামনে দুটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে৷ বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি রোনাল্ডোর কাছ থেকে নিয়ে নিতে পারেন তিনি৷ আর জার্মানির হয়ে সর্বোচ্চ গোল করে গের্ট ম্যুলারের গড়া রেকর্ডও এবার ভাঙতে পারেন তিনি৷
ছবি: Lennart Preiss/Bongarts/Getty Images
23 ছবি1 | 23
৭৮:০০ জার্মানির কর্নার৷
৭৭:০০ হিগুয়াইনকে তুলে নিলেন আর্জেন্টিনার কোচ সাবেলা৷ মাঠে নামলেন পালাসিও৷
৭৫:০০ জার্মানি ০ - আর্জেন্টিনা ০
৭৪:০০ গোলের মেসির শট৷ কিন্তু লক্ষ্যভেদ হলো না৷
৭০:০০ ভালো সুযোগ পেয়েছিলেন জার্মানির শ্যুর্লে৷ কিন্তু গোল করতে পারলেন না৷
৬৪:০০ এবার হলুদ কার্ড পেলেন আগুয়েরো৷
৬৩:০০ ক্লোজেকে ফাউল করলেন মাসকেরানো৷ ফলে রেফারি তাঁকে হলুদ কার্ড দিলেন৷
৬১:০০ শ্যুর্লের পাস থেকে সুযোগ পেয়েছিলেন ও্যজিল৷ কিন্তু কাজে লাগাতে পারলেন না৷
৫৬:০০ ক্লোজের হেড থেকে বল ধরে ফেললেন রোমেরো৷
৫৫:০০ নয়ারের সঙ্গে হিগুয়াইনের সংঘর্ষ৷
৪৭:০০ চমৎকার গোলের সুযোগ পেয়েছিলেন মেসি৷ কিন্তু বল চলে গেল মাঠের বাইরে৷
৪৬:০০ দ্বিতীয়ার্ধের খেলা শুরু৷ আর্জেন্টিনার হয়ে মাঠে নামলেন আগুয়েরো৷
চুমু খাওয়ার মজাই আলাদা
ফুটবল মানে বাঁধভাঙা আনন্দ, উচ্ছ্বাস দুঃখ, হতাশা বা কান্না৷ গত বিশ্বকাপের সময় আবেগ, অনুভূতি প্রকাশে রাখঢাক রাখেননি অনেকেই৷ এমনকি প্রকাশ্যে চুমু খেতেও আপত্তি ছিল না তাঁদের৷ ফুটবল ভক্তদের কিছু অন্তরঙ্গ ছবি পাবেন এখানে৷
ছবি: Behrouz Mehri/AFP/Getty Images
প্রেমিক যুগল
১৭ই জুন ২০১৪৷ ব্রাজিলের সালভাদোরে খেলা হচ্ছিলো ব্রাজিল বনাম মেক্সিকোর৷ খেলা দেখার সময় ব্রাজিল দলের ভক্ত যুগল এভাবেই অনুভূতি প্রকাশ করেন৷
ছবি: Getty Images
জার্মান দলের ভক্ত
২০১০ সালের ৭ই জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল৷ জার্মানি বনাম স্পেনের সেমি ফাইনাল খেলা৷ বার্লিনের ‘ফ্যান মাইল পাবলিক ভিউয়িং’-এ খেলা দেখার সময় জার্মান জাতীয় দলের দুই ভক্তের চুম্বনের দৃশ্য এটি৷
ছবি: AFP/Getty Images
ব্রাজিল দলের ভক্ত যুগল
খেলা হচ্ছে ব্রাজিল দলের সাথে মেক্সিকো দলের৷ দেশের মাটিতে প্রিয় দলের খেলা হচ্ছে, কাজেই আনন্দ কিছুটা বেশিই! অন্যান্যদের মাঝে বসে নিজেরা চুম্বনে ব্যস্ত৷
ছবি: Dimitar Dilkoff/AFP/Getty Images
ফ্রেঞ্চ কিস!
