জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার বড়দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে গণতন্ত্রের পথ থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন৷ রাজনীতি জগতের প্রতি ক্ষোভ সত্ত্বেও সাহস ও সংহতির ডাক দেন তিনি৷
বিজ্ঞাপন
বড়দিনের ভাষণে স্টাইনমায়ার বলেন, ‘‘অবশ্যই আমরা স্পষ্টতার জন্য উন্মুখ হয়ে থাকি৷ রাজনীতি জগতের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে সঠিক পথে চলার প্রত্যাশাও ন্যায্য৷ দেশ হিসেবে আমাদের সাহায্য করবে, তাদের কাছে এমন জবাবও আমরা আশা করি৷''
স্টাইনমায়ারের মতে, একমাত্র সবাই মিলে অগ্রসর হওয়া সম্ভব৷ প্রত্যেকে তার নিজস্ব জগতে নিজেকে গুটিয়ে নিলে সেটা সম্ভব হবে না৷
জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার বলেন, চলতি বছরে বিশ্ব তার কালো দিক দেখিয়েছে৷ দুর্ভোগ ও ধ্বংসলীলার পাশাপাশি ঘৃণা ও সহিংসতাও মাথাচাড়া দিয়ে উঠেছে৷ তিনি সবার আগে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কথা উল্লেখ করেন৷তাছাড়া শরতকাল থেকে যারা হামাসের নৃশংসতা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের শিকার হচ্ছেন, তাদের কথাও স্মরণ করেন স্টাইনমায়ার৷
বড়দিনের ছুটির মরসুমেও সক্রিয় পুলিশ, দমকল ও স্বাস্থকর্মী এবং অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান প্রেসিডেন্ট৷ স্টাইনমায়ার মনে করিয়ে দেন, যে আগামী বছর জার্মানি তার নিজস্ব গণতন্ত্রের ৭৫ বছর উদযাপন করবে৷ তার মতে, জার্মান সংবিধান নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে৷ এখনো পর্যন্ত দেশ সেই ভিত্তি ভালোভাবে বহন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘‘জার্মানি ভালো এক দেশ থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে৷ সে বিষয়ে আমাদের আরো সচেতন থাকা উচিত৷''
স্টেফান স্টিকেলমান/এসবি
জার্মানির যত আশ্চর্য সুন্দর ক্রিসমাস মার্কেট
ক্রিসমাস বা বড়দিনের আগে একমাস ধরে জার্মানির বিভিন্ন শহর মিলিয়ে আয়োজিত হয় প্রায় আড়াই হাজার ক্রিসমাস মার্কেট৷ ছবিঘরে দেখুন বাছাই বাজারের ছবি৷
ছবি: Essen Marketing GmbH
ড্রেসডেন: সবচেয়ে পুরোনো ক্রিসমাস মার্কেট
১৪৩৪ সালের একটি নথিতে প্রথমবার ড্রেসডেন ক্রিসমাস মার্কেটের উল্লেখ পাওয়া যায়৷ এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার স্টোলেন, যা এক রকমের কেক৷ ড্রেসডেনে জার্মান স্টোলেন কেককে বলা হয় স্ট্রিজেল৷ এই বাজারের পুরোনো নামও ছিল এই কেকের নামেই৷
ছবি: picture alliance/dpa/dpa-Zentralbild
নুরেমবার্গ: বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রিসমাস মার্কেট
এই ক্রিসমাস মার্কেট প্রতি বছর উদ্বোধন হয় ক্রিস্টকিন্ডের হাত ধরে এবং এটাই এই বাজারের বৈশিষ্ট্য৷ প্রতি বছর এক কিশোরীকে বেছে নেওয়া হয় ক্রিস্টকিন্ডের ভূমিকার জন্য৷ তার গলায় একটি নির্দিষ্ট কবিতা আবৃত্তির মাধ্যমেই চালু হয় এই বাজার৷ এই মার্কেটের নামও নুরেমবার্গ ক্রিস্টকিন্ড মার্কেট এবং এই বাজারের শুরু হয় ১৫৩০ সালে৷
ছবি: picture alliance/Geisler-Fotopress
কোলোন: পরিবেশের কথা ভেবে...