এ বছর ১৫ই জুন, পর্তো আলেগ্রের বাইরা – রিও স্টেডিয়ামে ই-গ্রুপের প্রাথমিক খেলা৷ খেলছিল ফ্রান্স বনাম হন্ডুরাস৷ খেলা চলাকালে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এক আলোকচিত্রী৷
ছবি: picture-alliance/dpa
চিলির ভক্তদের চুম্বন
বিশ্বকাপ ফুটবল ২০১৪, চিলির সাথে স্পেনের বি-রাউন্ডের প্রাথমিক খেলা৷ চিলির ভক্তরা ব্রাজিলের রিও ডি জানেরোর মারাকানা স্টেডিয়ামে খেলা দেখতে দেখতে চুমু খাচ্ছিলেন৷
ছবি: picture-alliance/dpa
দুই ‘অন্ধ ভক্তের’ কাণ্ড
স্প্যানিশ দলের দুই ‘অন্ধ ভক্ত’ চুম্বন করছেন স্পেন বনাম হল্যান্ডের খেলা দেখার সময়৷ খেলাটি হয় গত ১৩ই জুন সালভাদোরের অ্যারেনা ফন্টে নোভা স্টেডিয়ামে৷
ছবি: Getty Images
কলোম্বিয়া বনাম গ্রিসের খেলা
১৪ই জুন ২০১৪, কলোম্বিয়া বনাম গ্রিসের খেলা৷ খেলাটি হয় ব্রাজিলের বেলো হরিসন্ট-এর মিনাইরাও অ্যারেনাতে৷ কলোম্বিয়া দলের ভক্তদের এই চুম্বনটি খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তোলা৷
ছবি: AFP/Getty Images
মাঠের শত্রু যখন বন্ধু
মানাউসের অ্যামাজন অ্যারেনা স্টেডিয়ামে ১৪ই জুন ইংল্যান্ডের সাথে ইটালির গ্রুপ ‘ডি’-এর ফুটবল ম্যাচ৷ ইটালি দলের ভক্ত চুম্বন করেছেন ইংল্যান্ড দলের ভক্তকে৷
ছবি: Fabrice Coffrini/AFP/Getty Images
উরুগুয়ের ভক্তদের চুমু
উরুগুয়ের ভক্ত একে অপরকে চুমু দিচ্ছে৷ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাই খেলার সময়৷ খেলাটি ছিল কোস্টারিকা বনাম মন্টেভিডিও৷
ছবি: AP
স্পেনের সমর্থক যুগল
স্পেনিশ দলের সাপোর্টার দু’জন এভাবেই চুমু খাচ্ছেন রিও ডি জানেরোর মারাকানা স্টেডিয়ামে, যখন চিলির জাতীয় দলের সাথে স্পেনের জাতীয় দলের খেলা চলছিল ১৮ই জুন ২০১৪ সালে৷
ছবি: LLUIS GENE/AFP/Getty Images
ইরানি যুগল
১৬ই জুন ছিল বিশ্বকাপ ফুটবলের ইরান বনাম নাইজেরিয়ার খেলা৷ খেলা শুরুর ঠিক আগে ইরানের ভক্ত প্রেমিক-প্রেমিকার চুমুর দৃশ্য এটি৷ রক্ষণশীল দেশ হিসেবে বিবেচিত ইরানের নাগরিকদের এ রকম প্রকাশ্য চুমুর ছবি সত্যিই বিরল৷
ছবি: Behrouz Mehri/AFP/Getty Images
11 ছবি1 | 11
৪৫:০০ (+২) প্রথমার্ধের খেলা শেষ৷ জার্মানি ০ - আর্জেন্টিনা ০
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আসরকে সামনে রেখে ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি এলাকা সেজেছে বর্নিল সাজে৷ আপনাদের জন্য এমনই কিছু ছবি তুলে এনেছেন মুস্তাফিজ মামুন৷
ছবি: DW/M. Mamun
বিশ্বকাপের বর্নিল রূপ
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আসরকে সামনে রেখে ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি এলাকা সেজেছে বর্নিল সাজে৷ বাড়ির দেয়াল থেকে রাস্তা-ঘাট, দোকান পাট সবখানেই প্রিয় খেলোয়াড়, প্রিয় দলের পতাকার রং৷
ছবি: DW/M. Mamun
বাড়ির দেয়াল অঙ্কন
কলতাবাজারের একটি বাড়ির বাইরের দেয়ালজুড়ে ফুটবলের এই ছবি বিশ্বকাপ উপলক্ষ্যেই৷
ছবি: DW/M. Mamun
খেলোয়াড়ের প্রতীকী ছবি
পুরান ঢাকার কলতাবাজারের গলির ভেতরে একটি বাড়ির দেয়ালচিত্রে পাশাপাশি আর্জেন্টিনা ও জার্মানি এই দুই দেশের খেলোয়াড়ের প্রতীকী ছবি৷ ছবিটি যখন আঁকা হয়েছিল তখন কিন্তু এই দুই দলের ফাইনালে খেলার ভাগ্য নির্ধারণ হয়নি৷
ছবি: DW/M. Mamun
বিশ্বকাপ গলি
পুরান ঢাকার কলতাবাজারের এই গলির নাম এখন বিশ্বকাপ গলি৷ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরকে ঘিরে স্থানীয় তরুণ ফুটবলপ্রেমীরা পুরো এলাকা মুড়িয়ে দিয়েছেন বিশ্বকাপ ফুটবলের নানা চিত্র দিয়ে৷
ছবি: DW/M. Mamun
পতাকা বিক্রি
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে জার্মানি আর আর্জেন্টিনা৷ তাই এই দুই দেশের পতাকা নিয়ে গুলিস্তানে ক্রেতার অপেক্ষায় পতাকা বিক্রেতা জামাল৷
ছবি: DW/M. Mamun
জাতীয় পতাকার সম্মান
বিশ্বকাপে ৩২টি দলে নেই বাংলাদেশ৷ কিন্তু অন্যান্য দলের পতাকার পাশাপাশি দেশের জাতীয় পতাকাকে সম্মান জানাতে ভোলেননি ফুটবল ভক্তরা৷
ছবি: DW/M. Mamun
একনিষ্ঠ ভক্ত আমজাদ হোসেন
মাগুরা জেলার দরিদ্র কৃষক আমজাদ হোসেন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নিজের জমি বিক্রি করেছে, তৈরি করেছেন প্রিয় দল জার্মানির সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি পতাকা৷ এতে ব্যয় হয়েছে এক লাখেরও বেশি টাকা৷ ১৯৮৭ সালে দুরারোগ্য রোগে আক্রান্ত এই কৃষক জার্মানি থেকে আনা ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠেন৷ তারপর থেকেই তিনি দেশটির ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত৷
ছবি: Alok Bose
জার্মান দূতাবাসের সম্মাননা
জার্মানি দলের সমর্থনে দীর্ঘ এই পতাকা তৈরির জন্য আমজাদ হোসেন জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যানক্লাবের আজীবন সদস্যপদ পাচ্ছেন৷ ঢাকার জার্মান দূতাবাস তাঁকে এ সম্মান জানাচ্ছে৷
ছবি: Alok Bose
ভক্তরা কাঁপছেন বিশ্বকাপ জ্বরে
ঢাকার বুড়িগঙ্গা নদীতে ফুটবল নিয়ে আনন্দ করছে এক কিশোর৷ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সারাদেশের ফুটবল ভক্তরা কাঁপছেন বিশ্বকাপ জ্বরে৷
ছবি: DW/M. Mamun
কার্গোতে কসরত
বুড়িগঙ্গা নদীতে চলমান বালুবাহী কার্গো শিপের ফুটবল নিয়ে কসরত করছে দুই কিশোর৷
ছবি: DW/M. Mamun
উড়ছে আর্জেন্টিনা আর জার্মানির পতাকা
ঢাকার পাশের এলাকা কেরাণীগঞ্জের বাড়িগুলোর ছাদে ছাদে উড়ছে আর্জেন্টিনা আর জার্মানির পতাকা৷ ফাইনালে জার্মানির কাছে শোচনীয় পরাজয়ের পর এ এলাকার বেশিরভাগ ব্রাজিল ভক্ত ঐ দেশের পতাকাটা নামিয়ে ফেলেন৷
ছবি: DW/M. Mamun
ক্ষুদে ভক্ত
এই খুদে ফুটবল প্রেমী আর্জেন্টিনা দলের ভক্ত৷ কলতাবাজারের বিশ্বকাপ গলির দেয়ালের পাশে দাঁড়ানো এই শিশুটির মত বাংলাদেশে ফুটবল প্রেমীদের মধ্যে শিশুদের সংখ্যাও কম নয়৷
ছবি: DW/M. Mamun
ঝুলছে ফুটবল
এই ছবিটিও কলতাবাজারের৷ বিশ্বকাপ গলির উপরে ভক্তরা ঝুলিয়ে দিয়েছেন বেশ কিছু ফুটবল৷
ছবি: DW/M. Mamun
ভক্তদের উচ্ছ্বাস
কলতাবাজারের এই গলিটিকে সবাই এখন চেনে বিশ্বকাপ গলি নামে৷ এখানে দেখতে পাচ্ছেন জার্মান ফুটবল দলের ভক্তদের উচ্ছ্বাস৷ পুরান ঢাকার এই জায়গাটিতে প্রায়ই জড়ো হন ফুটবল ভক্তরা৷
ছবি: DW/M. Mamun
14 ছবি1 | 14
২৭:০০ ম্যুলারের উদ্দেশে লামের সুন্দর পাস৷ কিন্তু অফসাইড৷
২০:০০ নয়ারকে একা পেয়েও গোল করতে পারলেন না হিগুয়াইন৷
১৬:০০ ক্রামার আহত৷
১৩:০০ ফ্রি-কিক নিলেন ক্রোস৷ বিপজ্জনক হতে পারতো৷
১২:৪৬ সতেরো তম গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন ক্লোজে৷ কিন্তু বলে মাথা ছোঁয়াতে পারলেন না৷
০:০১ শুরু হলো শিরোপার লড়াই৷ আগুয়েরো আর মারিয়াকে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনাকে৷ ওদিকে পুরো শক্তি নিয়ে হাজির জার্মানি৷ তবে জার্মান কোচে ল্যোভ হিসেবে শুরুর একাদশে নামিয়েছেন ক্রিস্টোফ ক্রামারকে৷ মাঠে নিরলস ভাবে দৌঁড়ানো এবং নির্ভুল ‘পাস’ দেয়ার সুনামের অধিকারী তিনি৷