কোলোন ক্যাথিড্রাল তৈরি হয় ১২৪৫৮ সালে, কিন্তু এই শহরের ক্রিসমাস মার্কেট মোটেও এত পুরোনো নয়৷ প্রতি বছর এই ক্রিসমাস মার্কেট দেখতে ভিড় জমান প্রায় ৪০ লাখ মানুষ৷ এই বাজারে স্টল দিতে গেলে আপনার পণ্যকে হতে হবে ‘ফেয়ারট্রেড’ সার্টিফিকেটপ্রাপ্ত৷ এই সার্টিফিকেট যাচাই করে পণ্যগুলি পরিবেশবান্ধব হবার সাথে সাথে শ্রমের ন্যায্য দামের দিকটিও৷
ছবি: picture alliance/Panama Pictures
বার্লিন: রাজধানীতে যেমন
এবছর বার্লিনে মোট ৮০টি ক্রিসমাস মার্কেট রয়েছে, কিন্তু তবুও মনে হয় যেন প্রতি বছরই নতুন বাজার যোগ হচ্ছে৷ এই সময় সবচেয়ে সেরা দৃশ্য দেখতে বার্লিনের রোটেস সাটহাউসের সামনে এই চরকিতে উঠতে পারেন৷ ৫০ মিটার উঁচু এই চরকি থেকে শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়৷
ছবি: Janina Mähliß
ল্যুবেক: উত্তরাঞ্চলে যেমন
জাতিসংঘের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় আছে জার্মানির উত্তরের এই শহরের নাম৷ ল্যুবেকের ক্রিসমাস মার্কেটটি প্রায় ৪০০ বছরের পুরোনো৷ নানা ধরনের মিষ্টির জন্য এই শহর বেশ বিখ্যাত৷ বিশেষ করে ক্রিসমাসের সময় সবাই ভিড় করে মারজিপানের মিষ্টি কিনতে৷
ছবি: picture alliance/dpa
লাইপৎজিশ: ঐতিহ্য মেনে...
শহরের পুরোনো অংশে পনেরোশ শতাব্দী থেকে আযোজিত হয়ে আসছে এই ক্রিসমাস মার্কেট৷ এই বাজারে প্রতি বছর প্রায় আড়াইশ দোকান থাকে, যেখানে বিক্রি হয় নানা ধরনের সসেজ, মশলাযুক্ত ওয়াইন বা গ্ল্যুওয়াইন ও মিষ্টি বাদাম৷
ছবি: picture alliance/dpa
ডর্টমুন্ড: বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি
৪৫ মিটার উঁচু এই ক্রিসমাস ট্রিতে একটি গাছের বদলে রয়েছে এক হাজার স্প্রুস গাছ৷ অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিসমাস ট্রির আয়োজন৷ তবেই সঠিক সময়ে নভেম্বরে জনগণ উপভোগ করতে পারবেন এই বাজারের আমেজ৷
ছবি: picture alliance/dpa
এসেন: আন্তর্জাতিক ছোঁয়া
জার্মানির নর্থ রাইন ভেস্টফালেন রাজ্যের এই শহরের ক্রিসমাস মার্কেটে অন্তত ২০টি দেশের পণ্য পাওয়া যায় ক্রিসমাস মার্কেটের ২৫০টি দোকানে৷ নানা দেশের মশলাপাতি থেকে ঘর সাজানোর সামগ্রী, সবই পাবেন এখানে৷ এই সময়ে বিশেষ আলোর সাজও অনেক মানুষকে এই শহরে টেনে আনে৷
ছবি: Essen Marketing GmbH
লিনডাউ: ক্রিসমাস পানির কাছে
অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের অদূরেই আল্পস পর্বতমালার গায়ে এই জার্মান শহর৷ এই শহরের ক্রিসমাস মার্কেট আয়োজিত হয় লেক কন্সটান্সের পাশে৷ আর পানির কাছে বলেই সেন্ট নিকোলাউস অর্থাৎ ৬ ডিসেম্বরের পর এই লেকে সাঁতার কাটার চল রয়েছে৷ এই ধারার নাম ‘নিকোলাউসশুইমেন’৷ কিন্তু মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রায় কতজনের সেই সাহস হয়, তা দেখার বিষয়৷